1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে জোট সরকার: প্রাথমিক আলোচনায় একমত সিডিইউ, এসপিডি

৯ মার্চ ২০২৫

জোট সরকার গঠনের লক্ষ্যে জার্মানির নির্বাচনে বিজয়ী রক্ষণশীল সিডিইউ ও বাভারিয়ায় তাদের সহযোগী দল সিএসইউ এবং সামাজিক গণতন্ত্রী দল এসপিডি একটি বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা৷

জার্মানির বার্লিনে সিডিইউ, সিএসইউ এবং এসপিডি নেতাদের যৌথ সংবাদ সম্মেলন
সিডিইউ/সিএসইউ এবং এসপিডি অভিবাসন, অর্থনীতি এবং সমাজকল্যাণ সম্পর্কিত নীতিমালা নিয়ে চুক্তিতে পৌঁছেছেছবি: Markus Schreiber/AP/picture alliance

সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস শনিবার জানিয়েছেন, জার্মানির পরবর্তী জোট সরকার গঠনের জন্য আলোচনারত দলগুলো একটি চুক্তিতে একমত হয়েছে৷

দলগুলো একমত হয়েছে যে, ম্যার্ৎসের খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন - সিডিইউ এবং বাভারিয়ায় তাদের সহযোগী দল খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন - সিএসইউ বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল - এসপিডি এর সঙ্গে সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে৷

ম্যার্ৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হবেন বলে ধারণা করা হচ্ছে৷

শিগগিরই শুরু আনুষ্ঠানিক আলোচনা

এসপিডির সহ-নেতা এবং সংসদীয় দলের নেতা লার্স ক্লিংবাইল এবং অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যার্ৎস জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হয়েছেন৷

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে স্থলসীমান্তে নথিবিহীন অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাসহ নানা ইস্যুতে একমত হওয়ার কথা জানিয়েছেন তারা৷

ক্লিংবাইল বলেন, এসপিডি নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে, যোগ্যতার সময়সীমা কমিয়ে জার্মানির নাগরিকত্ব আইনের সাম্প্রতিক যে সংস্কার আনা হয়েছে তা নতুন সরকারের আমলেও বহাল থাকবে৷

কর নীতি নিয়েও আংশিকভাবে আলোচনা হয়েছে৷ মধ্যবিত্ত পরিবারের ওপর বোঝা কমানোর পরিকল্পনা, জ্বালানি বিল কমানো এবং রেস্তোরাঁয় খাবারের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) স্থায়ীভাবে হ্রাস করার পরিকল্পনা ছিল আলোচনার বিষয়৷

ক্লিংবাইল জানিয়েছেন যে, তার দল ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ইউরো (এক ইউরো = প্রায় ১৩০ টাকা) এবং স্থিতিশীল অবসরভাতার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলোর বিষয়ে আশ্বাস পেয়েছে৷

জার্মানিতে দুই বিরোধী দল রাজনীতিতে বাধা সৃষ্টি করতে পারে

01:52

This browser does not support the video element.

ম্যার্ৎস জানিয়েছেন, আনুষ্ঠানিক জোট গঠনেক আলোচনার ভিত্তি হবে একটি যৌথ নথি৷ এই আলোচনা প্রয়োজনে আগামী সপ্তাহে শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷

ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিতে শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের উপর তীব্র চাপের কথা উল্লেখ করে ম্যার্ৎস বলেন, ‘‘আমরা যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি - সর্বোপরি আন্তর্জাতিক পরিস্থিত সম্পর্কে সচেতন৷''

ইস্টারের আগে জোট গঠনের লক্ষ্য

ইস্টারের আগেই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন ম্যার্ৎস৷

জার্মানিতে জোট সরকার সাধারণত দুইটি পর্যায়ে গঠিত হয়৷ প্রথমে দলগুলো অনুসন্ধানমূলক আলোচনা করে এবং তারপর আনুষ্ঠানিক জোট আলোচনায় প্রবেশ করে৷

আলোচনারত দুই দল আগামী সপ্তাহের আগেই একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে চায়৷ ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে এবং সামরিক ব্যয় বৃদ্ধির জন্য পার্লামেন্টের মাধ্যমে জার্মানির ঋণসীমা শিথিল করার আশা করছে দল দুটি৷

২৩শে ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে সিডিইউ/সিএসইউ ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে৷ এসপিডি ১৬ দশমিক চার শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে৷ অভিবাসনবিরোধী অতি-ডানপন্থি অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড বা জার্মানির জন্য বিকল্প - এএফডি দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ এএফডি'র সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বলে নির্বানের আগেই জানিয়ে দিয়েছিলেন ম্যার্ৎস৷

নিক মার্টিন, ওয়েসলে ডোকারে/এডিকে (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ