1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নব্য-নাৎসিদের দমনে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার

২০ জানুয়ারি ২০১২

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসেও জার্মানিতে নব্য-নাৎসিদের তৎপরতা কমানো যায় নি৷ এবার জার্মান সরকার বেশ কিছু পদক্ষেপের সাহায্যে তাদের নির্মূল করার প্রচেষ্টা শুরু করেছে৷

কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে নব্য-নাৎসিদের যাবতীয় খবরাখবর রাখা হবেছবি: AP

একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসেও জার্মানিতে নব্য-নাৎসিদের তৎপরতা কমানো যায় নি৷ এবার জার্মান সরকার বেশ কিছু পদক্ষেপের সাহায্যে তাদের নির্মূল করার প্রচেষ্টা শুরু করেছে৷

জার্মানিতে আইন-শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় এদেশের ফেডারেল কাঠামো৷ ফেডারেল ও রাজ্য স্তরে এতগুলি কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, যে তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় বা সহযোগিতা মোটেই সহজ কাজ নয়৷ কিন্তু কেন্দ্র-রাজ্য সম্পর্ক বেশ স্পর্শকাতর বিষয়৷ তাই রাতারাতি কোনো আমূল পরিবর্তনও সম্ভব নয়৷ তবে সম্প্রতি সুইকাউ শহরে এক বিস্ফোরণের জের ধরে জার্মানিতে নব্য-নাৎসিদের তৎপরতার যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, তার পর রাজনীতি জগতের পক্ষে আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়৷ নানা পদক্ষেপের পাশাপাশি এবার এক কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নব্য-নাৎসিদের সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য জমা থাকবে৷ যে কোনো কর্তৃপক্ষ সেই তথ্যভাণ্ডার ঘেঁটে দেখতে পারবে৷ এমনকি আরও তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে পারবে৷ এই পরিকাঠামো ভবিষ্যতে নব্য-নাৎসিদের মোকাবিলা করতে কাজে লাগবে বলে সরকারের বিশ্বাস৷

অতীতের উদ্যোগ

এই উদ্যোগ সম্পূর্ণ নতুন নয়৷ ২০০১ সাল থেকেই আলাদা আলাদা তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে, যেখানে সেই সব চরম দক্ষিণপন্থী ও চরম বামপন্থীদের নথিভুক্ত করা হয়েছে, যারা হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত৷ রাজনৈতিক কারণে যেসব বিদেশি জার্মানিতে অপরাধমূলক কার্যকলাপ চালিয়েছে, তাদেরও তালিকা রয়েছে৷ নব্য-নাৎসিদের নতুন তালিকার প্রসঙ্গে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হান্স পেটার ফ্রিডরিশ বলেন, ‘‘এই তথ্যভাণ্ডারে সব গোয়েন্দা সংস্থা ও পুলিশ হিংসাপরায়ন চরম দক্ষিণপন্থীদের সম্পর্কে তাদের যাবতীয় তথ্য জমা দিতে পারবে৷ সব কর্তৃপক্ষই এটা করতে বাধ্য হবে৷ আমার ধারণা, এভাবে আমরা সহজে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করতে পারবো৷''

লাইপজিগে নব্য-নাৎসিদের মিছিলছবি: AP

তথ্যভাণ্ডারের উপযোগিতা

কীভাবে কাজে লাগবে এই তথ্যভাণ্ডার? এর প্রবক্তারা বলছেন, চরম দক্ষিণপন্থী ও তাদের কাঠামো ঠিক সময়ে চিহ্নিত করার মধ্যেই তাদের মোকাবিলার চাবিকাঠি লুকিয়ে রয়েছে৷ গত বছরের নভেম্বর মাসে সুইকাউ শহরে বিস্ফোরণের জের ধরে নব্য নাৎসিদের যে দলটিকে চিহ্নিত করা গিয়েছিল, তারা বহু বছর ধরে গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা করেছিল৷ অথচ বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের অভাবে তাদের চিহ্নিত করা সম্ভব হয় নি৷

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় দপ্তরের পাশাপাশি ১৬টি রাজ্যে আলাদা শাখা রয়েছে৷ প্রত্যেকটি শাখাই স্বাধীনভাবে কাজ করে৷ পরস্পরের মধ্যে তথ্যের আদানপ্রদান করতে বাধ্য নয় তারা৷ এবার নব্য-নাৎসিদের ক্ষেত্রে সেই রীতির ব্যতিক্রম ঘটতে চলেছে৷ সকলকে বাধ্য হয়ে তথ্যের আদানপ্রদান করতেই হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যভাণ্ডারের উপযোগিতা সম্পর্কে আরও বলেন, ‘‘কার নাম এই তথ্যভাণ্ডারে স্থান পাবে? কোনো ব্যক্তি সন্ত্রাসবাদী বা অপরাধমূলক সংগঠনের সদস্য – এমন সন্দেহ করার স্পষ্ট কারণ যদি থাকে, অথবা অপরাধী বা আসামি হিসেবে তার নাম যদি পুলিশের খাতায় উঠে থাকে, তার সম্পর্কে সব তথ্য এই ভাণ্ডারে জমা পড়বে৷ কোনো সন্দেহভাজন ব্যক্তির কাছে যদি অস্ত্র, বিস্ফোরক অথবা বিপজ্জনক কোনো উপকরণ পাওয়া যায়, তাদের নামও এই তালিকায় স্থান পাবে৷ আমরা সেই সব চরম দক্ষিণপন্থীদের নামও তথ্যভাণ্ডারে রাখতে চাই, যারা নিজেরা হিংসাত্মক না হলেও হিংসার ডাক দিয়ে থাকে বা তাতে মদত দেয়৷ অর্থাৎ যারা নেপথ্যে থাকবে, তারাও রেহাই পাবে না৷''

জার্মানির অপরাধ দমন দপ্তরের প্রধান ইয়র্গ সিয়ার্কেও এই তথ্যভাণ্ডারকে উগ্র দক্ষিণপন্থী ভাবধারার বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন৷ ২০১১ সালের ডিসেম্বর মাস থেকেই তাঁর দপ্তরের এক বিশেষ সেল উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে৷ নতুন তথ্যভাণ্ডার এই সেল'এর জন্য অত্যন্ত জরুরি হবে বলে মনে করেন সিয়ার্কে৷ তাঁর মতে, সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিদিন নতুন তথ্য পেলে তাদের মোকাবিলার কাজও সহজ হয়ে যাবে৷ তাদের বাসস্থান, গতিবিধি, কার্যকলাপ সম্পর্কে ঠিক সময় খবর পেলে তাদের সনাক্ত করাও সহজ হবে৷

সমালোচনার সুর

জার্মানিতে তথ্য সংরক্ষণের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর৷ বিরোধী বামপন্থী দল ‘ডি লিংকে' এর মধ্যেই নব্য-নাৎসি তথ্যভাণ্ডারের অপব্যবহার সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছে৷ তাদের মতে, আইন-শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত সব কর্তৃপক্ষ এতকাল উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাস দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷ এবার মৌলিক অধিকার সঙ্কুচিত করে তাদের এই তথ্যভাণ্ডারের প্রয়োজন হয়ে পড়েছে৷ তবে সংসদ আপাতত ২০১৬ সাল পর্যন্ত এই তথ্যভাণ্ডারের মেয়াদ স্থির করে দিয়েছে৷ তার পর এর সাফল্য সহ বিভিন্ন বিষয় নতুন করে খতিয়ে দেখে মেয়াদ বাড়ানো হতে পারে৷

প্রতিবেদন: মার্সেল ফ্যুর্স্টেনাউ / সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ