1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চরম দক্ষিণপন্থি দলের নির্বাচনি সাফল্য

১৮ ডিসেম্বর ২০২৩

রোববার জার্মানির পূর্বাঞ্চলের এক মেয়র নির্বাচনে চরম দক্ষিণপন্থি এএফডি দলের জয় চরম প্রতিক্রিয়া সৃষ্টি করছে৷ এই দলের লাগাতার জনপ্রিয়তা ভবিষ্যতে আরো নির্বাচনি সাফল্য এনে দবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Deutschland Pirne | Zweite Runde Oberbürgermeister-Wahl
ছবি: Sebastian Kahnert/dpa/picture alliance

এমন অঘটন যে ঘটবে, জার্মানিতে তা প্রত্যাশিত ছিল৷ চরম দক্ষিণপন্থি রাজনৈতিক দল এএফডি একের পর এক জনমত সমীক্ষায় ভালো ফল করে চলেছে৷ জাতীয় স্তরে প্রায় ২২ শতাংশ সমর্থন পেয়ে তারা একমাত্র প্রধান বিরোধী দল সিডিইউ-র পেছনে রয়েছে৷ বিশেষ করে দেশের পূর্বে তাদের জনপ্রিয়তা প্রায় তুঙ্গে৷ ফলে নির্বাচনি সাফল্য যে শুধু সময়ের অপেক্ষা, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল৷ এবার সরাসরি ভোটে এই প্রথম কোনো বড় শহরের মেয়র নির্বাচিত হলেন সেই দলের পছন্দের প্রার্থী৷ স্যাক্সনি রাজ্যের পিরনা শহরে সেই সাফল্যের মুখ দেখলো এএফডি দল৷ এর আগে আগস্ট মাসে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের ছোট এক শহরেও দলের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছিলেন৷

ফেডারেল, রাজ্য বা পৌর স্তরে জোট সরকার গড়ার ক্ষেত্রে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি এতকাল চরম দক্ষিণপন্থি এএফডি দলকে এড়িয়ে আসছে৷ ফলে আসনের অংকের হিসেবে জোটসঙ্গী হিসেবে সেই দল একাধিক সরকারে জোটসঙ্গী হতে পারলেও ক্ষমতাকেন্দ্র থেকে দলটিকে দূরে রাখা হয়েছে৷ পিরনা শহরে মেয়র নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে এএফডি সমর্থিত প্রার্থী টিম লখনারের জয় সেই প্রতিরোধ ভেঙে দেবে কিনা, সে বিষয়ে জল্পনাকল্পনা শুরু হচ্ছে৷

মাত্র দশ বছর বয়সি এএফডি দলের এই ধারাবাহিক উত্থান জার্মানি তথা ইউরোপে দুশ্চিন্তা বাড়িয়ে চলেছে৷ সমালোচকদের মতে, এই দল চরমপন্থি, গণতন্ত্র-বিরোধী ও বিদেশি-বিদ্বেষী৷ দলের বিভিন্ন নেতার মন্তব্যে এমন প্রবণতা বার বার স্পষ্ট হয়ে যাচ্ছে৷

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার স্যাক্সনি রাজ্য শাখা সম্প্রতি এএফডি রাজ্য শাখাকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চরম দক্ষিণপন্থি আন্দোলন হিসেবে বর্ণনা করেছে৷ পূবের একাধিক রাজ্যে এই দলের কার্যকলাপ বার বার সমালোচনার মুখে পড়ছে৷ গোটা দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে৷

আগামী বছর জার্মানির পূ্র্বে স্যাক্সনি, টুরিঙ্গিয়া ও ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আপাতত জনমত সমীক্ষায় এএফডি দল পূবের রাজ্যগুলিতে প্রায় ৩০ শতাংশ সমর্থন পেয়ে বাকি সব দলের তুলনায় এগিয়ে রয়েছে৷ ফলে নির্বাচনে সেই সাফল্য বজায় থাকলে রাজ্য সরকার গড়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে চরম দক্ষিণপন্থি এই দল৷ বাকি দলগুলির পক্ষে সেই দলের সঙ্গে জোট না গড়ার প্রত্যয় আরো চাপের মুখে পড়তে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন৷ রোববার পিরনা শহরে জয়ের পর স্যাক্সনি রাজ্যের এএফডি নেতা ইয়োর্গ উরবান সেই সাফল্যকে আগামী বছরের নির্বাচনের ‘টেমপ্লেট' হিসেবে বর্ণনা করেছেন৷ তিনি আগামী সেপ্টেম্বরের নির্বাচনে কমপক্ষে ৪০ শতাংশ সমর্থনের লক্ষ্যমাত্রা স্থির করেছেন৷ আগামী বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও সাফল্যের আশা করছে এএফডি দল৷

পিরনা শহরে এএফডি দলের সাফল্য বাকি রাজনৈতিক দলগুলির জন্য অশনি সংকেত বয়ে আনছে৷ শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের ঢল সামলাতে সরকার হিমসিম খাওয়ায় সমাজের এক উল্লেখযোগ্য অংশের ক্ষোভ এই দলের উত্থানের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হচ্ছে৷ এমনকি প্রধান বিরোধী দল হিসেবে রক্ষণশীল ইউনিয়ন শিবিরও তিন দলের জোট সরকারের বিরুদ্ধে অসন্তোষের তেমন ফায়দা তুলতে পারছে না৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ