1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে তৃতীয় লিঙ্গের আইনি স্বীকৃতি

১৫ আগস্ট ২০১৮

দাপ্তরিক নথিতে তৃতীয় লিঙ্গের মানুষরা ‘ভিন্ন' হিসেবে নিজেদের নিবন্ধিত করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলেন৷ বুধবার জার্মানির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দিয়েছে৷ এখন শুধু সংসদে পাশ হলেই সিদ্ধান্ত কার্যকর হবে৷

Symbolbild drittes Geschlecht
ছবি: Colurbox

এর আগে জার্মানির সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত এক আদেশ দেয়৷ গত নভেম্বরে জার্মানির ফেডারেল সাংবিধানিক আদালত রায় দেয় যে, কেউ যদি নিজেকে পুরুষ বা নারী হিসেবে নিবন্ধিত করতে না চান, তাদের জন্য তৃতীয় কোনো পরিচিতিতে নিবন্ধিত করার সুযোগ তৈরি করতে হবে, অথবা নথি থেকে লিঙ্গ নিবন্ধনের বিষয়টিকেই বাদ দিতে হবে৷

এক নারী তাঁর জন্ম সনদে নারী থেকে ‘ভিন্ন বা মধ্যলিঙ্গ' হিসেবে নিবন্ধিত করার চেষ্টা করে ব্যর্থ হবার পর আদালতের শরণাপন্ন হন৷

বাদী সেই নারীর যুক্তি ছিল যে, একজন পুরুষের এক্স ও ওয়াই এবং একজন নারীর দু'টিই এক্স ক্রোমোজোম থাকে৷ অথচ তাঁর জেনেটিক বিশ্লেষণে একটিই এক্স ক্রোমোজোম পাওয়া গেছে৷ এই মামলার সমাধান করতে গিয়েই উপরোক্ত রায় দেয় আদালত৷

রায়ের পরই মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করল৷ এর আগে যে কেউ চাইলে লিঙ্গের ঘর খালি রাখার সুযোগ পেতেন৷

বুধবারের মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এখন সংসদে পাশ করতে হবে৷

রক্ষণশীলদের নেতৃত্বাধীন জার্মানির সরকারের মধ্যবামপন্থি পরিবার বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকা গিফে বলেন, ‘‘যেসব নাগরিক তাঁদের পুরুষ বা নারী হিসেবে পরিচয় দিতে চান না, তাঁদের আইনি স্বীকৃতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷''

গত জুনে প্রতিবেশী অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতও পুরুষ বা নারীর পাশাপাশি অন্য লিঙ্গ পরিচয়ে নাগরিকদের নিবন্ধিত করার সুযোগ দেয়ার আদেশ দেয়৷

জেডএ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ