1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়িচাপায় দুজন নিহত, গুজব না ছড়ানোর আহ্বান

১ ডিসেম্বর ২০২০

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে হেঁটে যাতায়াতের এলাকায় দ্রুত গতিতে ঢুকে পড়া একটি গাড়ির নীচে চাপা পড়ে দু’জন নিহত ও ১০ জন আহত হয়৷ ঘটনা সম্পর্কে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ৷

ট্রিয়ারে পুলিশ ও দমকল বাহিনীর গাড়ি
ছবি: Harald Tittel/dpa/picture alliance

ঘটনার পর বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গাড়িটি আটক করার কথাও জানান তিনি৷ পুলিশের মুখপাত্র বলেন, ‘‘পথচারীদের এলাকায় একটি গাড়ির আঘাতে আহতদের আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’’

পরে এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তি জার্মান নাগরিক এবং তার বয়স ৫১ বছর বলে জানানো হয়৷

ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ৷ আকাশে হেলিকপ্টার টহল দিতে শুরু করে৷

‘গুজব ছড়াবেন না, ভিডিও প্রকাশ করবেন না’

এক টুইট বার্তায় জনগণের প্রতি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে রাইনলান্ড-পালাটিনেট রাজ্য পুলিশ৷ টুইটে বলা হয়েছে, ‘‘দয়া করে অনুমাননির্ভর তথ্য ছড়াবেন না৷ নির্ভরযোগ্য তথ্য ট্রিয়ার পুলিশের (@PolizeiTrier) কর্মীদের কাছে পাওয়া যাবে৷’’ আরেক বার্তায় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং অন্যরা কোনো ভিডিও করে থাকলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করে সরাসরি কর্তৃপক্ষের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছে ট্রিয়ার পুলিশ৷

এসিবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

২৩ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ