1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে গ্রীষ্মে ঘর ঠাণ্ডা রাখার আরেক উপায়

১৮ সেপ্টেম্বর ২০২৪

জার্মানিতে ইদানিং গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠছে৷ ফলে অ্যাপার্টমেন্ট ভবনের একেবারে উঁচু তলায় থাকা বাসিন্দাদের অনেক কষ্ট হচ্ছে৷ এ থেকে তাদের মুক্তি দেওয়ার একটি উপায় বের করা হয়েছে৷

জিওথার্মাল হিটিং সিস্টেম
জিওথার্মাল হিটিং সিস্টেম গ্রীষ্মে ঘর ঠাণ্ডা রাখবে৷ ফাইল ফটোছবি: argum/imago

জার্মানির এক অ্যাপার্টমেন্ট ভবনের একেবারে উপরের তলায় থাকেন স্টেফানি ম্যুলার৷ তিনি বলেন, ‘‘আমার ফ্ল্যাটটা একেবারে ছাদের নিচে৷ মাঝেমধ্যে এখানে থাকা অসহ্য হয়ে ওঠে৷ ইদানিংবছরের বেশ কয়েকটা দিন তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকছে৷ এই সময় ঘুমানো অসম্ভব৷’’

তার বাসার কাছে আধুনিক জিওথার্মাল হিটিং সিস্টেম বসানোর কাজ চলছে যেটা গ্রীষ্মে ঘর ঠাণ্ডা রাখবে৷ একটি মেশিন দিয়ে মাটির ১০০ মিটার গভীরে গর্ত খোঁড়া হচ্ছে৷ সেখানে পাইপ বসিয়ে তার মধ্য দিয়ে পানি ও অ্যান্টিফ্রিজের মিশ্রণ ব্রাইন প্রবাহিত করা হবে৷ শীতের সময় বেসমেন্টে থাকা হিট পাম্প তরল থেকে তাপ উৎপাদন করে অ্যাপার্টমেন্টগুলো গরম রাখবে৷

প্রচলিত হিট পাম্পকে একটু উন্নত করা হয়েছে যেন গ্রীষ্মের সময় এটা ঘর ঠাণ্ডা রাখতে ব্যবহার করা যায়৷

ড্রেসডন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আন্দ্রে ক্রেমঙ্কে বলেন, ‘‘ঘরের ভেতরের চেয়ে মাটির নিচটা সবসময় ঠাণ্ডা৷ সে কারণে আমরা গ্রীষ্মের সময় পাইপ দিয়ে ব্রাইন সার্কুলেট করি৷ এটা মেঝে ঠাণ্ডা রাখে, আর ভবনের তাপ বোরহোলে নিয়ে যাওয়া যায়৷ এই তাপ শীতের জন্য সংগ্রহ করে রাখা যায়৷’’

গ্রীষ্মের সময় যে তাপ জমা করে রাখা হয় তার কারণে, শীতের সময় প্রচলিত ব্যবস্থার চেয়ে আরও কার্যকর উপায়ে পাম্প, ঘর গরম রাখতে পারে৷

হিট পাম্প আর বেসমেন্টে পাইপ বসানো ছাড়া পুরনো পদ্ধতিতে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই৷

ঘর ঠান্ডা রাখার বিকল্প উপায়

03:13

This browser does not support the video element.

এতে অনেক অর্থও সাশ্রয় হচ্ছে বলে জানান লাইপজিগ হাউজিং এসোসিয়েশনের বেলা হামবুখ৷ প্রায় ১০০ ফ্ল্যাট আছে এমন এক অ্যাপার্টমেন্ট ব্লকে তিনি নতুন সিস্টেম বসিয়েছেন৷ খরচ হয়েছে প্রায় অর্ধ মিলিয়ন ইউরো৷ তবে তিনি ফলাফল নিয়ে খুশি৷

হামবুখ বলেন, ‘‘হিটিংয়ের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে বলে আশা করছি৷ ভাড়াটিয়ারাও গ্রীষ্মে ঘর ঠাণ্ডা রাখতে পারবেন৷’’

ম্যুলার তার অ্যাপার্টমেন্টের জন্য একটি নতুন রেডিয়েটর পেয়েছেন৷ গরমের সময় তিনি সেটা ঠাণ্ডা মুডে দিয়ে রাখেন৷ সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় রেডিয়েটর৷ সিস্টেমটি ভালোভাবেই কাজ করছে বলে জানান তিনি৷ ম্যুলার বলেন, ‘‘আমার মনে হচ্ছে গ্রীষ্মে সিস্টেমটা ভালোই কাজ করেছে৷ রেডিয়েটর সেট করার পর মনে হয়েছে, ঘর ঠাণ্ডা হয়েছে৷ ঘরে থাকতে আরাম লেগেছে৷’’

আন্দ্রে ক্রেমঙ্কে বলছেন, গরমের সময় যেখানেই মানুষ কষ্ট পান সেখানেই এই সিস্টেম বসানো যেতে পারে৷

ডান হির্শফেল্ড/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ