1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দুর্ঘটনার কবলে স্কুলবাস

১৬ জানুয়ারি ২০১৮

শিশুদের নিয়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুলবাস৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম জার্মানির মানহাইম অঞ্চলের কাছে৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আহতের সংখ্যা ৪৭৷

ছবি: picture-alliance/dpa/Rene Priebe

ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা ঘটল দক্ষিণ-পশ্চিম জার্মানির মানহাইম অঞ্চলে৷ মঙ্গলবার সকালে মানহাইমের কাছে এবারবাখ অঞ্চলে একটি স্কুলবাস সোজ গিয়ে ধাক্কা মারে একটি ইলেকট্রনিক্সের দোকানে৷ ঘটনায় এখনও পর্যন্ত ৪৭জন আহত হয়েছে বলে জানা গেছে৷ আহতদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশসূত্রে খবর, ঘটনায় ওই তিন শিশুসহ অন্তত ৫জনের অবস্থা আশঙ্কাজনক৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে প্রথমে এক লেন থেকে অন্য লেনে চলে আসে৷ বেশকয়েকটি গাড়িতে প্রথমে ধাক্কা মারে৷ তারপর গিয়ে ধাক্কা মারে ইলেকট্রনিক্সের দোকানে৷ বাসের চালকও সামান্য আহত৷ কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বাসটিতে যান্ত্রিক কোনো গোলোযোগ ঘটেছিল কিনা, কিছুই এখনও জানা যায়নি৷

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়৷ ঘটনার পর স্বভাবতই শিশুরা এবং তাদের পরিজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ যে শিশুরা সুস্থ আছে, তাদের নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ একটি জায়গা স্থির করে দিয়েছেন৷ পরিজনেরা শিশুদের সেখান থেকেই বাড়ি নিয়ে যেতে পারবেন৷ জার্মান পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহতের সংখ্যা বাড়তেও পারে৷

এসজি/এসিবি (ডিপিএ, এএফপি)

গতবছরের জুলাই মাসের একটি ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ