জার্মানির ব্রান্ডেনবুর্গের পুলিশ সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে এক সিরিয়ার ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত সিরিয়ার বর্তমান শাসকদের বিরোধী দুইটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
ছবি: picture-alliance/dpa/K.-J. Hildenbrand
বিজ্ঞাপন
ব্রান্ডেনবুর্গ হলো জার্মানির রাজধানী বার্লিনের গা ঘেঁষা রাজ্য। সেখানকার রাজধানী শহর পটসডাম থেকে অভিযুক্ত সিরিয়ার জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সে যে দুইটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, তা জার্মানিতে নিষিদ্ধ। এপি জানাচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ হলো, সে জঙ্গি সংগঠনের সদস্য, যুদ্ধাপরাধ ও অস্ত্র আইন ভঙ্গকারী।
অভিযুক্তের নাম খালেদ এ। অভিযোগ, ২০১৩-র জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সে আহরার আল-তাবকার সদস্য ছিল। এই সংগঠন সিরিয়ার উত্তরদিকের শহর তাবকার একটি বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকে তারা রীতিমতো সক্রিয় ছিল। পরে খালেদ এ আরো বড় গোষ্ঠী আহরার আল-শাম-এ যোগ দেয় এবং ২০১৩-র অক্টোবর পর্যন্ত সে এই সংগঠনের মুখপাত্র ছিল।
সিরিয়া যুদ্ধের ৯ বছরে জন্ম নেয়া ৯ শিশু
সিরিয়া যুদ্ধের ৯ বছরে জন্ম নেয়া ৯ শিশুর কথা তুলে ধরেছেন রয়টার্সের আলোকচিত্রী খলিল আশাউই৷ তারা এখন আছে সিরিয়া-তুরস্ক সীমান্তের আতমেহ শরণার্থী শিবিরে৷
ছবি: picture-alliance/AA/M. Said
সিরিয়ার অর্ধেক মানুষ গৃহহীন
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গৃহহীন দেশটির প্রায় অর্ধেক মানুষ৷ এখানকার প্রত্যেক শিশুর নিজেদের গল্প রয়েছে৷ রনিম বারাকাত এর বয়স ৯ বছর৷ সে এসেছে সিরিয়ার হামা থেকে৷
ছবি: Reuters/K. Ashawi
জমজ ভাই বোন
জুমানা এবং ফারহান আলিয়াউই এসেছে পূর্ব ইদলিব থেকে৷ জমজ এই ভাইবোনের বয়স আট বছর৷ আলোকচিত্রী খলিল আশাউই সেই শিশুদের ছবি তুলেছেন যারা সিরীয় যুদ্ধের নয় বছরের প্রতিটি বছরকে প্রতিনিধিত্ব করছে৷
ছবি: Reuters/K. Ashawi
সাত বছরের আবদাল্লাহ
মোহাম্মদ আবদাল্লাহ ইদলিবের দক্ষিণাঞ্চল জাবাল আল জাওইয়া থেকে এসেছে৷ বয়স ৭৷ আলোকচিত্রী খলিল আশাউই বলছেন, ‘‘এই শিশুদের কয়েকজন বাড়ি বলতে কী বোঝায় তা জানেনা, অন্যরা ভুলে গেছে যে বাড়িতে দেয়াল থাকে, দরজা থাকে৷’’
ছবি: Reuters/K. Ashawi
ছয় বছরের রাওয়ান
৬ বছরের রাওয়ান আল আজিজের এখনও মনে আছে ইদলিবের দক্ষিণে তাদের বাড়িটা ছিলো পুরানো ধাঁচের৷ তার কাছে বাড়ি মানে পরিবার পরিজন, বন্ধুবান্ধব যেখানে থাকে৷ সে বাড়ি থেকে তার খেলনা নিয়ে এসেছে৷ কিন্তু শরণার্থী শিবির একেবারেই পছন্দ নয় তার৷ ‘‘তাঁবু কোনো বাড়ি নয়, কারণ এখানে আগুন লেগে যেতে পারে, বাতাসে উড়ে যেতে পারে,’’ বলেছে রাওয়ান৷
ছবি: Reuters/K. Ashawi
পাঁচ বছরের মাইসা
হোমসের উপকণ্ঠ থেকে এসেছে পাঁচ বছরের মাইসা মাহমুদ৷
ছবি: Reuters/K. Ashawi
চার বছরের মারিয়া
হোমস থেকে এসেছে চার বছরের মারিয়া মাহমুদ৷
ছবি: Reuters/K. Ashawi
তিন বছরের মাহমুদ
ছবিতে দেখা যাচ্ছে তিন বছরের মাহমুদ আল বাশাকে৷
ছবি: Reuters/K. Ashawi
দুই বছরের ওয়ালিদ
আলেপ্পো থেকে এসেছে দুই বছরের ওয়ালিদ আল খালেদ৷
ছবি: Reuters/K. Ashawi
চার মাসের শিশু
দক্ষিণ ইদলিবের উপকণ্ঠে ছিলো চার মাস বয়সি আবদুল রহমান আল ফারেসের বাড়ি৷
ছবি: Reuters/K. Ashawi
9 ছবি1 | 9
জার্মান পত্রিকা ফোকাস জানিয়েছে, খালেদ এ মেশিনগান নিয়ে সশস্ত্র সংঘর্ষে যোগ দিয়েছে। তাই সে সামরিক অস্ত্র সংক্রান্ত আইন ভঙ্গ করেছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ হলো, সে তাবকায় সাধারণ মানুষকে ঘর থেকে বের করে দিয়ে সেখানে সহযোগী বিদ্রোহীদের থাকার ব্যবস্থা করেছিল।
খালেদ যে দুইটি গোষ্ঠীর সদস্য ছিল, তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় ছিল।
সরকারি আইনজীবী অবশ্য একটি বিষয়ে কিছু জানাতে পারেননি। ২০১৫ থেকে যে লাখো সিরিয়ার মানুষ জার্মানিতে আশ্রয় নিচ্ছেন, অভিযুক্ত ব্যক্তিও তাঁদের সঙ্গেই এসেছিলেন কি না। তবে সে যে গোষ্ঠীর সদস্য সেই একই সংগঠনের আরো কিছু সদস্যকে আগে গ্রেফতার করা হয়েছে।