1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে জলপথের ব্যবহার বাড়ানোর উদ্যোগ

২২ নভেম্বর ২০২৩

পরিবহণ ক্ষেত্রে কার্বন নির্গমন কমাতে সব দেশকেই ভাবনাচিন্তা করতে হচ্ছে৷ জার্মানিতে গাড়ির গতিবেগ কমানো স্পর্শকাতর বিষয়৷ কিন্তু জলপথের ব্যবহার আরো বাড়িয়ে সড়কের উপর চাপ কমানোর উদ্দেশ্যে পরীক্ষানিরীক্ষা করছে একটি কোম্পানি৷

নদী ও বার্লিন ডোম
শুধু বার্লিন শহরেই প্রায় ২০০ কিলোমিটার জলপথ রয়েছে, যা সড়ক পরিবহণের মাত্রা কমাতে পারেছবি: Alex Anton/Zoonar/picture alliance

এ এক ভিন্ন ধরনের ডেলিভারি৷ বার্লিনের খালে যান চালানোর সময় শুধু ঢেউয়ের শব্দ শোনা যায়৷ প্রতিদিন ডিয়র্ক ব্রাউমান জার্মানির রাজধানীর উপকণ্ঠ থেকে প্রায় সাড়ে তিনশো পার্সেল শহরের কেন্দ্রে ভেস্টহাফেন বন্দরে নিয়ে আসেন৷ ডিএইচএল লজিস্টিক্স কোম্পানি পরীক্ষামূলকভাবে সেই সৌরশক্তিচালিত নৌকাটি চালাচ্ছে৷ মালপত্র পরিবহণ সড়ক থেকে পানিতে সরিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য৷ ডিয়র্ক বলেন, ‘‘শুধু হিসেবের ভিত্তিতে পরিকল্পনার বদলে কোম্পানি যে হাতেনাতে পরিক্ষা চালাচ্ছে, সেটা সত্যি দারুণ ব্যাপার৷ লজিস্টিক্সের সমস্যা শনাক্ত করতে আমরা সত্যি পরীক্ষা চালাচ্ছি৷''

যেমন একদিন সকালে লকে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল৷ তার উপর ফর্কলিফট অপারেটর দেরি করে এসেছেন৷ মাল তোলা আর খালাস করার প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে তোলার পরিকল্পনা রয়েছে৷

এমন ধরনের প্রবণতা আন্দ্রেয়াস ক্নিকে মুগ্ধ করে৷ বার্লিনের এই অধ্যাপক মানুষ ও পণ্য বহনের সেরা উপায় নিয়ে গবেষণা করেন৷ বিশ্বজুড়ে শহরগুলির সড়ক ভিড়ে জর্জরিত হওয়ায় বায়ু ও শব্দ দূষণ কমানোর আইডিয়া তাঁর খুবই মনে ধরে৷ আন্দ্রেয়াস মনে করেন, ‘‘এখনো পর্যন্ত আমরা মানুষ ও পরিবহণের ক্ষেত্রে জলপথের পূর্ণ সদ্ব্যবহার করছি না৷ আমরা শহরাঞ্চলে আরো অনেক কিছু করতে পারি৷ ডিএইচএল বর্তমানে যেটা করছে, সেটাই সঠিক পথ৷ নির্গমনহীন এই নৌকা প্রায় কোনো শব্দ করে না ও বেশি ঢেউ সৃষ্টি করে না৷ ফলে শহর ও গ্রামাঞ্চলে সেটা কাজে লাগানো যায়৷ আমাদের জলপথের অভাব নেই৷’’

শুধু বার্লিন শহরেই প্রায় ২০০ কিলোমিটার জলপথ রয়েছে, যা সড়ক পরিবহণের মাত্রা কমাতে পারে৷ এমন কৌশল অন্য অনেক শহরেও সফল হতে পারে৷ জার্মানিতে পরিবহণ খাতই গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী৷ ২০২২ সালে সেই পরিমাণ ছিল ১৫ কোটি টন৷ জার্মান সরকার মানুষের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বছরে নয় কোটি টনে কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রার প্রয়োজনের কথা বলছে, সেটা এখনো দূর অস্ত৷

সড়কের উপর চাপ কমাতে জলপথে জোর জার্মানির

04:23

This browser does not support the video element.

জার্মানির পরিবেশ এজেন্সি তাই হাইওয়েতে যানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং জনপদে ঘণ্টায় ৩০ কিলোমিটারে বেঁধে দেবার ডাক দিচ্ছে৷ শুধু যানের গতি কমিয়েই জার্মানি বছরে ৬০ লাখ টন গ্রিনহাউস গ্যাস কমাতে পারে৷ কিন্তু বিশ্বের অন্য জায়গায় যা স্বাভাবিক, জার্মানিতে সেই বিষয়টি তীব্র বিভাজন সৃষ্টি করছে৷ সেখানে গতিবেগে রাশ টানার ডাক বার বার কেন বিফল হয়, মোবিলিটি গবেষক হিসেবে আন্দ্রেয়াস ক্নি সেবিষয়ে নিজস্ব এক তত্ত্ব খাড়া করেছেন৷

কিন্তু আন্দ্রেয়াস ক্নি এ ক্ষেত্রে আরো উদ্যোগ দেখতে চান৷ তিনি বলেন, ‘‘অবশেষে ডিজেল থেকে ইলেকট্রিক বা ফুয়েল সেল এবং হাইড্রোজেন ড্রাইভ সিস্টেমে আসতে পারলে আমরা আরো উপকার পাবো৷ ট্রাক কীভাবে চালানো হচ্ছে, শুধু সেই আচরণ বদলে বেশি কিছু হাসিল করা যাবে না৷’’

জার্মানির কিছু অঞ্চল রাজপথে বৈদ্যুতিকরণ করে ট্রাকের নির্গমন কমানোর কথা ভাবছে৷ সেটা অনেকটা ইলেকট্রিক ট্রেন লাইনের মতো হবে৷ কিন্তু সেটা এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে৷

আপাতত ডিএইচএল কোম্পানির দৈনিক পার্সেলের পরিমাণের মাত্র শূন্য দশমিক সাত শতাংশ জলপথে পরিবহণ করা হয়৷ কিন্তু বিশাল এই লজিস্টিক্স কোম্পানি বার্লিনে আরো বড় নৌকা কাজে লাগিয়ে এবং আরো বেশি জায়গায় থামার পরিকল্পনা করছে৷ আরো পার্সেল নিয়ে ভেস্টহাফেনে যাবার পথে ডিয়র্ক ব্রাউমানের কণ্ঠে আশার আলো শোনা গেল৷ তিনি বলেন, ‘‘আমার মতে, এ ক্ষেত্রে বিশাল সম্ভাবনা রয়েছে৷ একটি নৌকা দুটি ট্রাকের বিকল্প হতে পারে৷ সেটা অবশ্যই একটা সুবিধা৷’’

ডকে মাল খালাসের কাজ কয়েক মিনিটেই হয়ে যায়৷ পার্সেলগুলি ইলেকট্রিক যানে ভরে চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়া হয়৷ ভবিষ্যতে পার্সেল ডেলিভারি কেমন হতে পারে, এখানে তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে৷

টাবেয়া ম্যার্গেনটালার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ