জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত
১০ এপ্রিল ২০২৪মঙ্গলবার (৯ এপ্রিল) বের্টেলসমান ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০৪০ সালের মধ্যে জার্মানির জনসংখ্যা ০.৬ % বাড়তে পারে৷
কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া জন্ম, মৃত্যু ও অভিবাসনের তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা পরিচালনা করা হয়েছে৷
ভৌগোলিক পার্থক্য
জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের জনসংখ্যা ৪.৬% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে৷ একই সঙ্গে বার্লিনের জনসংখ্যাও ৫.৮% বাড়তে পারে৷ পাশপাশি জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গেও ৩.৫% বাড়তে পারে বলে জানিয়েছে গবেষণাটি৷
তবে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্ট এর জনসংখ্যা ১২.৩% কমে যেতে পারে৷ আরেক দুই পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ায় ১০.৯% ও মেক্লেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ায় ৭.৩% জনসংখ্যা কমে যেতে পারে৷
বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা
জার্মানির প্রতিটি রাজ্যেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বের্টেলসমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রালফ হেক৷
প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা গেছে জার্মানিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে ২০৪০ নাগাদ ২৮% হবে৷ এ সংখ্যাটি ২০২০ সালে ২২% ছিল৷
একই সময়ের মধ্যে কর্মক্ষম বয়সের মানুষের অনুপাত ৫৪% থেকে ৪৮% এ নেমে আসবে৷ মোট জনসংখ্যার মধ্যে কম বয়সীদের অনুপাত প্রায় অপরিবর্তিত থাকবে৷
রালফ হেক আরও বলেন, ‘‘বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে ও বিদ্যমান অর্থনৈতিক বাধাগুলো কাটিয়ে উঠতে এখনি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেয়া প্রয়োজন৷''
এসএইচ/কেএম