1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপদ জীবনের আশায় রিয়ামনি

এস্থার ফেলডেন/আরাফাতুল ইসলাম১৮ জুলাই ২০১৬

বাংলাদেশে ক্রমাগত হত্যার হুমকি এবং ধর্ষণের শিকার হয়ে এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হন সমকামী অ্যাক্টিভিস্ট রিয়ামনি চিশতি৷ বর্তমানে রাজনৈতিক আশ্রয়ের অপেক্ষায় থাকা এই অ্যাক্টিভিস্ট সমকামীদের অধিকার রক্ষায় কাজ করে যেতে চান৷

Bangladesh Homosexuell Aktivist Riamoni Chisty
ছবি: DW/A. Islam

নিরাপদ জীবনের আশায় রিয়ামনি

02:50

This browser does not support the video element.

জার্মানির কোলন শহর বেশ পছন্দ করেন রিয়ামনি চিশতি৷ তাঁর এক পুরনো বন্ধু এই শহরে থাকেন৷ জার্মানিতে আসার পর তাই কিছুদিন বন্ধুর সঙ্গেই কাটিয়েছেন তিনি৷ ভবিষ্যতেও এখানে থাকতে চান তিনি, কেননা শহরটি সমকামীদের জন্য আদর্শ, মনে করেন তিনি৷

রিয়ামনি যখন জার্মানিতে আশ্রয় খুঁজছেন, তখন বাংলাদেশে তাঁর সতীর্থ অ্যাক্টিভিস্টরা আত্মগোপনে চলে গেছেন৷ কয়েকমাস আগে দুই সমকামী অ্যাক্টিভিস্ট খুন হওয়ার পর বাকিরা প্রায় সবাই অনলাইন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন৷ এমনকি গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিরাপদ বোধ করছেন না তারা৷

কোলনে রুবিকন নামক একটি সংগঠনে নিয়মিত যাতায়াত আছে রিয়ামনির৷ সংগঠনটি সমকামীদের অধিকার নিয়ে কাজ করে৷ তিনি সেখানে অন্যান্য দেশের অ্যাক্টিভিস্টদের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে রিয়ামনি জানিয়েছেন, বাংলাদেশে সমকামীদের দুর্দশার কথা, তাদের সহায়তায় নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা৷ পুরো সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন এখানে

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ