1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোট সরকার গঠনে আগামী সপ্তাহে আলোচনা

৯ অক্টোবর ২০১৭

রবিবার দীর্ঘ আলাপ-আলোচনার পর অভিবাসন প্রসঙ্গে সিএসইউ-এর সঙ্গে আপোশ সম্ভব হওয়ার পর, সবুজ দল ও এফডিপি দলের সঙ্গে আলোচনা শুরু হতে চলেছে আগামী ১৮ই অক্টোবর৷

ছবি: picture-alliance/dpa/M. Kappeler

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আজ সোমবার এই তথ্য জানিয়েছেন৷ তিনি বলেন,সিডিইউ ও সিএসইউ‘‘(রবিবারের আলোচনার পর) এমন একটি যৌথ ফলাফলে আসতে পেরেছে, যা এফডিপি ও সবুজ দলের সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনার উপযোগী ভিত্তি হতে পারবে, বলে আমার ধারণা৷'' বার্লিনে সিএসইউ নেতা হর্স্ট জেহোফার-এর সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন ম্যার্কেল৷

টানাপোড়েন

সিডিইউ ও সিএসইউ দলের নেতৃবর্গ রবিবার বার্লিনে মিলিত হন প্রধানত অভিবাসনের ব্যাপারে দুই ইউনিয়ন দলের মধ্যে বোঝাপড়া সৃষ্টির উদ্দেশ্যে – কেননা সিএসইউ অভিবাসীদের সংখ্যা বছরে দু'লাখে সীমিত করার দাবি জানিয়ে আসছে৷ অপরদিকে ম্যার্কেল গোড়া থেকেই সিএসইউ নেতা হর্স্ট জেহোফার-এর এই পরিকল্পনার বিরোধী৷ ম্যার্কেলের মতে অভিবাসী, বস্তুত রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া অসাংবিধানিক কাজ হবে৷

সেপ্টেম্বরের নির্বাচনের পর সিডিইউ-সিএসইউ দলকে এখন জোট সরকার গঠন করতে হবে৷ এখনকার জোট সহযোগী এসপিডি দল এবার বিরোধীপক্ষে যাবার সিদ্ধান্ত নেওয়ার পর ম্যার্কেলকে এখন মুক্ত গণতন্ত্রী এফডিপি ও সবুজদের সঙ্গে জোট সরকার গঠনের কথা ভাবতে হচ্ছে৷ এফডিপি ও সবুজদের সঙ্গে আলোচনাতেও অভিবাসন একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে দাঁড়াবে; কিন্তু তার আগে সিডিইউ-সিএসইউ-এর মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য, এমনকি মতবিভাজন দূর করা প্রয়োজন ছিল৷

অভিবাসনকে ইস্যু করেই উগ্র দক্ষিণপন্থি এএফডি দল পালে হাওয়া ও হালে পানি পেয়েছে এবং ফেডারাল পর্যায়ে প্রথমবার ভোটে নেমেই সংসদে তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে৷ এক্ষেত্রে এএফডি যেমন সিডিইউ-সিএসইউ, তেমনই বামঘেঁষা দলগুলির কাছ থেকে ভোটার ভাঙাতে সক্ষম হয়েছে৷

নতুন অভিবাসন আইন?

প্রায় দশ ঘণ্টার ম্যারাথন আলাপ-আলোচনার পর দৃশ্যত সিডিইউ ও সিএসইউ দল অভিবাসন ও উদ্বাস্তু নীতির ব্যাপারে নীতিগতভাবে একমত হতে পেরেছে৷ এখন থেকে প্রতিবছর দুই লক্ষ অভিবাসী নেয়া হবে বলে ঐকমত্যে পৌঁছেছে দল দুটি৷

ডয়চে ভেলের রুপ্যার্ট ভিডারভাল্ড-এর মতে এই আপোশের কারণে এমন একটি নতুন অভিবাসন আইনের সূচনা হতে পারে, যা সবুজ ও মুক্ত গণতন্ত্রীদেরও সমর্থন পাবে৷

সিডিইউ-সিএসইউ দল ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত সুরক্ষিত করা, রাজনৈতিক আশ্রয়প্রাপ্তির অযোগ্য অভিবাসীদের স্বদেশে প্রত্যাবর্তন করানো ও অভিবাসীদের যাতায়াতের পথে অবস্থিত দেশগুলির সঙ্গে সহযোগিতার ব্যাপারে একাধিক প্রস্তাব দেবে, বলে মনে করা হচ্ছে৷ বিশেষ দক্ষতা বা প্রশিক্ষণ সম্পন্ন অভিবাসীদের জন্য একটি নতুন আইনও প্রত্যাশা করা হচ্ছে৷

সবুজ দলের যুগ্ম নেতা চেম ওয়েজদেমির সোমবার বলেন, সিডিইউ ও সিএসইউ অভিবাসন প্রসঙ্গে যে আপোশে এসেছে, তার ফলে জোট সরকার গঠন সংক্রান্ত আলাপ-আলোচনা আরো জটিল হতে পারে৷ ‘‘এটা এখন সিডিইউ-সিএসইউ (দলের) অবস্থান, কিন্তু তা ভবিষ্যৎ সরকারের অবস্থান নয়,'' সরকারি জেডডিএফ টেলিভিশন সংস্থাকে বলেন ওয়েজদেমির৷ রক্ষণশীলরা যে ঠিক কি চায়, তা তাঁর কাছে এখনও স্পষ্ট নয়, বলে তিনি মন্তব্য করেন৷

তাড়া ও তাড়না

রবিবারের আলাপ-আলোচনার আগেই সিএসইউ দল ম্যার্কেলের কাছে যে দশ দফা দাবি পেশ করবে, তার ফিরিস্তি প্রকাশ করেছিল৷ দক্ষিণপন্থি পপুলিস্ট দল এএফডি-কে রোখার জন্য সিএসইউ-এর কৌশলের দু'টি উপাদান হল দেশপ্রেম ও ‘‘জার্মান মূল্যবোধ''-কে জাতীয় সংস্কৃতির মূল নির্দেশক করা৷ সেপ্টেম্বরের নির্বাচনে এএফডি ১২ শতাংশ ভোট পায়, যার ফলে ৫০ বছর পরে এই প্রথম আবার একটি উগ্র দক্ষিণপন্থি দল জার্মান সংসদে আসন গ্রহণ করতে চলেছে৷

নির্বাচনের পর পরিস্থিতি এই যে, তথাকথিত ‘জামাইকা জোট' গঠন করা সম্ভব না হলে, মধ্যকালীন নির্বাচন ছাড়া দৃশ্যত আর কোনো পন্থা থাকবে না৷ কিন্তু জামাইকা জোট গঠন সম্পর্কে আলাপ-আলোচনা শুরু করার আগে সিডিইউ-সিএসইউ দলের অন্তর্দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোঁদলের অবসান ঘটানো প্রয়োজন ছিল৷ এর পরেও থাকছে মুক্ত গণতন্ত্রী ও সবুজদের সঙ্গে আলাপ-আলোচনা, যা দৃশ্যত ১৮ই অক্টোবর শুরু হতে চলেছে৷ এ সবে মাসের পর মাস কেটে যেতে পারে, অথচ ইউরোপীয় অর্থনীতির ইঞ্জিন হল জার্মানি; কাজেই এদেশে সরকার গঠনে অনিশ্চয়তা গোটা ইউরোপে তার প্রভাব ফেলতে বাধ্য৷

যে কারণে ম্যার্কেলের সিডিইউ দলের রাজনীতিক ও চলতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের-কে শনিবার বলতে শোনা যায়, ‘‘আমাদের শীঘ্র একটি সরকার গঠন করতে হবে৷ এটা শুধু আমাদের নিজেদের ব্যাপার নয়৷''

এসি/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ