1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নতুন দুটি চাকরির একটি পেয়েছেন বিদেশিরা

৮ অক্টোবর ২০১৮

জার্মানির কেন্দ্রীয় চাকরি বিষয়ক সংস্থা ‘বিএ' বলছে, চলতি বছরের জুলাইতে চাকরিজীবীর সংখ্যা, আগের বছরের জুলাইয়ের চেয়ে, সাত লক্ষেরও বেশি ছিল৷ এসব চাকরির অর্ধেকেরও বেশি পেয়েছেন বিদেশিরা৷

Deutschland Arbeitsmarkt Gleisarbeiten
ছবি: picture-alliance/Geisler-Fotopress/C. Hardt

‘ফ্রাংকফুর্টার আলগেমাইনে জনটাগসসাইটুং' পত্রিকা বিএ'র সূত্র উল্লেখ করে এই তথ্য প্রকাশ করেছে৷ সাত লক্ষ চাকরির মধ্যে জার্মানরা পেয়েছেন তিন লক্ষ ৩০ হাজার চাকরি৷ আর বিদেশিরা পেয়েছেন তিন লক্ষ ৭০ হাজার৷

যে চাকরিজীবীরা সামাজিক বিমার বিভিন্ন খাতে অবদান রাখতে সমর্থ, অর্থাৎ যাঁরা কর প্রদান করেন ও পেনশনের জন্য প্রতিমাসে অর্থ দিয়ে থাকেন, শুধু তাদেরই হিসেব দিয়েছে বিএ৷

জার্মানির চাকরি বিষয়ক সংস্থার হিসেব অনুযায়ী, বর্তমানে জার্মানিতে প্রায় ১৫ লক্ষ পূর্ব ইউরোপীয় চাকরিজীবী হিসেবে নিবন্ধিত আছেন৷ এর মধ্যে পোল্যান্ডের আছেন চার লক্ষ ২২ হাজার জন আর রোমানিয়ার প্রায় তিন লক্ষ ৪৯ হাজার জন৷

এছাড়া গ্রিস, ইটালি, পর্তুগাল ও স্পেনের প্রায় ছয় লক্ষ ১৪ হাজার জন জার্মানিতে কর্মরত আছেন৷

প্রায় তিন লক্ষ ২৭ হাজার শরণার্থীওজার্মানিতে চাকরিজীবী হিসেবেনিবন্ধিত আছেন

জার্মানিতে বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ায় অর্থনীতি সচল রাখতে বিদেশি কর্মীদের উপর নির্ভর করতে হচ্ছে৷

শ্রমমন্ত্রী হুব্যার্টুস হাইল ফ্রাংকফুর্টার আলগেমাইনে পত্রিকাকে বলেছেন, ‘‘ইউরোপের কর্মীরা বিনা বাধায় এক দেশ থেকে আরেক দেশে যেতে না পারলে কিছু খাতে শূন্যতা পূরণ করতে আমাদের সমস্যায় পড়তে হতো৷'' জার্মানির নতুন অভিবাসন আইনেরও প্রশংসা করেন তিনি৷

গত সপ্তাহে জার্মানির জোট সরকারের নেতৃবৃন্দ নতুন ঐ অভিবাসন আইনে সম্মত হন৷ ফলে ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হবে৷

নতুন আইনটিতে ক্যানাডার অভিবাসন আইন অনুসরণ করা হয়েছে৷ ফলে প্রার্থীরশিক্ষাগত যোগ্যতা, বয়স, ভাষাগত দক্ষতা, ‘আর্থিক নিরাপত্তা', কোম্পানির কাছ থেকে পাওয়া ‘জব অফার' ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷

জেডএইচ/এসিবি (ফ্রাংকফুর্টার আলগেমাইনে, এএফপি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ