নতুন একটি জরিপ বলছে, জার্মানিতে মহিলাদের ব্যবহারযোগ্য যাবতীয় পণ্য ও পরিষেবার দাম নাকি পুরুষদের চেয়ে একটু বেশি৷ মহিলাদের সেফটি রেজরের দামও বাড়ে ঐ ‘গোলাপি ট্যাক্সের' দরুণ৷
বিজ্ঞাপন
সেফটি রেজর কিংবা তার ব্লেড, চুল কাটা কিংবা খেলার পুতুল, মহিলাদের – বা মেয়েদের – এ সবের জন্য নিয়মিতভাবে বেশি দাম দিতে হয়৷ মার্কেটিং-এর কারণে মহিলা ও পুরুষদের জন্য একই পরিষেবার মূল্যে ব্যাপক তারতম্য দেখা দেয়৷
জার্মানির ফেডারাল বৈষম্য বিরোধী সংস্থা এডিএস-এর কাজই হলো, বৈষম্য রোধ করা৷ কাজেই পণ্য ও পরিষেবার ক্ষেত্রে যে মহিলাদের পুরুষদের চেয়ে বেশি দাম দিতে হয়, এই পুরনো অভিযোগটা নিয়ে নতুন করে জরিপ করেছে এডিএস৷ এই জরিপ ছিল এ যাবৎ বৃহত্তম৷
গবেষকরা দেখেন, প্রায় সব পণ্যের ক্ষেত্রে মহিলারা গড়ে চার শতাংশ বেশি দাম দিয়ে থাকেন, কিন্তু লিঙ্গ ভিত্তিক পরিষেবার ক্ষেত্রে মহিলারা ৫০ শতাংশ বেশি দাম দেন৷ এই বৈষম্য সবচেয়ে বেশি চোখে পড়ে হেয়ারড্রেসারের কাছে বা ড্রাই ক্লিনিং-এর দোকানে গেলে: যে সব মহিলা ছোট চুল রাখেন, তাদেরও পুরুষদের চেয়ে চুল কাটার জন্য অনেক বেশি গুনোগার দিতে হয়; ওদিকে মহিলাদের একটি ব্লাউজ ড্রাই ক্লিন করার খরচ পুরুষদের একটি শার্টের চেয়ে বেশি৷ কিন্তু কেন?
যৌন মিলনের আগে যেসব কাজ করা ঠিক নয়
যৌন মিলনের আগে কিছু ছোট ছোট বিষয় নজর না রাখলে সব আনন্দ নষ্ট হতে পারে৷ তাই কিছু বিষয়ের দিকে আগে নজর রাখা উচিত৷ দেখে নিন যৌন মিলনের আগে কি কি একেবারেই করা ঠিক নয়৷
ছবি: Fotolia/fotogestoeber
প্রস্রাব করা
সঙ্গমের পর প্রস্রাব করলে ব্যাকটিরিয়া প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়৷ কিন্তু যদি আগে করেন, তাহলে নারীদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷ এমনটাই জানিয়েছেন ইউরোলজিস্টরা৷
ছবি: imago/mm images/Berg
অ্যান্টি অ্যালার্জি ওষুধ
অ্যালার্জি দূর করতে অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে হয়৷ যেমন সর্দি হলে তা বন্ধ করার জন্য৷ কিন্তু এই ওষুধ গ্রহণ করলে যোনী শুষ্ক হয়ে যায়৷
ছবি: Sony World Photography Awards/S. Hoyn
মাদকদ্রব্য গ্রহণ
কিছু কিছু মাদকদ্রব্য আছে যেগুলো কাম উদ্দীপনা বাড়িয়ে দেয়, কিন্তু মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করলে পুরুষদের জন্য তা মোটেও ভালো কিছু নয়, তাই এড়িয়ে চলাই ভালো৷
ছবি: Fotolia/eyetronic
ছোট না বড় কন্ডোম
যৌন নিরাপত্তা খুব জরুরি৷ কিন্তু কি ধরনের কন্ডোম ব্যবহার করবেন সেটাও জানা উচিত৷ ভুল সাইজের কন্ডোম আপনার বিপদ ডেকে আনতে পারে৷ আনন্দ পুরোপুরি মাটি করে দিতে পারে৷
ছবি: Fotolia/Sergejs Rahunoks
যৌনাঙ্গের আশপাশে শেভিং
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সহবাসের আগে গোপনাঙ্গ শেভ করা উচিত হয়৷ এ থেকে ব্যাকটিরিয়ার সংক্রমণ সহজে ছড়িয়ে পড়তে পারে৷ তাই এ থেকে সাবধান৷
ছবি: Fotolia/PhotographyByMK
যৌন খেলনা পরিষ্কার করা
আপনি যদি যৌন খেলনা ব্যবহার করেন, তবে তা ব্যবহারের আগে অবশ্যই ভালোমতো পরিষ্কার করতে হবে৷ আর সহবাসের আগে নিজেকে পরিষ্কার রাখাটাও জরুরি, এতে আপনি এবং আপনার সঙ্গী দুজনেরই রোগ সংক্রমণের ভয় থাকে না৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
জার্মানির ফেডারাল বৈষম্য বিরোধী সংস্থার প্রধান ক্রিস্টিনে ল্যুডার্স বলেন, ‘‘কোনো ব্যক্তিকে যদি শুধু তার লিঙ্গের উপর ভিত্তি করে বেশি দাম দিতে হয়, তবে নীতিগতভাবে তা বৈষম্য বিরোধী আইন লঙ্ঘনের ঘটনা বলে গণ্য হবে৷''
গোলাপি হল মহিলাদের পছন্দের রং
এডিএস সংস্থা প্রায় ১,৭০০ পণ্যের দাম বিচার করেছে, যে সব পণ্য পুরুষ কিংবা মহিলাদের জন্য নির্দিষ্ট হলেও, বস্তুত উভয় সংস্করণের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই – এক রং ছাড়া, যেমন পুরুষদের ক্ষেত্রে নীল ও মহিলাদের ক্ষেত্রে গোলাপি৷
এই ‘গোলাপি শুল্কের' একটি উৎকৃষ্ট উদারণ পাওয়া যায় আল্ডি ডিসকাউন্ট সুপারমার্কেট চেইনের বিক্রীত চারটি রেজর ব্লেড রিফিল-এর একটি প্যাকেটে: মহিলাদের জন্য ঐ চারটি বাড়তি ব্লেডের দাম পড়ে ৪ ইউরো ৪৯ সেন্ট, অথচ পুরুষদের প্যাকেটটির দাম হলো ৩ ইউরো ৮৯ সেন্ট৷
টয়েজ'আর'আস কোম্পানির ওয়েবসাইটে ‘ফ্রোজেন' ছবির রাজকন্যাদের নামাঙ্কিত একটি ডিজনি স্পেসহপারের দাম দেখানো হয়েছে ৮ ইউরো ৯৯ সেন্ট; ছেলেদের জন্য ‘কার্স' ছবির মোটিফ দেওয়া সংস্করণটির দাম কিন্তু ৭ ইউরো ৯৮ সেন্ট৷ নিন্দুকেরা বলবেন, জার্মান মহিলারা ওতে অভ্যস্ত৷ হাজার হোক, গোটা ইউরোপ জুড়ে মহিলারা যখন গড়ে পুরুষদের চেয়ে প্রায় ১৬ শতাংশ কম মাইনে পেয়ে থাকেন, সেক্ষেত্রে জার্মানিতে মহিলারা প্রায় ২০ শতাংশ কম বেতন পান৷
একই পরিষেবা
পরিষেবার ক্ষেত্রে দেখা যায়, মহিলারা তাদের চুল কাটানো কিংবা জামাকাপড় পরিষ্কার করতে দেওয়ার জন্য ‘‘পুরুষদের চেয়ে লক্ষণীয় বেশি দাম'' দিয়ে থাকেন৷ জরিপে দেখা যায়, পরিশ্রম প্রায় এক হলেও, হেয়ারড্রেসারদের শতকরা প্রায় ৮৯ ভাগ আর লন্ড্রিগুলির শতকরা প্রায় ৩২ ভাগ মহিলাদের কাছ থেকে বেশি দাম নিয়ে থাকে৷
মহিলাদের একটি ব্লাউজ ড্রাই-ক্লিন করতে গড়ে পুরুষদের শার্টের চেয়ে ১ ইউরো ৮০ সেন্ট বেশি খরচ পড়ে৷
যে সব মহিলা ছোট চুল রাখেন, তাদেরও চুল কাটার জন্য পুরুষদের চেয়ে গড়ে ১২ ইউরো ৫০ সেন্ট বেশি দাম দিতে হয় – যদিও এক্ষেত্রে মহিলা বা পুরুষের চুল কাটতে একই পরিমাণ সময় ও শক্তি ব্যয় হয়৷ এই প্রসঙ্গে ল্যুডার্স অস্ট্রিয়ার দৃষ্টান্ত দেন, যেখানে হেয়ারড্রেসাররা ইতিমধ্যেই লিঙ্গ নিরপেক্ষ মূল্য তালিকা চালু করেছেন৷
এডিএস-এর আশা যে, এই জরিপের ফলে গ্রাহকরা এই সব বৈষম্য সম্পর্কে আরো সচেতন হয়ে উঠবেন৷ এছাড়া এডিএস একতরফা লিঙ্গ ভিত্তিক মূল্যবৃদ্ধির উপর কড়া নজর রাখার ডাক দিয়েছে৷
হেয়ার ড্রায়ারের অন্যরকম কারসাজি
হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হবে, সেটাই তো স্বাভাবিক৷ কিন্তু না, এই যন্ত্রটি বিদ্যুতের সাহায্যে ঝটপট চুল শুকানো ছাড়াও ঘরের নানা কাজে সাহায্য করতে পারে৷ ছবিঘরে পাবেন তারই কিছু নমুনা৷
মোম নেভানোর সময় ফার্নিচারে লেগে গেছে, কিছুতেই তা ওঠাতে পারছেন না? আপনার হেয়ার ড্রায়ারের গরম বাতাস মোম লেগে যাওয়া জায়গায় কিছুক্ষণ ধরে রাখুন৷ মোম নরম হলে একটি শক্ত টিস্যু পেপার বা পরিস্কার কাপড় দিয়ে সাবধানে মুছে নিয়ে ভিনিগার মেশানো পানি দিয়ে খুব হালকাভাবে মুছে ফেলুন৷ ব্যাস! ফার্নিচারটি হয়ে গেছে আগের মতোই সুন্দর৷
ছবি: Gerhard Richter, 2016
পালকের কোট বা লেপের কাজে
পালকের তৈরি কোট বা লেপের ভেতরে যদি কোথাও পালকগুলো সরে গিয়ে অন্য কোথাও জমে থাকে, তাহলে কোট বা লেপ কয়েক সেন্টিমিটার খুলে নিন৷ তারপর হেয়ার ড্রায়ার অন করে সেখানে ঠান্ডা বাতাস ঢুকিয়ে দিন৷ একটু পরেই দেখবেন পালকগুলো পুরো জায়াগায় ছড়িয়ে ঠিক আগের মতো তুলতুলে হয়ে গেছে৷
ছবি: Colourbox/Mykola Komarovskyy
বাথরুমের আয়না
গোসল করার সময় বাথরুমের আয়না ভিজে গিয়ে চেহারা দেখা যায় না এবং শুকাতে বেশ সময় লাগে৷ হেয়ার ড্রায়ার অন করে কিছুক্ষণ গরম বাতাস আয়নার সামনে ধরে রাখুন, দেখবেন, একটু পরেই আয়নায় নিজের চেহারা আবার স্পষ্ট দেখতে পাচ্ছেন৷
ছবি: picture alliance/dpa Themendienst/J. Kalaene
ঘরের ভেতরের গাছে ধুলো পড়েছে?
হেয়ার ড্রায়ারের সবচেয়ে নীচু তাপমাত্রায়, অর্থাৎ, ঠান্ডা বাতাস অন করে ধীরে ধীরে পাতাগুলোর ওপর ঘোরালেই সব ধুলো উড়ে যাবে৷ দেখবেন পাতাগুলো কেমন তাজা, সবুজ দেখাচ্ছে৷
ছবি: Colourbox
চশমা বেশি টাইট হলে
চশমার ডাঁটাদুটো বা প্লাসটিকের জায়গায় ২০ থেকে ৩০ সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম বাতাস ধরে রাখুন৷ তারপর খুবই সাবধানে যতটুকু দরকার বাঁকিয়ে নিন৷
ছবি: picture-alliance/All Canada Photos
সদ্য কেনা জিনিস থেকে প্রাইস ট্যাগ তুলতে
সদ্য কেনা কোনো কোনো জিনিসের ওপর এঁটে থাকা দামের লেভেলটি তুলতে প্রায়ই ঝামেলা পোহাতে নয়৷ এক্ষেত্রে লেভেলের ওপর হেয়ার ড্রায়ারের গরম বাতাস কিছুক্ষণ ধরে রাখুন৷ লেভেলটি খুব সহজেই উঠে যাবে৷