জার্মানির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর মিউনিখে নরওয়ের এক নাগরিক বোর্ডিং পাস বা বৈধ টিকিট ছাড়াই সফলভাবে দুটি ফ্লাইটে ভ্রমণ করেন৷
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধরা পড়ার পরেও নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে তিনি বের হয়ে যান ও পরের দিন সুইডেনে চলে যান৷
মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ জানিয়েছে একজন নরওয়েজিয়ান পর্যটক মিউনিখ বিমানবন্দরে বিমানের কোনো বৈধ টিকিট ছাড়াই দুটি বিমানে উঠেছিলেন৷
প্রথমবার ধরা পড়লেও দ্বিতীয়দিন একই কৌশল অবলম্বন করে সফল হন এবং সুইডেনের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে যাত্রা করেন৷
এখনপর্যন্তযাজানাগেছে
৩৯ বছর বয়সি এই ব্যক্তি ৪ আগস্ট প্রথমবারের মতো জার্মানির বাভারিয়া রাজ্যের সবচেয়ে বড় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বোকা বানাতে সক্ষম হন৷
সাধারণত যাত্রীরা একটি স্বয়ংক্রিয় গেটে তাদের টিকেট স্ক্যান করে বোর্ডিং এলাকায় প্রবেশ করেন৷ তবে জার্মানির বিল্ড সংবাদপত্র জানিয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান এই যাত্রী অন্য এক ভ্রমণকারীর কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন এবং নিজের বোর্ডিং পাস না দিয়েই গেট অতিক্রম করেন৷
গেটে বিমান সংস্থার কর্মীদেরও ফাঁকি দিয়ে যান ও প্রথমে উত্তর জার্মানির হামবুর্গ শহরের উদ্দেশে যাওয়া একটি বিমানে ওঠেন৷ বিমানটি যাত্রীতে পরিপূর্ণ থাকায় কোনো আসন পাননি বলে ধরা পরে যান৷
বিমান ভ্রমণে সিকিউরিটি চেক সহজ করার উপায়
বিমানযাত্রীরা জানেন, বিমান বন্দরে নিরাপত্তা বিষয়ক নানা জটিলতার কথা৷ ছবিঘরে থাকছে এমন কিছু পরামর্শ, যা সিকিউরিটি চেকিং সহজ করে আপনার বিমান ভ্রমণকে করে তুলতে পারে আরো আনন্দময়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
অনলাইন চেকিং
অনলাইন চেকিংয়ের সুবিধা আছে কিনা তা আগেই জেনে নিন৷ থাকলে ভ্রমণের আগের দিনই অনলাইন চেকিং করে নিন৷ এতে বিমান বন্দরে লম্বা লাইনে অপেক্ষার করার সময় কিছুটা বাঁচবে৷
ছবি: Colourbox
হ্যান্ড লাগেজ
হ্যান্ড লাগেজ বা হাতে নেওয়ার ব্যাগের নির্ধারিত সাইজ রয়েছে৷ তাই সেই মাপ অনুযায়ী ব্যাগ কিনে নিন৷ ‘সস্তা’ এয়ারলাইন্সগুলোতে অনেক সময় শুধুমাত্র একটি ব্যাগ নেয়ার অনুমতি থাকে৷ বিমানের ভেতরে ক’টা ব্যাগ এবং কী সাইজের ব্যাগ নেয়া যায় তা আগে থেকে জেনে নিলে এয়ারপোর্টে বাড়তি জটিলতা এড়ানো সম্ভব৷
ছবি: picture alliance / dpa Themendienst
যেসব জিনিস না পরাই ভালো
কোমরের বেল্ট, ঘড়ি, চুড়ি –স ব বডি চেকিংয়ের সময় প্রতিবারই খুলতে হয়, যা নিঃসন্দেহে বিরক্তিকর ও সময়সাপেক্ষ৷ তাছাড়া অনেক সময় পায়ের জুতোও খুলতে হয়৷ তাই ফিতা ছাড়া জুতো পরবেন, যাতে সহজে পা থেকে খোলা যায়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
স্যুটকেস গোছাতে বুদ্ধি খাটান
ইলেক্ট্রনিক জিনিসগুলো একসাথে হাতের কাছে গুছিয়ে রাখুন৷ নিয়মিত যেসব ওষুধ সেবন করতে হয় তারও একটি তালিকা তৈরি করে নিন৷ এর বাইরে ডাক্তারের দেয়া একটি চিঠিও ওষুধের সঙ্গে রাখুন, যেন প্রয়োজনে চট করে দেখাতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
ভিআইপি লাইনে দাঁড়াবেন
বিমানে ওঠার আগে প্রথম লাইন অর্থাৎ ভিআইপি লাইনে দাড়ানোর সুবিধা সকলেই জানেন৷ আপনি ভিআইপি ‘না’ হলেও অনেকক্ষেত্রে কোনো কোনো এয়ারলাইন্সে সমান্য টাকার বিনিময়ে এই সুবিধা পাওয়া যেতে পারে৷ তাই আগে থেকে খোঁজ নিন৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
প্রথম লাইন
শিশু সাথে থাকলে প্রথমেই ফার্স্ট লাইনে দাঁডিয়ে যান৷ শিশু সাথে থাকলে সাধারণত অন্য যাত্রীরা তেমন কিছু বলেন না৷
ছবি: picture-alliance/dpa
ইলেক্ট্রনিক যন্ত্রগুলো আগেই চার্জ দিয়ে নিন
কারণ, সিকিউরিটি চেকিংয়ে অনেক সময় তাঁরা সেগুলো অন করে দেখাতে বলেন৷ তখন অন না হলে সমস্যা হতে পারে৷ কাজেই বাড়ি থেকে বের হওয়ার আগেই সেগুলো চার্জ দিয়ে নিন৷
ছবি: picture-alliance/dpa/P.Eckenroth
বিজনেস লুক
যাঁরা নিয়মিত ভ্রমণ করেন, তাঁদের দেখেই চেকিংয়ের লোকজন বুঝতে পারেন এবং তাঁদের সাথে কিছটা হলেও অন্যরকম, অর্থাৎ একটু বেশি ভালো ব্যবহার করেন৷ কাজেই প্লেনে ভ্রমণের সময় একটু ঠিকঠাক মতো পোশাক পরে নিন, যাতে কিছুটা হলেও ‘বিজনেস লুক’ থাকে৷ চেহারায় এমন ভাব রাখুন, যেন আপনি নিয়মিতই ভ্রমণ করেন৷ এই তথ্যগুলো জানা গেছে জার্মান নারীদের জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন ‘বিল্ড ডেয়ার ফ্রাউ’ থেকে৷
তখন বিমানবন্দর পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হলেও কিছুক্ষণ পরে ছেড়ে দেয়া হয়৷ পরের দিন তিনি স্টকহোমের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানে উঠে পড়েন৷ সেই ফ্লাইটটিতে আসন খালি থাকায় তাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি৷
বিস্মিতস্টকহোম
সুইডেনে পৌঁছানোর পরপরই তিনি সেখানকার নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফিরতি বিমানে উঠে মিউনিখ ফিরে আসার চেষ্টা করেছিলেন৷
সুইডিশ পুলিশ তার কাছে একটি ১০ সেন্টিমিটার ব্লেড ও ছুরি পায়৷ তবে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তাদের কাছে কোনো হুমকি মনে হয়নি৷
মিউনিখ বিমানবন্দরের মুখপাত্র হেনার অয়রিং বলেন, ‘‘নিরাপত্তা তল্লাশির আগে কীভাবে যাত্রী স্বয়ংক্রিয় বোর্ডিং পাস চেক এড়াতে পেরেছিলেন তা আমরা অনুসন্ধান করে দেখছি৷ বিমান সংস্থাও সাধারণত বোর্ডিং গেটে পাস দেখতে চায়৷ তার কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে৷''
বিমানযাত্রা কতটা নিরাপদ?
বিমানে সন্ত্রাসী হামলা, বিমান ছিনতাই থেকে শুরু করে বিমানবন্দরে হামলার একাধিক ঘটনার জের ধরে গোটা বিশ্বেই বিমানবন্দরের নিরাপত্তা ধারাবাহিকভাবে জোরদার করা হচ্ছে৷ কিন্তু তা সত্ত্বেও অঘটন ঘটছে৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
আধুনিক প্রযুক্তির প্রয়োগ
যাত্রীর পোশাকে ধাতু অথবা বিপজ্জনক বস্তু শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে৷ তবে যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সেই কাজ করছেন, তারাও মানুষ৷ ফলে কিছু ক্ষেত্রে তাদের নজর এড়িয়ে দুষ্কৃতি বিমানে প্রবেশ করতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
গাফিলতির দৃষ্টান্ত
ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ফ্রাংকফুর্ট৷ কিন্তু সেখানেও নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও বিমানবন্দর কর্মীদের নজর ফাঁকি দিয়ে বিপজ্জনক বস্তু পাচার করার ঘটনা বিরল নয়৷ চলতি দশকের শুরুতে ইইউ কমিশনের প্রতিনিধিরা গোপনে পরীক্ষা চালিয়ে দেখেছেন, যে অস্ত্র সহ বিপজ্জনক বস্তু নিয়ে সিকিউরিটি চেক পেরিয়ে যাওয়া মোটেই কঠিন নয়৷
ছবি: picture-alliance/dpa/U. Anspach
বডি-স্ক্যানার
নিরাপত্তা কর্মীদের ভুল এড়াতে অনেক বড় বিমানবন্দরে চালু হয়েছে বডি-স্ক্যানার৷ ব্যয়বহুল এই প্রযুক্তি নিয়ে বিতর্ক কম নয়৷ কারণ এ ক্ষেত্রে মনিটারের পর্দায় যাত্রীদের শরীর অনেকটাই উন্মোচিত হয়৷ তাই অনেক বিমানবন্দরে যাত্রীদের স্বেচ্ছায় এই প্রক্রিয়া বেছে নেবার সুযোগ দেওয়া হয়৷
ছবি: picture alliance/dpa/Fotografia
মালপত্রের উপর নজরদারি
যে সব ছোট আকারের মালপত্র সঙ্গে নিয়ে যাত্রীরা বিমানে উঠতে পারেন, সেগুলিও বিপদের উৎস হতে পারে৷ তাই স্ক্যানারের মাধ্যমে সেগুলি পরীক্ষা করাও জরুরি৷ তবে শুধু বিমানবন্দর নয়, মালপত্রের স্ক্যানারের ব্যবহার অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ছে৷
ছবি: picture-alliance/dpa/O. Spata
বিপজ্জনক বস্তুর সংজ্ঞা
প্রায় প্রত্যেক বড় মাপের হামলার জের ধরে বিপজ্জনক বস্তুর তালিকা দীর্ঘ হতে থাকে৷ জুতার মধ্যে বিস্ফোরক পাচারের প্রচেষ্টার পর যাত্রীদের জুতা খুলে স্ক্যানারে দিতে হয়৷ তরল বা মলম জাতীয় দ্রব্য দিয়ে বিমানেই বিস্ফোরক তৈরির ঝুঁকি এড়াতে এমন দ্রব্যের পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে৷ ২০১৪ সাল থেকে অবশ্য ইউরোপে এই নিয়ম আবার কিছুটা শিথিল করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
বেলজিয়ামে বিমানবন্দরে হামলা
সাম্প্রতিক কালে শুধু বিমান নয়, বিমানবন্দরও বার বার সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হচ্ছে৷ ২০১৬ সালের ২২শে মার্চ ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী হামলার ঘটনার পর সার্বিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ উল্লেখ্য, ইউরোপে সাধারণত বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে কোনোরকম নিয়ন্ত্রণ থাকে না৷
ছবি: Reuters/Y. Herman
ইস্তানবুলে হামলা
২০১৬ সালের ১লা জুলাই তুরস্কের ইস্তানবুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন নিহত হয়৷ আত্মঘাতী হামলাকারীরা অনেক মানুষকে জিম্মি করারও ষড়যন্ত্র করেছিল বলে তুরস্কের সংবাদমাধ্যম দাবি করে৷ এত বড় আকারে হামলার জের ধরে গোটা বিশ্বে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে৷