1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চালু হলো ‘সাইবার ডিফেন্স সেন্টার’

২৫ জুন ২০১১

সাইবার ক্রাইম৷ দিনে দিনে বেশ আলোচিত হয়ে উঠছে বিষয়টি৷ তাই এ থেকে রক্ষা পেতে জার্মানিতে চালু হলো ‘সাইবার ডিফেন্স সেন্টার’৷

Dossierbild zum Thema Cyber-Attacken. Computerkriminalität - computer crime [ (c) www.BilderBox.com
প্রতীকী ছবিছবি: BilderBox

ক'দিন আগের কথা৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর দশ মন্ত্রীর দৈনন্দিন ইমেল পড়ছিল অন্য কেউ৷ তাও এক মাস ধরে! এ ধরণের উঁচু পদের ইমেলে অনেক গোপনীয় বিষয় থাকতে পারে৷ সেটাই স্বাভাবিক৷ তাই এসব মেল অন্য কেউ পড়ছে - বিষয়টা একেবারেই যে ঠিক নয়!

এবার আরেকটি ঘটনা৷ ইউরোপীয় কমিশন বেশ কিছুদিন ধরে লিবিয়া আর ইউরোজোনের সংকট নিয়ে আলোচনা করছে৷ নিচ্ছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত৷ কিন্তু এরই মধ্যে দেখা গেল, তাদের ইমেলে ঢুকে পড়েছে অন্য কেউ৷

এই দুটি ঘটনাই প্রমাণ করছে যে, দিনদিন সাইবার ক্রাইম'এর মতো একটি বিষয় কোথায় যাচ্ছে৷ ন্যাটো বলছে, সন্ত্রাসবাদ আর ‘উইপনস্ অব ম্যাস ডিস্ট্রাকশন' বা গণ-বিধ্বংসী অস্ত্রের মতোই নাকি ভয়ংকর এই সাইবার আক্রমণ৷

তাই আর হেলাফেলা না করে এদিকে নজর দিয়েছে জার্মানি৷ গঠন করেছে সাইবার ডিফেন্স সেন্টার৷ যার কাজ হবে এ ধরণের হামলা প্রতিহত করা৷

সম্প্রতি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হান্স-পেটার ফ্রিডরিশ বন শহরে এই কেন্দ্রের উদ্বোধন করেন৷ এসময় তিনি জনগণের সেবায় নিয়োজিত সংস্থাগুলোকে সাইবার আক্রমণের হাত থেকে বাঁচানোর উপর জোর দেন৷ সরকারের বিভিন্ন সংস্থার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে এই কেন্দ্রটি৷

জার্মান সরকারের তথ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা বিএসআই'এর অধীনে কাজ করছে নতুন কেন্দ্রটি৷ বিএসআই'এর এক কর্মকর্তা স্টেফান রিটার বলেন, সাইবার আক্রমণ এখন আর কল্পনার জগতের কোনো ঘটনা নয়, যেটা নিয়ে শুধু কিছু বিশেষজ্ঞরা আলোচনা করে থাকেন৷ বরং এখন এটা বাস্তবতা৷ কারণ, এই ধরণের আক্রমণ এখন নিয়মিতই হচ্ছে৷

এদিকে স্টুটগার্টের এক প্রযুক্তি বিশেষজ্ঞ সান্দ্রো গাইকেন বলেছেন, সাইবার আক্রমণ এতদিন ছিল টিনএজারদের কাজ৷ আর এখন সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে৷ রাষ্ট্রই এখন পেশাজীবী হ্যাকার নিয়োগ দিচ্ছে৷ যারা অবশ্যই অনেক বেশি শক্তিশালী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ