1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপদে পরমাণু বর্জ্য মজুত

১৯ আগস্ট ২০১৯

পরমাণু বিদ্যুতের সুবিধা ও ঝুঁকি নিয়ে বিতর্কের শেষ নেই৷ কিন্তু জার্মানির মতো দেশ এই জ্বালানি ত্যাগ করেও তেজস্ক্রিয় বর্জ্যের সমস্যা এড়াতে পারছে না৷ এ ক্ষেত্রে নানারকম প্রচেষ্টা চলছে৷

Deutschland - Streit um Mülltonnen
ছবি: picture-alliance/blickwinkel/G. Czepluch

২০২৭ সাল থেকে জার্মানির এক পরিত্যক্ত লোহার খনিতে তেজস্ক্রিয় পরমাণু বর্জ্য মজুত করা হবে৷ তখন সিমেন্টের প্রাচীর দিয়ে বিশাল সুড়ঙ্গপথ বন্ধ করে দেওয়া হবে৷ তার মধ্যে তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষয় হবে৷ এই পরিকল্পনা অনুযায়ী, জার্মানির সালৎসগিটার শহরের কাছে চূড়ান্ত এই আধারে ৩ লক্ষ বছরের জন্য তেজস্ক্রিয়তা বশে আনা হবে৷

জার্মানিতে এখনো ৭টি সক্রিয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে৷ ৬০ বছরেরও বেশি সময় ধরে পরমাণু বর্জ্য জমা হচ্ছে৷ সেগুলি নিরাপদে মজুত রাখতে হবে৷ কয়েকশো মিটার পুরু মাটির স্তরের নীচে ইঞ্জিনিয়াররা সংরক্ষণের জন্য এমন কামরা তৈরি করছেন, যেগুলি বহুকাল শুকনা থাকবে৷ এখানে শুধু নিম্ন ও মাঝারি মাত্রার তেজস্ক্রিয় উপকরণ জমা রাখা হবে৷ তার একটা বড় অংশ বাতিল হয়ে যাওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে৷ এমন সব কামরায় বর্জ্যের আধার রাখা হবে৷ তারপর সিমেন্ট দিয়ে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে৷

বৃষ্টি বা ভূগর্ভস্থ পানি সেই কামরায় প্রবেশ করলে সেটা বড় বিপদের কারণ হবে৷ তখন তেজস্ক্রিয়তা বেরিয়ে এসে মাটির মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷ এই উদ্যোগের টেকনিক্যাল ম্যানেজার টোমাস লাউচ বলেন, ‘‘ভূগর্ভস্থ পানি যাতে খনিতে প্রবেশ না করে অথবা খনির দূষিত অংশ যাতে পানিতে মিশে না যায়, এর মাধ্যমে তা নিশ্চিত করা হচ্ছে৷ ''

২০২৭ সালের মধ্যে কাজ শেষ করতে হবে৷ সুড়ঙ্গ খনন যন্ত্র মাটি খুঁড়ে চলেছে৷ মাটি যেহেতু সরে যাচ্ছে, তাই উপরে সংযোজক লাগানো হয়েছে৷ মাটির নীচের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস৷ সুড়ঙ্গের দেওয়ালে শটক্রিট বা কংক্রিটের স্প্রে করা হয়েছে৷ গোটা সংরক্ষণাগারের ব্যয় ৪২০ কোটি ইউরো ছুঁতে পারে৷ এর মধ্যে ৬০ শতাংশ পরমাণু শিল্প ও বাকিটা জার্মানির করদাতারা বহন করছেন৷

জার্মানির পরমাণু বর্জ্য সংরক্ষণাগার

04:14

This browser does not support the video element.

এই কর্মকাণ্ড শুধু নিম্ন ও মাঝারি মাত্রার বর্জ্যের মধ্যে সীমিত থাকবে৷ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আনা উচ্চ মাত্রার তেজস্ক্রিয় জ্বালানির রড রাখার জায়গা খোঁজা আরও কঠিন কাজ হবে৷ টোমাস লাউচ বলেন, ‘‘এ ক্ষেত্রে ফিনল্যান্ড অনেক এগিয়ে রয়েছে৷ তারা ৩ থেকে ৪ বছরের মধ্যে একটি সংরক্ষণাগার চালু করতে চলেছে৷ উচ্চ মাত্রার বর্জ্যের চূড়ান্ত সংরক্ষণাগার তৈরি করছে তারা৷''

লাউচ ফিনল্যান্ডের সংরক্ষণাগার সম্পর্কে অনেক খবর রাখেন৷ সেখানে কাজ প্রায় শেষ হয়ে গেছে৷ কয়েক বছরের মধ্যে বর্জ্য রাখা যাবে৷ এটা একটা বড় চ্যালেঞ্জ৷ ১০ লক্ষ বছরের জন্য নিরাপদে এমন বর্জ্য মজুত করা কি আদৌ সম্ভব? কারণ একমাত্র এতকাল পরই উচ্চ মাত্রার বর্জ্যের পুরোপুরি ক্ষয় হতে পারে৷

লাউচ ফিনল্যান্ডের ধাঁচেই জার্মানিতে সংরক্ষণাগার গড়ে তুলতে চান৷ সেটি ভূমিকম্প-নিরোধক হতে হবে৷ তাছাড়া যে কোনো সময়ে বর্জ্য আবার বার করে নেবার সুযোগ থাকতে হবে৷ টোমাস লাউচ মনে করেন, ‘‘অতীতের দিকে তাকালে তবেই ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ এই কনরাড খনির গভীরে ১৫ কোটি বছর ধরে খনিজ জমা হয়েছে৷ ফলে এই সময়কালের দিকে ফিরে তাকানো যায়৷ তার ভিত্তিতে পরের ১০ কোটি বছর সম্পর্কে ধারণা পাওয়া যায়৷''

আগামী ২০২২ সালের মধ্যে জার্মানিতে সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে৷ তারপর বিকল্প জ্বালানির পথে আরও অগ্রসর হওয়ার পাশাপাশি ১০ বছরের মধ্যে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য মজুত রাখার সঠিক জায়গা খুঁজে বার করতে হবে৷

উটে শ্নাইডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ