1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ধূমপান

২ সেপ্টেম্বর ২০১২

সারা জার্মানির সর্বজনীয় ভবন, পরিবহন এবং আরো অনেক স্থানে পাঁচ বছর আগে ধূমপান নিষিদ্ধ করা হয়৷ অবশ্য তারপরও কিছু ব্যতিক্রম রয়ে গেছে৷ এখন সেসব ব্যতিক্রমও বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে উদাহরণ অক্টোবরফেস্ট৷

Ein Nichtraucherschild ist am Donnerstag, 30. August 2007 an einem ICE im Hauptbahnhof in Berlin befestigt. Ab dem 1. September 2007 sind Zuege und Bahnhoefe der Deutschen Bahn AG rauchfrei. Am 1. September tritt auch das Nichtraucherschutzgesetz des Bundes in Kraft. (AP Photo/Herbert Knosowski)--- A no-smoking sign is attached to a high-speed ICE train in the main train station in Berlin on Thursday, Aug. 30, 2007. A nationwide smoking ban on public transport and in federal buildings will be implemented in Germany on Sept. 1, 2007. (AP Photo/Herbert Knosowski)
ছবি: AP

বিশ্বের সবচেয়ে বড় লোক উৎসব হিসেবে বাভারিয়ার অক্টোবরফেস্ট অত্যন্ত পরিচিত৷ ২০১১ সাল থেকে এই বিয়ার উৎসবে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে৷ অনেকের ধারণা ছিল, ধূমপান নিষিদ্ধ করলে বুঝি অক্টোবরফেস্ট এর গুরুত্ব কমে যাবে কিংবা সেখানে লোকসমাগম কম হবে৷ কিন্তু সেসব কিছুই হয়নি৷

অক্টোবরফেস্ট এর মুখপাত্র টনি রয়ডেরার এই বিষয়ে বলেন, ‘‘২০১১ সাল থেকে অক্টোবরফেস্টে ধূমপান নিষিদ্ধ হয়েছে৷ এই উৎসবে অংশ নেওয়া বিদেশি দর্শনার্থীরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন৷''

এক্ষেত্রে সিংগাপুরকে উদাহরণ হিসেবে টানলেন রয়ডেরার৷ তিনি বলেন, ‘‘সিংগাপুরে কেউ ফ্লোরে থুতু ফেলে না৷ কারণ তারা জানে, এই কাজ করলে তাদের জেল খাটতে হবে৷'' অক্টোবরফেস্ট-এ ধূমপানের বিষয়টিও অনেকটা সেরকম৷

জার্মানির অনেক রাজনীতিবিদ এখন অক্টোবরফেস্টকে উদাহরণ হিসেবে টানছেন৷ এই বিয়ার উৎসবে যখন ধূমপান নিষিদ্ধ করা গেছে, তখন সবক্ষেত্রেই সেটা সম্ভব, এমনটাই যুক্তি রাজনীতিবিদদের৷

এখন সেসব ব্যতিক্রমও বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ছবি: picture-alliance/dpa

জার্মানির বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা নিয়মের কারণে রেস্তোরাঁ এবং এধরনের বিভিন্ন জায়গায় এখনো ধূমপান পুরোপুরি নিষিদ্ধ হয়নি৷ নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের কথাই ধরুন৷ এই রাজ্যের কিছু সর্বজনীয় স্থাপনায় ধূমপান সম্ভব৷ ‘স্মোকার ক্লাব' খ্যাত কিছু পানশালা রয়েছে এই রাজ্যে যেখানে, ঘরের মধ্যেই ধূমপান করা যায়৷ কিন্তু রাজ্য সরকার এখন আর এই ধারা অব্যাহত রাখতে দিতে রাজি নন৷ বাভারিয়ার উদাহরণ অনুসরণ করে, ধূমপানের ক্ষেত্রে সকল ব্যতিক্রম বাতিল করে আড়াই হাজার ইউরো পর্যন্ত জরিমানার প্রথা চালু করতে চায় নর্থ রাইন ওয়েস্টফেলিয়া৷

জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের নেতা লোথার বিন্ডিং গোটা জার্মানিতে ধূমপানে কড়াকড়ি আরোপের বিষয়টি শুরু করেছিলেন৷ ডয়চে ভেলেকে তিনি জানান, ধূমপান নিষিদ্ধের ক্ষেত্রে বাভারিয়ার উদাহরণটি গোটা জার্মানিতেই প্রবর্তন করা উচিত৷

প্রসঙ্গত, জার্মানিতে ধূমপান বিষয়ক এই কড়াকড়ি রোধে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে বিভিন্ন তামাক সংস্থা৷ তারা এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে৷ এমনকি রাজনীতিবিদদেরকে বিভিন্ন উপহার, সম্মাননা, ভ্রমণের লোভ দেখাচ্ছে৷ তবে তাতে কাজ হচ্ছে না৷

প্রতিবেদন: আন্দ্রেয়া গ্রনাও / এআই
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ