1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উচ্চশিক্ষা

২৬ সেপ্টেম্বর ২০১২

বর্তমানে বাংলাদেশি অনেক শিক্ষার্থী জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী৷ তাদের সহায়তায় এগিয়ে এসেছে জার্মানিতে বসবাসরত কয়েকজন বর্তমান ও সাবেক বাংলাদেশি শিক্ষার্থী৷

ছবি: bsaagweb.de

আদনান সাদেক৷ ২০০২ সালে জার্মানিতে এসেছিলেন উচ্চশিক্ষা নিতে৷ লেখাপড়া শেষে তিনি এখন চাকরি করছেন৷ তিনি সহ আরও কয়েকজন মিলে দেড় বছর আগে গঠন করেন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই এসোসিয়েশন ইন জার্মানি' বা বিএসএএজি৷ তাদের একটি ওয়েবসাইট রয়েছে, যার ঠিকানা http://bsaagweb.de/

জার্মানিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা এর সদস্য হচ্ছেন৷ এর মাধ্যমে তারা জানতে পারছেন নানান তথ্য৷ যেমন - জার্মানির শিক্ষাব্যবস্থা, লেখাপড়ার খরচ, জীবনযাপন পদ্ধতি, পড়ালেখা শেষে চাকরির সুবিধা কেমন ইত্যাদি৷ তবে আদনান জানালেন, ফেসবুকে তাদের যে গ্রুপ রয়েছে সেখানে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যাচ্ছে৷ ঐ গ্রুপের যারা সদস্য তারা সেই তথ্যগুলো জানতে পারছে৷ আর যারা ফেসবুকে নেই তারা যেন ওয়েবসাইট থেকে তথ্য পেতে পারে সেজন্য কিছু কিছু তথ্য ওয়েবসাইটেও দেয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘জার্মানিতে যারা পাঁচ দশ বছর ধরে রয়েছেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন৷ ফেসবুকে এ ধরণের প্রায় ৭০ থেকে ১০০টির মতো ডকুমেন্ট রয়েছে৷''

Week 29/12 LS1-Campus - MP3-Mono

This browser does not support the audio element.

আদনান বলেন, ‘‘কেউ তাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে চাইলে তাকে আগে ‘অনুরোধ' পাঠাতে হবে৷ এরপর আমরা তার তথ্য যাচাই করে দেখবো৷ সেটা সন্তোষজনক হলে তাকে সদস্য করে নেয়া হবে৷ এরপর সে ফেসবুকে বিভিন্ন প্রশ্ন করতে পারবে৷ আমরা তার উত্তর দেয়ার চেষ্টা করবো৷''

এছাড়াও জার্মানিতে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে চ্যাটিং এর ব্যবস্থাও করে থাকেন আদনান ও তাঁর সহকর্মীরা৷ তিনি বলেন, ‘‘প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় যে কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন৷ সেখানে গিয়ে চ্যাটিং রুমে ঢুকলেই আমাদের পাওয়া যাবে৷ এর মাধ্যমে যে কেউ আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে৷ যাদের অডিও ব্যবস্থায় সমস্যা রয়েছে তাদের জন্য টেক্সটেরও ব্যবস্থা আছে৷''

আদনান বলেন, তারা বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন৷ সেখানে তারা সেমিনার করে শিক্ষার্থীদের জার্মানি সম্পর্কে ধারণা দেবেন৷

তিনি বলেন, অ্যামেরিকার গ্রিন কার্ডের মতো জার্মানিতে ব্লু কার্ড চালু হতে যাচ্ছে৷ এছাড়া, আগে কোনো বিদেশিকে জার্মানিতে স্থায়ীভাবে থাকার সুযোগের জন্য বছরে যে বেতন পেতে হতো সেটার পরিমাণও অনেকখানি কমিয়ে আনা হচ্ছে৷ বিশেষ করে তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের জন্য আয়ের যে সীমা নির্ধারণ করা হচ্ছে, সেটা আগের চেয়ে অনেক কম৷ তাই এই বিষয়ে পড়তে ইচ্ছুকদের সংখ্যা দিনদিন বাড়ছে৷

আদনান ছাড়াও এই কাজে সংশ্লিষ্ট আছেন আখেনের রাশেদুল হাসান ও আসিফ আখতার, ডার্মস্টাডের সুজয় পাল, মিউনিখের আরেফিন বিদ্যুৎ, ভুর্ৎসবুর্গের তানভীর রহমান ও কাইজার্সলাউটার্নের নয়ন ধর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ