1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে টিকা না নেয়াদের জীবন আরো কঠিন হলো

৩ ডিসেম্বর ২০২১

জার্মানিতে যারা টিকা নেননি তারা এখন থেকে শুধু মুদিখানা ও ওষুধের দোকানে যেতে পারবেন৷ অন্য কোনো দোকান বা রেস্টুরেন্টে যেতে পারবেন না৷ মিউজিয়াম কিংবা মুভি থিয়েটারেও নয়৷

জার্মানিতে যারা টিকা নেননি তারা এখন থেকে শুধু মুদিখানা ও ওষুধের দোকানে যেতে পারবেন৷ অন্য কোনো দোকান বা রেস্টুরেন্টে যেতে পারবেন না৷ মিউজিয়াম কিংবা মুভি থিয়েটারেও নয়৷
ছবি: Martin Meissner/AP/picture alliance

জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও আগামী সপ্তাহে চ্যান্সেলরের দায়িত্ব নিতে যাওয়া ওলাফ শলৎস বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷

জার্মানিতে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হিসেব বলছে, শেষ ২৪ ঘণ্টায় ৭৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই সময়ে মারা গেছেন ৩৮৮ জন৷ ভাইরোলজিস্টরা বলছেন, দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে টিকার প্রতি অনীহা এত বেশি সংক্রমণের একটা বড় কারণ৷ জার্মানিতে মাত্র ৬৯ শতাংশ মানুষ টিকা নিয়েছেন, যা পশ্চিম ইউরোপে টিকা নেয়ার সবচেয়ে কম হারের দেশগুলোর মধ্যে একটি৷

জার্মানিতে করোনা মোকাবিলায় নার্সদের লড়াই

01:41

This browser does not support the video element.

বৃহস্পতিবারের বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত হয়েছে:

  • টিকা বাধ্যতামূলক করতে একটি এথিকস কমিটিকে আইন তৈরি করতে বলা হবে৷ এরপর সংসদে সেটা নিয়ে আলোচনার পর নতুন বছরের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হবে৷ ম্যার্কেল ও শলৎস টিকা বাধ্যতামূলক করার পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন৷
  • ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ১৫ হাজার দর্শক ঢুকতে পারবে৷
  • ইনডোর স্পোর্টসের ক্ষেত্রে দর্শক সংখ্যা সর্বোচ্চ পাঁচ হাজার হতে পারবে৷
  • স্কুলে মাস্ক পরতে হবে৷
  • টিকা না নেয়া ব্যক্তিরা একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র আরেকটি পরিবারের সঙ্গে মিশতে পারবেন৷

এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে সাংসদদের অনুমোদন লাগবে, যেটা কয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ