1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

৯ জানুয়ারি ২০২৫

জার্মানিতে পাঁচ লাখ ৩১ হাজার ৬০০ মানুষের স্থায়ী আবাসন নেই বলে জানিয়েছে আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়৷ দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

Deutschland I Obdachlose in München
জার্মানির প্রায় সর্বত্রই গৃহহীন মানুষ দেখা যায় (ফাইল ফটো)ছবি: Peter Kneffel/picture alliance

গৃহহীনদের মধ্যে চার লাখ ৩৯ হাজার ৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল৷ আর ৬০ হাজার ৪০০ জন গৃহহীন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন৷ বাকি গৃহহীনেরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন৷ এই তথ্যগুলো গতবছর জানুয়ারির শেষে নেওয়া৷ 

২০২২ সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়৷ সেই সময় গৃহহীনের সংখ্যা ছিল দুই লাখ ৬৩ হাজার৷ অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুন হয়েছে৷ তবে মন্ত্রণালয় বলছে, প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল৷ এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ৩৬ হাজার ইউক্রেনীয় শরণার্থীরা অন্তর্ভুক্ত আছেন৷ বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন৷ এই ইউক্রেনীয়রা প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন৷

আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিৎস জানান, গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে৷ ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি৷ মন্ত্রী বলেন, ‘‘সাশ্রয়ী মূল্যের আরো আবাসন তৈরি করতে এবং গৃহহীনদের জন্য নিজস্ব বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব করতে জার্মানি ২০২৮ সালের মধ্যে সামাজিক আবাসনে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে৷''

গত বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রতি রাতে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ‘ইউরোপিয়ান ফেডারেশন অফ ন্যাশনাল অর্গ্যানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য হোমলেস'৷

জেডএইচ/এসিবি (এএফপি, ইপিডি, রয়টার্স)

লন্ডনে অসহায় মানুষদের ‘হোম কিচেন’

04:30

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ