1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ডিসেম্বরে করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

২০ ডিসেম্বর ২০২০

করোনা ভাইরাসে ডিসেম্বর মাসে জার্মানিতে মৃতের সংখ্যা ১০ হাজার স্পর্শ করতে চলেছে, যা গত মাসের চেয়ে দ্বিগুন৷ এরই মধ্যে দ্বিতীয় ঢেউ দেশটির জন্য প্রথম দফার চেয়ে কয়েকগুণ বেশি প্রাণঘাতি হয়ে উঠেছে৷

করোনা ভাইরাসে ডিসেম্বর মাসে জার্মানিতে মৃতের সংখ্যা ১০ হাজার স্পর্শ করতে চলেছে যা গত মাসের চেয়ে দ্বিগুন হবে৷ এরই মধ্যে দ্বিতীয় ঢেউ দেশটির জন্য প্রথম দফার চেয়ে কয়েকগুণ বেশি প্রাণঘাতি হয়ে উঠেছে৷
ছবি: Florian Bachmeier/imageBROKER/picture alliance

সরকারের রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কখ্ ইনস্টিটিউট এর হিসাবে চলতি মাসের প্রথম তিন সপ্তাহেই নয় হাজার ৮০১ জন মারা গেছেন যা নভেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ৷ করোনা গত মাসে দেশটির পাঁচ হাজার ৭৯৬ জনের জীবন কেড়ে নিয়েছিল৷ যেখানে অক্টোবরে মৃত্যুবরণ করেছেন ৯৬৪ জন আর সেপ্টেম্বরে ১৯০ জন৷

গত বেশ কয়েকদিন ধরে দৈনিক প্রায় ৫০০ জন করে মৃত্যুবরণ করছেন ৷ সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৩০ হাজার করে৷

সংক্রমণের গতি রোধ করতে গত সপ্তাহে দেশজুড়ে লকডাউন কার্যকর করা হয়েছে৷ যদিও এর প্রভাব এখনও দেখা যাচ্ছে না৷ সব মিলিয়ে করোনার প্রথম ঢেউয়ে অন্যদের তুলনায় সংক্রমণ ও মৃত্যুর হারে লাগাম টেনে ইউরোপের দেশটি যে প্রশংসা পেয়েছিল তা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে৷

গত মার্চ থেকে মে পর্যন্ত জার্মানিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৮৯৬ জন; যা ফ্রান্স, ইটালি, স্পেন, ইংল্যান্ডের মতো ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক কম৷ 

নতুন আরোপ করা লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস, জরুরি নয় এমন সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে৷ দুই পরিবারের সর্বোচ্চ পাঁচজনকে একত্রিত হওয়ার অনুমতি দেয়া হয়েছে৷ তবে বড়দিন উপলক্ষ্যে ২৪ থেকে ২৬ ডিসেম্বর তা কিছুটা শিথিলের কথা রয়েছে৷

এদিকে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে জার্মানিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হওয়ার কথা৷ যদিও জনগোষ্ঠীর শতভাগ এই টিকার আওতায় আসতে অপেক্ষা করতে হবে কমপক্ষে এক বছর৷

এফএস/এআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ