1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডানপন্থিদের কাছ থেকে সাংবিধানিক আদালত রক্ষার উদ্যোগ

২০ ডিসেম্বর ২০২৪

জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে বৃহস্পতিবার দেশটির সাংবিধানিক আদালতের স্বাধীনতা আরো সুরক্ষা সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে৷ উচ্চকক্ষ বুন্ডেসরাটে এটি পাস হলে প্রস্তাবটি কার্যকর হবে৷

Deutschland Bundesverfassungsgesetz
ছবি: Uwe Anspach/AFP via Getty Images

সাংবিধানিক আদালত পরিচালনার নীতি জার্মানির ‘বেসিক ল' অর্থাৎ সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বুন্ডেসটাগে পাস হয়েছে৷ এর মানে হচ্ছে, উচ্চকক্ষে পাসের পর প্রস্তাবটি কার্যকর হলে তার পর থেকে সাংবিধানিক আদালতে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হবে৷ কারণ, বেসিক ল বা সংবিধানে পরিবর্তন আনতে এই সংখ্যক ভোটের প্রয়োজন হয়৷

বর্তমানে সংসদে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করা গেলেই সাংবিধানিক আদালতে পরিবর্তন আনা সম্ভব৷

জার্মানিতে ডানপন্থিদের জনপ্রিয়তা বাড়তে থাকায় তাদের পক্ষে যেন ভবিষ্যতে সাংবিধানিক আদালতে পরিবর্তন আনা কঠিন হয় তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার বুন্ডেসটাগে ভোটাভুটি অনুষ্ঠিত হয়৷ এতে ৬০০ সাংসদ সাংবিধানিক আদালতকে শক্তিশালী করার পক্ষে ভোট দেন৷ জার্মানির বর্তমান সংসদের সদস্য সংখ্যা ৭৩৩৷

এছাড়া সাম্প্রতিক সময়ে পোল্যান্ড ও হাঙ্গেরিতে আদালতের স্বাধীনতা খর্ব করার চেষ্টা দেখে জার্মানির সাংবিধানিক আদালতের সুরক্ষার উদ্যোগ নেয় বিভিন্ন দল৷

সাংবিধানিক আদালতের বিচারক সংখ্যা ১৬৷ তাদের মেয়াদ ১২ বছর করে৷ আর অবসরের বয়স ৬৮৷

বর্তমানে সংসদের দুই কক্ষ আটজন করে বিচারক নির্বাচন করে৷ কোনো কক্ষের মাইনোরিটি দলের যদি সংসদে এক-তৃতীয়াংশের বেশি আসন থাকে তাহলে দলটি একজন বিচারকের নিয়োগে ভেটো দিতে পারেন৷ বৃহস্পতিবারের ভোটাভুটিতে এই বিষয়েও পরিবর্তন আনার পক্ষে ভোট দিয়েছেন সাংসদরা৷ ফলে প্রস্তাবটি কার্যকর হলে কোনো কক্ষ একজন বিচারকের নিয়োগ নিশ্চিত করতে অসমর্থ হলে অন্য কক্ষ দায়িত্ব নিয়ে নিয়োগ নিশ্চিত করতে পারবে৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা সংসদে বলেন, গণতন্ত্রের শত্রুদের হাত থেকে সাংবিধানিক আদালতকে বাঁচাতে এসব সংস্কার প্রয়োজন৷

সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন জোট সরকারের এসপিডি ও সবুজ দলের সাংসদেরা৷ তাদের সঙ্গে যোগ দিয়েছেন সিডিইউ, এফডিপি ও বাম দলের সাংসদেরা৷

আর বিপক্ষে ভোট দিয়েছেন ডানপন্থি ও অভিবাসনবিরোধী দল এএফডি এবং পপুলিস্ট দল বিএসডাব্লিউর সাংসদেরা৷

জার্মানিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সবশেষ জরিপে ১৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এএফডি দল৷

জেডএইচ/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ