1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকারত্বের হার

১২ আগস্ট ২০১২

ইউরোপীয় ইউনিয়ন বা ইউ’র তরুণদের বেকারত্বের হার বিবেচনায় জার্মানির অবস্থান সবচেয়ে ভালো৷ এই দেশে তরুণদের বেকারত্বের হার সবচেয়ে কম৷ ইউরোজোনে আর্থিক মন্দা থাকলেও জার্মানিতে বেকারত্বের হার বাড়ছে না৷

ছবি: Fotolia/Jürgen Fälchle

জার্মানির পরিসংখ্যান দপ্তর, ডেসটাটিস'এর দেয়া সর্বশেষ তথ্য বেশ চমকে দেওয়ার মতোই৷ আর্থিক মন্দার কারণে ইউরোপের বিভিন্ন দেশে যখন তরুণদের বেকারত্বের হার বেড়েই চলেছে, তখন জার্মানির অবস্থা একেবারেই ভিন্ন৷ চলতি বছরের জুন মাসে জার্মানিতে ১৫ থেকে ২৪ বছর বয়সি মাত্র সাড়ে তিন লাখ তরুণ-তরুণী বেকার ছিল৷ আন্তর্জাতিক যুব দিবস'এর প্রাক্কালে শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে ডেসটাটিস৷ অংকের হিসেবে এই দেশে তরুণ-তরুণীদের মধ্যে বেকারত্বের হার মাত্র ৭.৯ শতাংশ৷

ডেসটাটিস জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে জার্মানিতে বেকারত্বের হার সবচেয়ে কম৷ এমনকি এক্ষেত্রে প্রতিবেশী দেশ অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসকেও পেছনে ফেলেছে সেদেশ৷ এই দুই দেশে গতবছরও বেকারত্বের হার কম ছিল৷

সামগ্রিকভাবে ইইউতে গত জুন মাসে তরুণ বেকারত্বের হার ছিল ২২.৬ শতাংশ৷ যার অর্থ হচ্ছে এই অঞ্চলে গড়ে প্রতি চারজন তরুণের একজন সরকারি বেকারভাতার উপর নির্ভরশীল৷

ইউরোপীয় ইউনিয়ন বা ইউ’র তরুণদের বেকারত্বের হার বিবেচনায় জার্মানির অবস্থান সবচেয়ে ভালোছবি: Kzenon - Fotolia.com

জার্মানির অগ্রগতি ইতিবাচক

ইউরোপীয় ইউনিয়নে তরুণ বেকারত্বের হার সবচেয়ে বেশি এখন গ্রিসে৷ সেদেশে ৫২.৮ শতাংশ তরুণ-যুবা এখন বেকার৷ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, সেদেশ বেকারত্বের হার ৫২.৭ শতাংশ৷ ডেসটাটিস জানিয়েছে, বৈশ্বিক আর্থিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের শ্রমবাজার সঙ্কটে পড়েছে৷ আর্থিক মন্দা শুরু হওয়ার আগে অর্থাৎ ২০০৭ সালের শেষের দিকে ইইউতে তরুণ বেকারত্বের হার ছিল ১৫.২ শতাংশ৷

তবে বৈশ্বিক আর্থিক মন্দা সত্ত্বেও জার্মানি নিজের দেশে বেকারত্বের হার কমিয়ে রাখতে সক্ষম হয়৷ ইউরোপের সবচয়ে বড় অর্থনীতির এই দেশ নিজেদের সামর্থ কাজে লাগিয়ে বেকারত্বের হার কমিয়ে রাখে৷ জার্মান সরকার শুক্রবার জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় ধাপে বিশ্ব অর্থনীতিতে কঠিন অবস্থা বিরাজ করলেও জাতীয় পর্যায়ে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে৷ এই বিষয়ে আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হবে ১৪ আগস্ট৷ তবে বিশ্লেষকরা ইতিমধ্যেই জার্মান অর্থনীতির ০.২ শতাংশ বৃদ্ধি শনাক্ত করেছেন৷ যদিও তাদের প্রাথমিক আশা ছিল, বৃদ্ধির এই হার হবে ০.৫ শতাংশ৷

উল্লেখ্য, আজ, রবিবার আন্তর্জাতিক যুব দিবস৷ ১৯৯৯ সালে ১৭ ডিসেম্বর এই দিনটিকে যুব দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে জাতিসংঘ৷ দিনটি উদযাপনে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে একাধিক সংস্থা৷

এআই/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ