1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত

১০ এপ্রিল ২০২৪

আসছে বছরগুলোতেও জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে একটি গবেষণা৷ গবেষণায়র ফলাফল অনুযায়ী ২০৪০ নাগাদ জার্মানির জনসংখ্যা মাত্র ০.৬% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে৷

বার্লিনের রাস্তার একটি দৃশ্য, যেখানে অনেক মানুষ রাস্তা পার হচ্ছেন৷
বের্টেলসমান ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে,  ২০৪০ সালের মধ্যে জার্মানির জনসংখ্যা ০.৬ % বাড়তে পারেছবি: Michael Kuenne/PRESSCOV/ZUMAPRESS/picture alliance

মঙ্গলবার (৯ এপ্রিল) বের্টেলসমান ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে,  ২০৪০ সালের মধ্যে জার্মানির জনসংখ্যা ০.৬ % বাড়তে পারে৷

কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া জন্ম, মৃত্যু ও অভিবাসনের তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা পরিচালনা করা হয়েছে৷

ভৌগোলিক পার্থক্য 

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের জনসংখ্যা ৪.৬% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে৷ একই সঙ্গে  বার্লিনের জনসংখ্যাও ৫.৮% বাড়তে পারে৷ পাশপাশি জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গেও ৩.৫%  বাড়তে পারে বলে জানিয়েছে গবেষণাটি৷  

তবে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্ট এর জনসংখ্যা ১২.৩% কমে যেতে পারে৷ আরেক দুই পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ায় ১০.৯% ও  মেক্লেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ায় ৭.৩% জনসংখ্যা কমে যেতে পারে৷ 

বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা 

জার্মানির প্রতিটি রাজ্যেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বের্টেলসমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রালফ হেক৷

প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা গেছে জার্মানিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে ২০৪০  নাগাদ  ২৮% হবে৷ এ সংখ্যাটি  ২০২০ সালে ২২% ছিল৷ 

একই সময়ের মধ্যে কর্মক্ষম বয়সের মানুষের অনুপাত ৫৪% থেকে ৪৮% এ নেমে আসবে৷ মোট জনসংখ্যার মধ্যে কম বয়সীদের অনুপাত প্রায় অপরিবর্তিত থাকবে৷ 

রালফ হেক আরও বলেন, ‘‘বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে ও বিদ্যমান অর্থনৈতিক বাধাগুলো কাটিয়ে উঠতে এখনি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেয়া প্রয়োজন৷''

এসএইচ/কেএম   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ