1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নকল টাকা

১১ জানুয়ারি ২০১৩

জার্মানিতে নকল টাকা বা নকল ইউরোর সংখ্যা বেড়েছে৷ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে একথা৷ তবে এই নকল টাকার ফলে আর্থিক ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে৷

Martin Weber, Sachverständiger für Banknotenfälschungen, hält am Montag (23.01.2012) in Mainz im Nationalen Analysezentrum für beschädigtes Bargeld der Deutschen Bundesbank einen 300-Euro-Schein in den Händen. Foto: Fredrik von Erichsen dpa/lrs
ছবি: picture-alliance/dpa

২০১২ সালে জার্মানিতে ৪১,৫০০ নকল টাকার নোট ধরা পড়েছে৷ পুলিশ, বিক্রেতা এবং ব্যাংক এসব নকল টাকা শনাক্ত এবং বাজেয়াপ্ত করেছে৷ ‘বুন্ডেসব্যাংক' বা জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় গত বছর নকল টাকা ধরা পড়ার হার বেড়েছে ৬ দশমিক এক শেতাংশ৷

নকলবাজরা বিশ ইউরোর মতো ছোট টাকার নোট জাল করেছে বেশিছবি: picture-alliance/dpa

বুন্ডেসব্যাংকের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে৷ নকলবাজরা বিশ ইউরোর মতো ছোট টাকার নোট জাল করেছে বেশি৷ ফলে নকল টাকার পরিমাণ বাড়লেও আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে না৷ সামগ্রিকভাবে গত বছর নকল টাকার কারণে ক্ষতির পরিমাণ হচ্ছে দুই মিলিয়ন ইউরোর সামান্য বেশি৷

বুন্ডেসব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল ল্যুডভিশ টিলে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘২০০২ সালে বাজারে ইউরো মুদ্রা চালুর পর থেকে নকল টাকার কারণে ক্ষতির এই পরিমাণ সর্বনিম্ন৷'' তিনি বলেন, জার্মানিতে নকল টাকা মোকাবিলার ঝুঁকি অনেক দেশের তুলনায় কম৷ এ দেশের প্রতি দশ হাজার নাগরিকদের মধ্যে নকল টাকা ছড়াচ্ছে মাত্র পাঁচটি৷ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে এই হার প্রতি দশ হাজার জনে ১৫টি৷

নিরাপত্তা বাড়ানো হচ্ছে

বুন্ডেসব্যাংক জানিয়েছে, ২০১২ সালে ইউরো জোনে ১৪ দশমিক নয় বিলিয়নের মতো টাকার নোট সঞ্চালন হয়েছে, যেগুলোর মুদ্রামান হচ্ছে ৮৯০ বিলিয়ন ইউরো৷ এসবের মধ্যে ৪১৯ বিলিয়ন ইউরোর সঞ্চালন হয়েছে জার্মানিতে৷

ইউরো মুদ্রা চালুর ১১ বছর পর প্রথমবারের মতো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বিভিন্ন দেশের জাতীয় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় সকল গোষ্ঠীর জন্য আরো নিরাপদ ইউরো মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে৷ এই প্রক্রিয়ায় আগামী মে মাসে নতুন ধরনের পাঁচ ইউরোর ব্যাংকনোট ইউরোজোনে ছাড়া হবে৷

নতুন প্রজন্মের ব্যাংক নোটে বাড়তি সুরক্ষা বৈশিষ্ট্য যোগ করার পাশাপাশি আরো জটিল জলছাপ এবং হলোগ্রাম ব্যবহার করা হচ্ছে৷ নতুন নোট বাজারে ছাড়ার পাশাপাশি পুরনো নোটগুলো ক্রমান্বয়ে তুলে নেওয়া হবে৷ তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ