1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চার আল কায়েদা সমর্থকের কারাদণ্ড

১৪ নভেম্বর ২০১৪

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গিয়ে বিস্ফোরক তৈরি ও অস্ত্র চালানো শিখে জার্মানিতে বোমা হামলার পরিকল্পনা করছিলেন মরোক্কান বংশোদ্ভুত এক জঙ্গি৷ তাকে এবং তার তিন সহযোগীকে কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷

Symbolbild islamistischer Kämpfer
ছবি: Fotolia/Oleg Zabielin

আদালতে সরকার পক্ষের আইনজীবীরা জানান, ৩৩ বছর বয়সি মরোক্কান আব্দেলাদিম এল-কে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গিয়ে বিস্ফোরক তৈরি ও অস্ত্র চালানো শেখার পর জার্মানিতে ফিরে বোমা হামলার পরিকল্পনা করছিলেন৷ তার সঙ্গে আরো তিন জন ছিলেন৷ তারা সবাই আল কায়েদা সমর্থক৷ জার্মান মিডিয়া তাদের নাম দিয়েছে, ‘ড্যুসেলডর্ফ সেল৷'

২০১১ সালে, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঠিক আগের দিন জার্মানির দুই শহর ড্যুসেলডর্ফ ও বোখুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ বুধবার মামলার শুনানি শেষে জার্মান নাগরিকদের ওপর বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে আব্দেলাদিমকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে ড্যুসেলডর্ফের আদালত৷ তার তিন সহযোগী জার্মান হালিল এস, ইরানি বংশোদ্ভূত জার্মান আমিদ সি এবং মরোক্কান বংশোদ্ভূত জার্মান জামিল এস-কে দেয়া হয়েছে সাড়ে চার বছরের কারাদণ্ড৷

জার্মানিতে মৃত্যুদণ্ডের বিধান নেই৷ তাই ‘ড্যুসেলডর্ফ সেল'-এর নেতা আব্দেলাদিম এল-কে ভয়ঙ্কর এক হামলার প্রস্তুতি নেয়ার অভিযোগে নয় বছর এবং তার সঙ্গে থাকায় বাকিদের সাড়ে চার বছর করে কারা ভোগ করার আদেশ দিলো আদালত৷ গোপনীয়তা রক্ষার স্বার্থে অপরাধীদের পূর্ণ নাম প্রকাশ করা হয়নি৷

আইনজীবীরা জানান, আব্দেলাদিম এবং তার তিন সঙ্গী বার্বিকিউ-এর ‘লাইটার' সংগ্রহ করে তা থেকে বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন৷ বার্বিকিউ-এর সময় চুলায় আগুন জ্বালানোর কাজে যে লাইটার ব্যবহার করা হয় তাতে বোমা তৈরিতে কাজে লাগানোর মতো রাসায়নিক আছে – এ কথা জানার পর থেকেই চার জঙ্গি জার্মানির কোনো শহরের জনসমাবেশে নিজেদের তৈরি বোমা দিয়ে হামলা চালানোর পাঁয়তারা করছিলেন৷ হামলা চালানোর পর পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা এলে তাঁদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানোর পরিকল্পনাও চূড়ান্ত করেছিলেন আব্দেলাদিম৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে ফেলায় ভয়াবহ এক হামলা থেকে বেঁচে যায় জার্মানি৷

ইসলামি জঙ্গিরা এ পর্যন্ত ইউরোপের একাধিক দেশে সন্ত্রাসি হামলা চালালেও জার্মানিতে এখনো সফল হয়নি৷ স্পেনের মাদ্রিদে ২০০৪ সালে এবং ব্রিটেনের লন্ডন শহরে ২০০৫ সালে বড় রকমের হামলা হওয়ার পর থেকে জার্মান গোয়েন্দারা বেশ সজাগ৷ গোয়েন্দারা মনে করেন, ইসলামি জঙ্গিদের ‘হিট লিস্ট'-এ জার্মানিও আছে৷

এসিবি/ এসবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ