বার্লিনের অ্যাপার্টমেন্ট থেকে ধরা হলো অতি দক্ষিণপন্থি নেতাকে। সরকারি আইনজীবীদের সন্দেহ, এর আগেও চরমপন্থি কাজ করার জন্য ওই ব্যক্তি শাস্তি পেয়েছে।
গ্রেপ্তার করার আগে পুলিশ দীর্ঘ তদন্ত করেছে। তারপর নিঃসংশয় হয়ে তাকে ধরা হয়েছে। তার হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই জার্মান আইনসভার সদস্য সহ বহু ব্যক্তিকে হেট মেল পাঠাতো। সেগুলি ছিল জাতিবিদ্বেষী, অপমানকর এবং হুমকিতে ভরা। ২০১৮ সালের অগাস্ট থেকে সে এই ধরনের মেল পাঠাচ্ছে।
যাদের মেল পাঠানো হতো, তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় ও আঞ্চলিক আইনসভার সদস্য, অ্যাটর্নি, শিল্পী ও মানবাধিকার কর্মী।
মেলের প্রেরকের নাম থাকত এনএসইউ টু ডট জিরো, এটা নব্য-নাৎসিদের প্রতীকী নাম।
হেসের স্বরাষ্ট্রমন্ত্রী মার্চের মাঝামাঝি নাগাদ বলেছিলেন, এনএসইউ টু ডট জিরো নাম দিয়ে ১১৫টি হুমকি মেল পাঠানো হয়েছে। আটটি জার্মান রাজ্যের ৬০টি সংস্থা ও ৩২ জন ব্যক্তির কাছে এই হেট মেল গেছে। এমনকী অস্ট্রিয়াতেও এই মেল পাঠানো হয়েছে। ই মেল ছাড়াও ফ্যাক্স ও টেক্সট মেসেজ করেও হুমকি চিঠি পাঠানো হয়েছে।
জার্মানিতে অস্ত্র কোথায় যায়, কোথা থেকে আসে
সেনাবাহিনীর অস্ত্রাগার থেকে খোয়া গেছে বিপুল পরিমাণ গুলি ও বিস্ফেরক৷ অন্যদিকে গত তিন বছরে প্রচুর অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ৷কোথায় গেল গুলি, বিস্ফোরক; পুলিশের উদ্ধার করা অস্ত্রের উৎসই বা কী?
ছবি: picture-alliance/dpa/C. Seidel
সেনাবাহিনীর গুলি ও বিস্ফোরক চুরি!
জার্মানির সেনাবাহিনীর কমান্ডো ইউনিট কেএসকে-র অস্ত্রাগার থেকে ৬০ হাজার রাউন্ড গুলি এবং অন্তত ৬২ কিলোগ্রাম ওজনের বিস্ফোরক লাপাত্তা! গত মাসে খোদ জার্মান সেনাবাহিনীই জানিয়েছে এই তথ্য৷
ছবি: picture-alliance/Chromorange/bilderbox
কোথায়, কার কাছে গেল?
এত বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক কোথায়, কার হাতে গেল এই নিয়ে উদ্বেগ বাড়ছে জার্মানিতে৷ সম্প্রতি কেএসকে-র সঙ্গে চরম ডানপন্থিদের সম্পৃক্ততার খবর জার্মানিতে বেশ সাড়া জাগায়৷এ কারণে কেএসকে-র কিছু সেনাকে বরখাস্ত করেছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
চরম ডানপন্থিদের উত্থান
সাম্প্রতিক সময়ে জার্মানিতে চরম ডানপন্থিদের সক্রিয়তা আশঙ্কাজনক হারে বাড়ছে৷ গত জুলাই মাসে এক প্রতিবেদনে জার্মানির অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা বিএফভিও-ও এমন তথ্যই তুলে ধরেছে৷ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে জার্মানিতে ৩২ হাজার ৮০ জন সক্রিয় চরম ডানপন্থিকে চিহ্নিত করে বিএফভি৷ ২০১৮ সালে সংখ্যাটি ছিল ২৪ হাজার ১০০৷
ছবি: picture-alliance/dpa/H. Pfeiffer
চরম ডানপন্থিদের হামলা
গত বছর হানাউ এবং হালেতে হামলা চালায় চরম ডানপন্থি বন্দুকধারী৷
সে বছর বন্দুকধারীদের গুলিতে নিহত হন রক্ষণশীল রাজনীতিবিদ ভাল্টার ল্যুবক৷ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দুই চরম ডানপন্থির বিচার সম্প্রতি ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে৷
ছবি: AFP/J. McDougall
বাজেয়াপ্ত অস্ত্রের বিষয়ে অনেক তথ্য অজানা
এদিকে ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে জার্মানির বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ অস্ত্রগুলোর বিষয়ে জানতে চেয়েছিলেন জার্মানির বাম দলের সাংসদ মার্টিনা রেনার৷ অস্ত্রগুলো কোনো চরম ডানপন্থিদের কাছে পাওয়া গিয়েছিল কিনা, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে কিনা তা জানতে কয়টি তদন্ত হয়েছে - এমন ২০টি প্রশ্নের ১৪টিরই জবাব পাননি৷ সংসদে জানানো হয়েছে, এসব বিষয়ে সরকার এখনো অন্ধকারে৷
ছবি: picture-alliance/dpa/C. Seidel
5 ছবি1 | 5
এনএসইউ কি
এনএসইউ মানে ন্যাশনাল সোস্যালিস্ট আন্ডারগ্রাউন্ড, এটা জার্মানির অতি দক্ষিণপন্থিএকটি গোষ্ঠী। ২০১১ সালে তাদের নাম সামনে আসে। তারা একাধিক বামপন্থি ও অভিবাসীদের হত্যার জন্য দায়ী। এদের প্রধান নেতা ছিলেন তিনজন। তাদের সঙ্গী ছিল একশ থেকে দেড়শ জন। তারাই অপরাধমূলক কাজকর্ম করতো। দুই নেতা পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।