1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্রেন সংঘর্ষ, নিহত ১০

৯ ফেব্রুয়ারি ২০১৬

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এখনও নিখোঁজ দু’জন৷ আহত ১০ জনের অবস্থা আশংকাজনক, আটজনের অবস্থা গুরুতর, বাকি ৬৩ জন সামান্য আঘাত পেয়েছেন৷ দক্ষিণের বাভারিয়া রাজ্যে এই দুর্ঘটনা ঘটে৷

Deutschland Zugunglück bei Bad Aibling Bergungsarbeiten
ছবি: picture-alliance/dpa/J. Reisner

পুলিশের মুখপাত্র স্টেফান সনটাগ বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ‘‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রোজেনহাইম ও হোলৎসকির্শেন-এর মধ্যে চলাচলকারী দু'টি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷'' গত কয়েক বছরের মধ্যে ঐ অঞ্চলে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানান তিনি৷

নিহতদের মধ্যে দুই ট্রেনের চালক থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ৷ ট্রেন দুটিতে প্রায় দেড়শ যাত্রী ছিলেন৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও বাভারিয়ার মুখ্যমন্ত্রী হোর্স্ট জেহোফার দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

পনেরটি হেলিকপ্টার ব্যবহার করে আহত যাত্রীদের আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ, প্যারামেডিকস, দমকল ও রেডক্রস কর্মীদের নিয়ে প্রায় ৫০০ সদস্যের ঊদ্ধার দল গঠন করা হয়৷

বাভারিয়া রাজ্যের বাড আইব্লিং এলাকায় এই ঘটনা ঘটে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ