1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নাচে-গানে শুরু হয়ে গেল ‘কার্নিভাল’

১১ নভেম্বর ২০১১

১১-১১-১১ অর্থাৎ ১১ই নভেম্বর বেলা ১১টা বেজে ১১ মিনিট৷ ২০১১ সালের এ দিনটিতেও ঠিক এই সময়ে শুরু হয়ে গেল রাইন অঞ্চলে কার্নিভালের মরশুম৷ যা একেবারে তুঙ্গে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে এক বর্ণাঢ্য, দীর্ঘ শোভাযাত্রার মধ্য দিয়ে৷

ছবি: Fotolia/Lisa F. Young

রাইন নদীর তীর ঘেঁসা প্রধান তিনটি শহর – কোলন, ডুসেলডর্ফ আর মাইনৎস-এ এই ‘পঞ্চম' ঋতুর আগমন মানেই কার্নিভাল৷ আর কার্নিভাল মানেই নাচ-গান-পান৷ তার সঙ্গে আছে হৈহুল্লোড়, রংবেরং-এর পোশাক পরে নানা সাজ-সজ্জা, জম-জমাট সব সন্ধ্যা৷

তাই প্রতিবারের মতো এবারেও কার্নিভালের প্রথম এ দিনটায় কোলন শহরের প্রাচীন এলাকার ‘হয়মার্কট'-এ উপস্থিত হয় নানা বয়সের, নানা সাজের মানুষ৷ যাদের নানা রঙের এবং ঢঙের পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়৷ দেখা যায় কার্নিভালে প্রচলিত গানের তালে তালে নাচতেও৷ কেউ খরগোশ, কেউ পরি, কেউ ডাক্তার, হরিণ, কেউ বা মৌমাছি৷ আবার কারো কারো পরনে আরো চমকপ্রদ পোশাক৷ এই যেমন ডাকাত বা ভূতের সাজ৷ সব মিলিয়ে আমোদ আর আনন্দের ঢালাও ব্যবস্থা৷

নানা বয়সের মানুষকে নানা রঙের এবং ঢঙের পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়...ছবি: picture-alliance/dpa

তবে শুধু কোলন নয়, ড্যুসেলডর্ফ আর মাইনৎস শহরেও ঐ একই সময় শুরু হয় কার্নিভালের এই আনন্দঘন ঋতু৷ আর এই মরশুমে ১১ই নভেম্বর থেকেই অসংখ্য ক্লাব ও সংস্থা নাচ, কমেডি শো এবং নানা স্বাদের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করে৷ কোলনে কার্নিভালের চূড়ান্ত পর্বে, মানে ফেব্রুয়ারি মাসের ‘রোজেন মোনটাগ' বা ‘গোলাপি সোমবার'-এ উপস্থিত হয় দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ৷ তাদের উপস্থিতিতে শহরের প্রধান প্রধান রাস্তায় চলে দীর্ঘ শোভাযাত্রা৷ অপেক্ষমান দর্শকদের দিকে ছুঁড়ে দেওয়া হয় চকলেট, লজেন্স, ফুল, সুগন্ধী ও আরো নানা রকমের উপহার৷ যা ব্যস্ত হাতে কুড়িয়ে নেয় ছেলে-বুড়ো-মেয়ে-পুরুষ সকলেই৷

‘কোলন আলাফ’ বলে আজও হয়মার্কট-এ উল্লাস করে ওঠে উপস্থিত জনতা...ছবি: dapd

অবশ্য শুধু রাস্তা-ঘাটই নয়, এ মরশুমে রাইন নদীর ধারের প্রায় প্রতিটি শহরের দোকানপাটই ভরে ওঠে নানা রকম পোশাক-আশাকে৷ ‘গোলাপি সোমবার'-এর তিন-চারদিন আগে থেকেই ভরা থাকে পানশালা, রেস্তোরাঁগুলো৷ নাচের আসরও বসে নানা জায়গায়৷ ঐ কটা দিন ট্রাম-বাসে যেন তিল ধারনের জায়গা থাকে না৷

প্রসঙ্গত, জার্মানিতে সেই ১৮২৩ সালে কার্নিভালের প্রথম শোভাযাত্রার আয়োজন করেছিল কোলনের বাসিন্দারা৷ এর দু'বছর পর ড্যুসেলডর্ফ শহরও শুরু করে এই আয়োজন৷ আর ১৮৩৬ সালে অন্যদের দেখাদেখি মাইনৎস শহরেও শুরু হয় এই উৎসব৷ আর এবার তা শুরু হলো শতাব্দীর এই বিশেষ দিনে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ