1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্যাক্সিচালকরা এখন বাজারও করে দিচ্ছেন

২৭ এপ্রিল ২০২০

করোনার কারণে যাত্রী কমে যাওয়ায় অনেক ট্যাক্সিচালক এখন টিকে থাকতে মানুষের বাজার করে দিচ্ছেন, ওষুধ এনে দিচ্ছেন৷

ছবি: picture-alliance/dpa/C. Hardt

কোলন শহরের ট্যাক্সিচালকরা ক্রেতাদের কাছ থেকে বাজারের তালিকা আর টাকা নিয়ে বাজার করে বাসায় পৌঁছে দিচ্ছেন৷ বিনিময়ে তারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন৷ এছাড়া ক্রেতা যদি কোনো দোকানের পণ্য কিংবা ওষুধের দাম মিটিয়ে থাকেন তাহলে তা বাসায় পৌঁছে দেয়ার সেবাও দিচ্ছেন ট্যাক্সিচালকরা৷ 

ডুসেলডর্ফ আর হামবুর্গের ট্যাক্সিচালকরাও এ ধরনের সেবা দিচ্ছেন৷

মিউনিখে চালকরা বিনামূল্যে স্বাস্থ্যকর্মীদের কাজে পৌঁছে দিচ্ছেন

বার্লিনের চালকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ডেলিভারির জন্য স্বাভাবিক সময়ের চেয়ে কম টাকা নিচ্ছেন৷ এছাড়া রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারির কাজও করছেন তাঁরা৷

সাধারণত বয়স্করা এসব সেবা নিচ্ছেন বলে জানিয়েছেন বার্লিনের ট্যাক্সিচালকদের নেতা লেসজেক নাডলস্কি৷ ডয়চে ভেলেকে তিনি জানান, বার্লিনের প্রায় আট হাজার ট্যাক্সির মধ্যে তিন হাজার ট্যাক্সি এখন অলস বসে আছে৷ আর যে ট্যাক্সিগুলো চলছে তাদের আয় ৮০ থেকে ৯০ শতাংশ কমে গেছে বলে জানান তিনি৷

দশ ঘণ্টা ট্যাক্সি চালিয়ে এখন একেকজন চালক গড়ে মাত্র ৫০ ইউরো আয় করছেন, যা জার্মানির ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ৯.৩৫ ইউরোর চেয়েও কম৷ 

করোনাকালে রমজান, কিছু পরামর্শ

04:42

This browser does not support the video element.

অবশ্য কয়েক হাজার ট্যাক্সিচালক ইতিমধ্যে সরকারের কাছ থেকে সরাসরি অর্থসহায়তা পেয়েছেন৷ স্বনিয়োজিত ও যেসব কোম্পানিতে দশজনের কম কর্মী আছেন শুধু তারা সরকারের সহায়তা পাচ্ছেন৷

ফলে যেসব কোম্পানিতে কর্মীসংখ্যা দশ জনের বেশি সেগুলো শিগগিরই দেউলিয়া হওয়ার আশঙ্কায় আছে বলে মনে করছেন নাডলস্কি৷

রেবেকা স্টাওডেনমায়ার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ