1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দক্ষ কর্মী আনছে গোজার্মান

১৮ জানুয়ারি ২০২৪

জার্মানির মতো শিল্পোন্নত দেশগুলিতে দক্ষ কর্মীর অভাব বড় সমস্যা হয়ে উঠছে৷ চাহিদা মেটাতে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে তরুণ শিক্ষানবিশদের জার্মানিতে আনা হচ্ছে৷ তাদের মধ্যে অনেকেই জার্মানিতে থেকে যেতে আগ্রহী৷

নানা ধরনের কাজে জার্মান তরুণেরা আগ্রহ হারানোয় কর্মী খুঁজতে হচ্ছে দূর-দূরান্তের নানা দেশ থেকে।
নানা ধরনের কাজে জার্মান তরুণেরা আগ্রহ হারানোয় কর্মী খুঁজতে হচ্ছে দূর-দূরান্তের নানা দেশ থেকে।ছবি: Imago/Xinhua

হাসান, মওলানা ও নাথান নামের জাকার্তা থেকে আসা ইন্দোনেশিয়ার তিন তরুণ জার্মানির গেরা শহরে জিএম নামের এক মেশিন প্রস্তুতকারী কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করছেন৷ ফাইলিং এবং করাত চালানো দিয়ে প্রশিক্ষণ শুরু হলো৷ এখনো তাঁরা সে বিষয়ে বেশি কিছু বলতে পারছেন না৷ প্রায় দুই সপ্তাহ আগে জার্মানিতে এসেছেন৷ জার্মানিতে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে আরো সুযোগের আশা করছেন তাঁরা৷

ফ্রাংক গ্নিশভিৎস তাঁদের বস৷ গত বছর তিনি এক জনও জার্মান শিক্ষানবিশ খুঁজে পান নি৷ ইন্দোনেশিয়া থেকে আসা তরুণদের প্রতি তাঁর বিশাল প্রত্যাশা রয়েছে৷ ফ্রাংক বলেন, ‘‘সেখানে অবশ্যই অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা এখানে আসতে চান৷ সেখান থেকে তাদের এখানে পাঠানো হয়৷ নির্দিষ্ট কারণে তারা এই পেশা গ্রহণ করতে চান৷ হয়তো আমাদেরও সাহায্য করবেন৷''

ফাবিয়ান শার্ফ সরাসরি এই তিনজনকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ প্রথমবার ইন্দোনেশিয়া থেকে শিক্ষানবিশ এসেছেন৷ এখনো পর্যন্ত তাদের কাজে তিনি সন্তুষ্ট৷ তিনি বলেন, ‘‘ইন্দোনেশিয়ার শিক্ষানবিশরা এই সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ৷ তাদের সময়জ্ঞান খুবই ভালো৷ কর্তব্যের তুলনায় সুযোগ হিসেবেই দেখেন৷ জার্মান শিক্ষানবিশদের ক্ষেত্রে প্রায়ই যেমনটা মনে হয়৷''

রন শেনকে এমন শিক্ষানবিশ সরবরাহ করেন৷ মিউনিখে আন্তর্জাতিক বেকিং বাণিজ্যমেলায় তিনি আবার নতুন গ্রাহক খুঁজে পেয়েছেন৷ স্নাইডার বেকারি কোম্পানির প্রধান ইয়োর্গ আপরাট মনে করেন, ‘‘জার্মানির তরুণ প্রজন্মের একটা বড় অংশের কাছে এই পেশা তেমন আকর্ষণীয় নয়৷ ফলে আমার মতে, দেশের সীমানার বাইরে নজর দিতে হবে৷ সত্যি বলতে কি আরো দূরে খোঁজ করতে হবে৷''

অতীতে শেংকে ভিয়েতনামে জার্মান ভাষার শিক্ষক ছিলেন৷ জার্মানি সম্পর্কে তাঁর ছাত্রছাত্রীদের বিশাল আগ্রহের কারণে তিনি ‘গো-জার্মান' নামের সংস্থা খোলেন৷ এখনো পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি শিক্ষানবিসের হদিশ দিয়েছেন৷ প্রশিক্ষণের পর তাঁরা জার্মানিতেই থেকে যেতে যান৷ শেনকের মতে, ‘‘জার্মানিতে বেতনের যে মাত্রা, পেশাগত যোগ্যতা অর্জন করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা মালয়েশিয়ায় ফিরে অবশ্যই সেটা পাওয়া যায় না৷  সেখানে কাজ করে মাসে বড়জোর তিনশো বা চারশো ইউরো আয় করা সম্ভব৷''

দক্ষ শ্রমিকের খোঁজে জার্মানি

04:23

This browser does not support the video element.

জার্মানির বেকারিগুলিতে দক্ষ কর্মীর অভাব প্রকট হয়ে উঠছে৷ গো-জার্মানের এক জন গ্রাহক তাই চলতি বছরেও আবার ইন্দোনেশিয়া থেকে শিক্ষানবিশ নিয়োগ করতে চান৷ এক বেকারির মালিক হিসেবে ফ্রাংক ভিন্টারহাল্টার মনে করেন, ‘‘এখনো পর্যন্ত ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে অবশ্যই আগ্রহ বেড়ে গেছে৷ সে এখানে আছে বলে আমার কিছুটা ঈর্ষাও হচ্ছে৷ কারণ তখন বাকিদেরও আগ্রহ হচ্ছে, তারাও ভালো কর্মী পাবার সুযোগ পাচ্ছে৷''

লাইপসিশ শহরের এক সংস্থার কর্মকর্তাও ইন্দোনেশিয়া থেকে আসা শিক্ষানবিশদের নিয়ে সন্তুষ্ট৷ পাতাকান নামের এশিয়ান রেস্তোরাঁয় অতিধিদের সামনেই খাবার প্রস্তুত করা হয়৷ লালা, মিশেল ও নাথান টিমে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছেন৷ মাতাকান রেস্তোরাঁর ম্যানেজার আলেক্সান্ড্রা ভুলো বলেন, ‘‘বলতেই হবে, প্রায় দেড় বছর পর আমাদের অভিজ্ঞতা শুধুই ইতিবাচক৷ কারণ তাঁদের কঠিন পরিশ্রমের মানসিকতা রয়েছে৷ অত্যন্ত ভদ্র ও সবসময় নির্ভরযোগ্যও বটে৷''

এই তিন জন সিস্টেম ক্যাটারিং ক্ষেত্রে প্রশিক্ষণ নিচ্ছেন৷ রান্না, অতিথিদের সেবার সঙ্গে ব্যবসার ব্যবস্থাপনা সম্পর্কেও শিক্ষা নিতে হয়৷ তাঁরা জার্মানিতেই থেকে যেতে চান৷

হাসান, মওলানা ও নাথানের ছুটি হলো৷ তাঁরা একসঙ্গে একটি তিন কামরার ফ্ল্যাটে থাকেন৷ বাসার জন্য কিছুটা মন কেমন করে৷ বাবা-মা-র সঙ্গে অনেক কথা বলেন৷ মওলানার মা ছেলের কাজে গর্ব বোধ করেন৷ তাঁর মতে, জার্মানিতে প্রশিক্ষণ ছেলের কর্মজীবনে অনেক সুযোগ এনে দেবে৷ তবে ভবিষ্যৎ সম্পর্কে মওলানা ও হাসানের এখনো কোনো ধারণা নেই৷ শুধু নাথান জার্মানিতে থেকে যেতে বদ্ধপরিকর৷ তিনি বিমান নির্মাণ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন৷

ফাবিয়ান ডিটমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ