1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্রেনে ছুরি হামলা

৬ নভেম্বর ২০২১

জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ঘটনার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ৷

জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ঘটনার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ৷
ছবি: vifogra/picture alliance/dpa

শনিবার জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে৷ হামলার সময়ে ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে নুরেমব্যর্গ যাচ্ছিল৷ জার্মানির সংবাদ মাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আহত হয়েছেন৷ দুইজনের পরিস্থিতি গুরুতর৷ তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়৷

পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে৷ তারা বলছে, এখন আর কোন ঝুঁকি নেই৷ ‘‘এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে আর কোন বাড়তি তথ্য নেই,’’ বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷ পুলিশের এক মুখপাত্র বিআর টুয়েন্টিফোর নামের একটি সম্প্রচার মাধ্যমকে বলেন, হামলার বিস্তারিত এখনও পরিস্কার নয়৷ সকাল নয়টা বিশ মিনিটে পুলিশ এই ঘটনায় ফোন কল পেয়েছিল৷

বিল্ড তাদের প্রতিবেদনে বলেছে, তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী যোগসাজশ খুঁজে পায়নি৷ ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ৷ ঐ দুই শহরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এফএস, জেডএ (ডিপিএ, রয়টার্স)

গত বছরের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ