1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চলচ্চিত্রের চিত্রায়ন শুরু

৬ জুন ২০২০

করোনার কারণে বন্ধ থাকার পর জার্মানিতে অল্প অল্প করে চলচ্চিত্রের চিত্রায়ন আবার শুরু হয়েছে৷ তবে এজন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে৷

Internationale Filmfestspiele Berlin 2020 | Preisverleihung | There Is No Evil, Bester Film
বার্লিন ফিল্ম ফেস্টিভাল ২০২০ এর একটি মুহূর্তছবি: Reuters/M. Tantussi

দৃশ্যের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের যদি এক মিনিটের বেশি সময় ধরে দেড় মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব না হয় তাহলে তাদের কোয়ারান্টিনে পাঠানোর নিয়ম করা হয়েছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন প্রযোজক নিকো হফমান৷

এছাড়া চলচ্চিত্রের সেটে কাজ করা সবার নিয়মিত বিরতিতে করোনা পরীক্ষা করতে হবে বলে জানান তিনি৷

এসব কারণে চিত্রায়নের খরচ বেড়ে যাচ্ছে৷ তারপরও অসমাপ্ত কাজ শেষ করতে চান পরিচালকরা৷

পরিবর্তিত পরিস্থিতিতে স্ক্রিপ্ট নতুন করে লেখারও বিপক্ষে হফমান৷ তিনি মনে করেন, কোনো আপোস না করেই চিত্রায়ন চালিয়ে যাওয়া উচিত৷

স্ক্রিপ্ট লেখক সেবাস্টিয়ান আনড্রায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভবিষ্যতে যদি সিনেমায় যৌন আবেদন উদ্রেককারী দৃশ্যের সংখ্যা কমে যায় তাহলে বিষয়টা লজ্জার হবে৷ আমাদের কাজ হচ্ছে মানুষের মধ্য যোগাযোগ তুলে ধরা৷ নৈকট্য ছাড়া সেটা সম্ভব নয়,’’ বলেন তিনি৷ সেবাস্টিয়ান আনড্রায় জার্মান স্ক্রিনরাইটার্স সংগঠনের একজন বোর্ড সদস্য৷

স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরও যদি চিত্রায়ন করতে গিয়ে কাউকে কোয়ারান্টিনে যেতে হয় তাহলে তার ক্ষতিপূরণ কী হবে, সেই বিষয়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন অভিনেতা হান্স-ভ্যার্নার মায়ার৷ তিনি জার্মানির অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন বিএফএফএস-এর বোর্ডের একজন সদস্য৷ মায়ার বলেন, ‘‘চিত্রায়নের কারণে কোয়ারান্টিনে যাওয়াদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে কথা বলতে হবে, কারণ এই সময়ে তারা অন্য কোনো কাজও করতে পারবেন না৷ তাছাড়া পরিবার থেকেও আলাদা থাকতে হবে,’’ বলেন তিনি৷

বর্তমানে করোনার কারণে সিনেমা নির্মাতারা ক্ষতির মুখে পড়লে বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ পাওয়ার উপায় নেই৷ তাই একটি বিশেষ তহবিল গঠন করতে সরকারের প্রতি আহ্ৱান জানিয়েছেন ১০০-র বেশি চলচ্চিত্র নির্মাতা৷

টর্স্টেন লান্ডসব্যার্গ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ