1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ছুরি হামলা: কারণ অনুসন্ধানে পুলিশ

২৬ জুন ২০২১

শুক্রবার জার্মানির ভ্যুর্ৎজবুর্গে পথচারীদের উপর অতর্কিত ছুরি হামলা চালিয়েছেন এক ব্যক্তি৷ এতে তিনজন নিহত হয়েছেন৷ এই হামলার কারণ এখনও জানতে পারেনি পুলিশ৷

শুক্রবার জার্মানির ভ্যুর্ৎজবুর্গে পথচারীদের উপর অতর্কিত ছুরি হামলা চালিয়েছেন এক ব্যক্তি৷ এতে তিনজন নিহত হয়েছেন৷ এই হামলার কারণ এখনও জানতে পারেনি পুলিশ৷
ছবি: Bauernfeind/News5/AFP

ফ্রাংকফুর্ট থেকে ১২০ কিলোমিটার দূরে বাভারিয়ার রাজ্যের ভ্যুর্ৎজবুর্গ শহরের একটি চত্বরে শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে৷ এতে তিনজন নিহতের পাশাপাশি পাঁচজন গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যেও কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেরমান৷

লোয়ার ফ্রাঙ্কোনিয়ান পুলিশ জানিয়েছে তারা সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে৷ আটকের সময় তার পায়ে গুলি লাগে৷ তবে জখম গুরুতর নয় বলে পুলিশ নিশ্চিত করেছে৷ তাদের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী এই সোমালিয়ান ২০১৫ সাল থেকেই ভ্যুর্ৎজবুর্গে বসবাস করছেন৷

এদিকে হামলার কারণ বা উদ্দেশ্যে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ তবে তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে তিনি মানসিক ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন৷ তার সঙ্গে ইসলামি মৌলবাদের সম্পৃক্ততার কোন তথ্য পুলিশের কাছে নেই৷ যদিও জার্মানির উগ্র-ডানপন্থি রাজনৈতিক দলের সহ-সভাপতি ইওর্গ ময়ঠেন শুক্রবারের ঘটনাকে ইসলামি মৌলবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, এটি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ব্যর্থ অভিবাসী নীতিরই ফল৷

এদিকে ইওয়াখিম হেরমান বলেছেন হামলার পেছনের কোন সম্ভাবনাই তিনি উড়িয়ে দিচ্ছেন না৷ তবে কারণটি ইসলামী মৌলবাদ নাকি মানসিক পরিস্থিতি তা খতিয়ে দেখছে পুলিশ৷ এর আগে হেরমান জানিয়েছেন, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী উল্লেখ করেছেন৷ 

এদিকে হামলার ঘটনাকে ভয়াবহ ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করেছেন বাভারিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার৷ নিহতদের স্মরণে রাজ্যটিতে শনিবার পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

এফএস/এসএস (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ