1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে টেসলার কারখানায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন

১২ মার্চ ২০২৪

কট্টর বামপন্থিদের নাশকতার প্রায় এক সপ্তাহ পর বার্লিনের বাইরে অবস্থিত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কারখানায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে৷

বার্লিনের বাইরে আন্দোলনকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত টেসলার কারখানায় বিদ্যুৎ সরবরাহ লাইন
টেসলার কারখানার সম্প্রসারণের পরিকল্পনার ফলে ১০০ হেক্টরের বেশি বন ধ্বংস হতে পারে বলে অভিযোগ পরিবেশবাদী আন্দোলরকারীদেরছবি: Patrick Pleul/dpa/picture alliance

সোমবার রাতে টেসলার কারখানাটিতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান ই.ডিস.৷ কারখানাটি এক সপ্তাহ বন্ধ থাকায় টেসলা ব্যাপক লোকসানের মুখে পড়েছে৷ 

প্রাথমিকভাবে ই.ডিস. ধারণা করেছিলো বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে৷ তবে অনুমিত সময়ের আগেই সমস্যা সমাধান হওয়ায় কারখানাটি দ্রুত উৎপাদনে ফিরবে বলে ধারণা করা হচ্ছে৷ 

এর আগে ৫ মার্চ ‘ভলকানো গ্রুপ' নামে পরিচিত কট্টর বামপন্থি সংগঠনের কর্মীরা গাড়ি তৈরির কারখানাটিতে অগ্নিসংযোগ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়৷

কারখানাটির সম্প্রসারণের জন্য গ্রুনহেইড অঞ্চলের প্রায় ১০০ হেক্টরেরও বেশি বনাঞ্চল ধ্বংস হতে পারে বলে দাবি করে পরিবেশবাদী সংগঠনগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল৷ 

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নাশকতাকারীদের ‘বিশ্বের সবচেয়ে বোকা পরিবেশবাদী সন্ত্রাসী' বলে অভিহিত করেছেন৷ 

দ্রুত শুরু হচ্ছে উৎপাদন

নাশকতার পরপরই টেসলান কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় এক হাজারটি গাড়ির উৎপাদন ব্যাহত হয়৷ যে কারণে সংস্থাটির কোটি কোটি ইউরো ক্ষতি হয়৷

এর আগে টেসলা রয়টার্সকে বলেছিল, ‘‘উৎপাদন পুরোপুরি শুরু হতে কত সময় লাগবে তা এখনও বলা সম্ভব নয়৷'' 

ব্রান্ডেনবুর্গ রাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইয়োর্গ স্টাইনবাখ বলেছেন, ‘‘ই.ডিস. কর্মীরা দ্রুত কারখানাটি পুনরায় চালু করতে প্রতিদিন তিনটি ভিন্ন ভিন্ন শিফটে কাজ করছেন৷''

ইলেকট্রিক গাড়ির বাজার কতটা জার্মানির দখলে?

04:13

This browser does not support the video element.

এসএইচ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ