জার্মানিতে যারা টিকা নেননি তারা এখন থেকে শুধু মুদিখানা ও ওষুধের দোকানে যেতে পারবেন৷ অন্য কোনো দোকান বা রেস্টুরেন্টে যেতে পারবেন না৷ মিউজিয়াম কিংবা মুভি থিয়েটারেও নয়৷
বিজ্ঞাপন
জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও আগামী সপ্তাহে চ্যান্সেলরের দায়িত্ব নিতে যাওয়া ওলাফ শলৎস বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
জার্মানিতে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হিসেব বলছে, শেষ ২৪ ঘণ্টায় ৭৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই সময়ে মারা গেছেন ৩৮৮ জন৷ ভাইরোলজিস্টরা বলছেন, দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে টিকার প্রতি অনীহা এত বেশি সংক্রমণের একটা বড় কারণ৷ জার্মানিতে মাত্র ৬৯ শতাংশ মানুষ টিকা নিয়েছেন, যা পশ্চিম ইউরোপে টিকা নেয়ার সবচেয়ে কম হারের দেশগুলোর মধ্যে একটি৷
জার্মানিতে করোনা মোকাবিলায় নার্সদের লড়াই
01:41
বৃহস্পতিবারের বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত হয়েছে:
টিকা বাধ্যতামূলক করতে একটি এথিকস কমিটিকে আইন তৈরি করতে বলা হবে৷ এরপর সংসদে সেটা নিয়ে আলোচনার পর নতুন বছরের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হবে৷ ম্যার্কেল ও শলৎস টিকা বাধ্যতামূলক করার পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন৷
ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ১৫ হাজার দর্শক ঢুকতে পারবে৷
ইনডোর স্পোর্টসের ক্ষেত্রে দর্শক সংখ্যা সর্বোচ্চ পাঁচ হাজার হতে পারবে৷
স্কুলে মাস্ক পরতে হবে৷
টিকা না নেয়া ব্যক্তিরা একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র আরেকটি পরিবারের সঙ্গে মিশতে পারবেন৷
এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে সাংসদদের অনুমোদন লাগবে, যেটা কয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)
দেশে দেশে বড়দিনের বাজার
বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের বাজার একটি বড় আকর্ষণ৷ করোনার ঢেউ সামলে কীভাবে সেজে উঠছে এবারের বাজারগুলি, দেখুন ছবিঘরে...
ছবি: Manuel Claure/REUTERS
জার্মানিতে যেভাবে চলছে
জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে করোনা সংক্রমণের ফলে বন্ধ রাখা হয়েছে সবকটি বড়দিনের বাজার৷ কিন্তু অন্য অনেক রাজ্যে বাড়তি কড়াকড়ির আওতায় চলছে বড় দিনের বাজার৷ ছবিতে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের শহর কোলনের বাজার৷ সেখানে ঢুকতে হলে দেখাতে করোনা টিকা নেবার বা সদ্য করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়৷
ছবি: Thilo Schmuelgen/REUTERS
ফ্রান্সের রাজধানীর বাজার
প্যারিসের টুইলেরিস গার্ডেন পাড়া সেজে উঠেছে বড়দিনের সাজে৷ দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের আলোকসজ্জাও৷ স্থানীয় মানুষ বড়দিনের আমেজ উপভোগ করেন মাস্ক পরে৷
ছবি: Gonzalo Fuentes/REUTERS
সুইজারল্যান্ড পিছিয়ে নেই
পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় করোনা টিকাদানের হার সুইজারল্যান্ডে বেশ কম৷ জনগণের মধ্যে রয়েছে টিকা নিতে অনীহা৷ ইউরোপে করোনার চতুর্থ ঢেউ এই অঞ্চলে প্রভাব ফেললেও জুরিখ শহরের বড়দিনের বাজারের ছবি দেখে তা বোঝার উপায় নেই৷ মাস্কহীন দুই নারীকে দেখা যাচ্ছে সেখানে আলোর হরিণের সাথে ছবি তুলতে৷
ছবি: Arnd Wiegmann/REUTERS
জার্মান রাজধানীতে যেমন
বার্লিন শহরের বেশ কয়েকটি পাড়ায় দেখা যায় বড়দিনের বাজার৷ ছবিতে রয়েছে ব্রাইটশাইডপ্লাৎজের দৃশ্য৷ সেখানে ক্রিস্টমাস ট্রির বাহারি সাজেও ফলাও করে বলা থাকছে মাস্ক পরবার কথা৷ জার্মানিতে এই বাজারগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরবার নিয়ম৷ অন্যথা হলেই জরিমানা৷
ছবি: Christian Mang/REUTERS
পর্যটকদের পছন্দের ফরাসি শহর
ফ্রান্সের সুন্দর বড়দিনের বাজারের তালিকায় প্রতি বছরই থাকে স্ট্রাসবুর্গের নাম৷ প্যারিসের তুলনায় এই শহরের বাজারগুলিতে ভিড় কম থাকে৷ কিন্তু নানা ধরনের অভিনব আলোকসজ্জা সব সময়ই দর্শকদের কাছে টানে৷
ছবি: Arnd Wiegmann/REUTERS
চেক প্রজাতন্ত্রে যেমন
সবকিছু সাজিয়েও খুললো না বড়দিনের বাজার৷ করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরের বড়দিনের বাজার বাতিল করলো কর্তৃপক্ষ৷ কিন্তু বাজার বন্ধ হলেও, মানুষের মন ভালো রাখতে সেখানে রাখা হয়েছে বিশাল এক ক্রিস্টমাস ট্রি৷
ছবি: David W Cerny/REUTERS
লাতিন অ্যামেরিকার বাজার
বলিভিয়ার রাজধানী লা পাজের বড়দিনের বাজার ইউরোপের বাজারগুলি থেকে কিছুটা ভিন্ন৷ রংবেরঙের দোকান, আলো ছাড়াও সেখানে প্রতি বছর আয়োজিত হয় এক অভিনব মিছিলের৷ স্থানীয়রা নেচে, গেয়ে যোগ দেন সেই মিছিলে৷ এবারও বহাল ছিল সেই ধারা, তবে অবশ্যই মুখে মাস্ক পরে৷
ছবি: Manuel Claure/REUTERS
হটস্পট অস্ট্রিয়াতেও বাজার
ইউরোপের করোনা সংক্রমণের হারের হিসাবে রীতিমতো গুরুতর পরিস্থিতি অস্ট্রিয়াতে৷ চতুর্থবারের মতো সেখানে চালু হয়েছে লকডাউন৷ করোনা টিকা নেননি, এমন ব্যক্তিদের জন্য রয়েছে কড়াকড়ি৷ সেখানে বড়দিনের বাজার এ বছর হচ্ছে না৷ বন্ধ দোকানের দৃশ্য দেখা যাচ্ছে ছবিতে৷
ছবি: /REUTERS
যুক্তরাজ্যের বড়দিনের বাজার
যুক্তরাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে৷ কিন্তু কড়াকড়ি ইউরোপের কয়েকটি দেশের তুলনায় অতটা জোরদার নয়৷ করোনা ভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রন ছড়ানোর পর থেকে কিছুটা বাড়ানো হয়েছে এই কড়াকড়ি৷ ছবিতে অদূরে দেখা যাচ্ছে বিখ্যাত লন্ডন ব্রিজ৷ টেমস নদীর ধারেই চলছে বড়দিনের বাজার৷