1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পড়তে ইচ্ছুকদের কিছু প্রশ্নের উত্তর

১৯ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে ইংরেজি চালু আছে এমন কোনো দেশ৷ যেমন অ্যামেরিকা, ইংল্যান্ড, ক্যানাডা বা অস্ট্রেলিয়া৷

জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি ছাত্রছাত্রীদের সংখ্যা কম নয়ছবি: dpa

এসবের বাইরে ইউরোপের দেশগুলোও পছন্দের তালিকায় দেখা যাচ্ছে ইদানিং৷ এর মধ্যে জার্মানি অন্যতম৷ কারণ কয়েক বছর হলো জার্মান ভাষা ছাড়াও ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা যাচ্ছে বিভিন্ন বিষয়ে৷ বিশেষ করে ডাক্তারি, প্রকৌশল, কৃষি কিংবা বিজ্ঞানের কোনো বিষয়ে পড়াশোনা করা যায় ইংরেজি মাধ্যমে৷ তবে সামাজিক ও কলা বিভাগের বেশিরভাগ বিষয় এখনো জার্মান ভাষায় পড়ানো হয়৷

বন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন মারুফ মল্লিক৷ এর আগে তিনি স্নাতকোত্তর করেছেন সুইডেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে৷ তার কাছে জানতে চেয়েছিলাম জার্মানির পড়াশোনা সম্পর্কে৷ তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পড়াশোনার ব্যবস্থা সবদেশে মোটামুটি একইরকম৷ তবে জার্মানিতে শিক্ষার্থী হিসেবে কিছু সুবিধা পাওয়া যায়৷ যেমন নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের সব শিক্ষার্থীকে একটা বিশেষ পরিবহন টিকিট দেয়া হয় যেটা দিয়ে রাজ্যের যে কোনো জায়গায় যাওয়া যায় বিনামূল্যে৷ এছাড়া স্টুডেন্ট ডরমিটরিগুলোতে বিনামূল্যে পাওয়া যায় ইন্টারনেট সুবিধা৷ তিনি বলেন, টাকার অংকে ফেললে হয়তো এগুলো তেমন বড় কিছু নয়৷ তবে একজন শিক্ষার্থী যে কিনা নিজের পয়সায় লেখাপড়া করছে তার কাছে সেটাই অনেক বড়৷ এছাড়া তাঁর কাছে সুইডেনের তুলনায় জার্মানিতে বাসা ভাড়াও কম মনে হয়েছে৷ অর্থাৎ সব মিলিয়ে জার্মানিতে জীবনযাত্রার খরচ কিছুটা কমই মনে হয়েছে মারুফের কাছে৷

আরেকটা যে বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের পার্ট-টাইম চাকরি খুঁজে দেয়ার ব্যবস্থা করা হয়৷ তবে তার জন্য জার্মান ভাষাটা ভালোভাবে জানা থাকতে হবে৷ অর্থাৎ পড়াশোনার জন্য জার্মান ভাষা দরকার না হলেও পার্ট-টাইম চাকরি পেতে হলে ভাষাটা জানতে হবে৷

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বিদেশি ছাত্রছাত্রীরাছবি: picture-alliance/dpa

জার্মানিতে চাকরি

এরপর তার কাছে জানতে চেয়েছিলাম জার্মানির চাকরির বাজার সম্পর্কে৷ অর্থাৎ লেখাপড়া শেষে জার্মানিতেই চাকরি পাওয়ার কোনো সুযোগ থাকে কিনা সে সম্পর্কে৷ মারুফ বললেন, ‘‘আমি যতটুকু জানি, লেখাপড়া শেষে বিদেশি শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেয় জার্মানি৷ কারণ অনেক ক্ষেত্রে এখনো প্রায় বিনামূল্যেই পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা৷ অর্থাৎ তাদের  পেছনে প্রচুর অর্থ খরচ করে জার্মান সরকার৷ তাই তারা চায় সেই শিক্ষাটা যেন জার্মানিরই কাজে লাগে৷''

এছাড়া মারুফ বলেন জার্মানি সহ ইউরোপের অনেক দেশে দক্ষ কাজের লোকের অভাব রয়েছে৷ তাই অদূর ভবিষ্যতে এমনিতেও প্রচুর দক্ষ লোক লাগবে৷ তিনি বলেন, ‘‘এসব দেশের মানুষের গড় আয়ু বাড়ছে৷ মানে পেনশনভোগীদের বেশি করে পেনশন দিতে হচ্ছে৷ আর অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়া সেই তুলনায় বাড়ছে না তরুণদের সংখ্যা৷ অর্থাৎ করদাতাদের সংখ্যা৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ