1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চার মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

১৭ সেপ্টেম্বর ২০২০

একদিনে ২,১৯৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন জার্মানিতে৷ এপ্রিলের পর থেকে এই প্রথম একদিনে এত মানুষ সংক্রমিত হলো৷ রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে এ তথ্য৷

ছবি: Getty Images/M. Hitij

রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের শেষদিক থেকে এপ্রিলের প্রথমদিক পর্যন্ত দিনে মোট সংক্রমণের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছিল৷ এক সময় তা কমতে শুরু করলেও জুলাই থেকে তা আবার কিছুটা বাড়তে শুরু করে৷ তবে আগস্ট থেকে আবার কমতে কমতে দৈনিক গড় সংক্রমণ ২০৩৪-এ নেমে আসে৷ এর ফলে জনজীবনেও দেখা দিতে শুরু করে স্বস্তির ছাপ৷

কিন্তু রবার্চ কখ ইন্সটিটিউটের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের পর এই প্রথম দিনে মোট ২১৩৪ জনকে কোভিড-১৯-এ সংক্রমিত হতে দেখেছে জার্মানি৷

দেশে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৫৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে মোট  নয় হাজার ৩৭১ জনের৷

এনএস/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ