1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘ পথ হাঁটা

রুট ক্রাউসে / জেডএইচ২৩ নভেম্বর ২০১৩

জার্মানিতে দীর্ঘ পথ হাঁটা দিন দিন জনপ্রিয় হচ্ছে৷ প্রতি দুজনের একজন এখন নিয়মিত এই কাজটা করছেন৷ সমুদ্রের ধারে বা পাহাড়ে – সবখানেই৷ প্রায় দশ লক্ষ সদস্যের জার্মান অ্যালপাইন ক্লাব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেনিয়ারিং ক্লাব৷

#53248696 - Couple in love kissing while hiking on Hawaii © Maridav
ছবি: Fotolia/Maridav

অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে ওয়াকিং-এর জন্য উপযুক্ত নির্দেশনা সহ আলাদা পথের বিশাল নেটওয়ার্ক রয়েছে৷ তার নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হয়৷

মিউনিখের কাছে ‘শ্লিয়ারসে' নামে একটি লেক রয়েছে৷ সেখানকার একজন হাইকিং শিক্ষক আনেট বাবেল৷ তাঁর মতে, হাইকিং-এর জন্য বিশেষ ধরনের ‘লেটেস্ট' মানচিত্র প্রয়োজন৷ তিনি তাঁর শিক্ষার্থীদের ঠিক উপকরণ বেছে নেয়ার প্রশিক্ষণ দেন৷ যেমন হাইকিং-এর ক্ষেত্রে স্টিকের ওজনের বিষয়টি সবার আগে বিবেচনায় নিতে হয়৷

বাবেলের কোর্সে অংশ নেয়া কার্স্টেন ফিশার বলেন, ‘‘পাহাড় নিয়ে আমার আগ্রহ রয়েছে৷ এ সম্পর্কে মানুষের যা জানা উচিত, যতটুকু জানা উচিত, তা আমি জানতে চাই৷ তাছাড়া এটা এক ধরনের খেলা, যা মনকে সতেজ করে৷''

দুদিনের কোর্সের খরচ ১০০ ইউরো৷ তবে শুধু হাইকিং নয়, আশেপাশের পরিবেশ ও পশুপাখি সম্পর্কেও ধারণা দেয়া হয় অংশগ্রহণকারীদের৷

সাম্প্রতিক সময়ে হাইকিং বা ট্রেকিং সম্পর্কে মানুষের ধারণা বদলেছে৷ এটা এখন আর শুধু বয়স্কদের সময় কাটানোর উপায় নয়, বরং সবার কাছেই জনপ্রিয় হচ্ছে৷ ১৬ বছরের বেশি বয়সি প্রতি দুজনের একজন বলেছে, হাইকিং তাদের প্রিয়৷ বাবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে: পরিবেশ ও নিজের সম্পর্কে জানা৷ কারণ দুর্ঘটনার সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে৷ তিনি বলেন, ‘‘বনজঙ্গলে হাঁটার সবচেয়ে কঠিন ফ্যাক্টর হচ্ছে মানুষ নিজে৷ কারণ আমি এতখানি হাঁটার জন্য শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী কিনা, নাকি আমার প্রস্তুতি খুব ভাল নয়, এসব বিবেচনায় নিতে হয়৷''

প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে আছে হাইকিং সংক্রান্ত বই৷ জার্মান কমেডিয়ান হাপে ক্যারকেলিং এর লেখা একটি বইয়ের চল্লিশ লক্ষেরও বেশি কপি ইতিমধ্যে বিক্রি হয়েছে৷ গত এক দশকে জার্মান নন-ফিকশন ঘরানার বই বিক্রির ক্ষেত্রে এটি একটি রেকর্ড৷

মিউনিখের ভ্রমণ সংক্রান্ত এই বইয়ের দোকানে হাইকিং-এর উপর লেখা বইয়ের চাহিদা সবচেয়ে বেশি৷ গেওবুখ প্রকাশনীর ইয়েন্স শেয়ার্ডেল এর মতে, ‘‘হাইকিং আর আগের মতো হাতে গোনা মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে৷ ফলে এ সংক্রান্ত বইয়ের বাজারও প্রসারিত হচ্ছে৷''

পোশাক-আশাক ও আনুষঙ্গিক উপকরণের ক্ষেত্রেও একই অবস্থা: তাইতো ‘গ্লোবট্রটার'-এর ব্যবসা গত পাঁচ বছরে বেড়েছে প্রায় ১৫ শতাংশ৷ ক্রেতাদের চাহিদা হলো, উপকরণগুলো কার্যকর হওয়ার পাশাপাশি দেখতেও ভাল হওয়া চাই৷ গ্লোবট্রটার কোম্পানির বিয়র্ন লাম্পমান এর মতে, ‘‘অনেকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা করে আমার কী হবে, আর এটার কী ধরনের ব্যবহার রয়েছে৷ তবে মেয়েদের ক্ষেত্রে রংয়ের পাশাপাশি, পরলে কেমন লাগবে, সেটাও গুরুত্বপূর্ণ৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ