1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাটজাত পণ্যের ভালো বাজার

১৪ আগস্ট ২০১২

জার্মানিতে পাটজাত পণ্যের বেশ সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী৷ এছাড়া পাটের বাজারজাতকরণ বাড়ানোর জন্য বিদেশ সফররত এই মন্ত্রী জানান, বেড়েছে বিদেশে বাংলাদেশি পাটের রপ্তানিও৷

ছবি: picture-alliance/ dpa

লতিফ সিদ্দিকী জানান, তাঁর এই সফরে তিনি কেনিয়া, রুয়ান্ডা এবং ফ্রান্সেও গিয়েছিলেন৷ ভারতে পাটের উৎপাদন হলেও বাংলাদেশের পাটই সবচেয়ে ভালো মানের এবং এজন্য এটিকে সোনালী আঁশ বলা হয়৷ এই পাটের বাজার আরও বাড়ানোর লক্ষ্যেই তিনি এই সফর করছেন৷

জার্মানিতে পাটের ভালো বাজার রয়েছে, এমন তথ্য দিয়ে তিনি বললেন, ‘‘জার্মানির বড় বড় গাড়ি কোম্পানির গাড়িগুলোর ভেতরের সবকিছু তৈরি হয় পাট দিয়ে৷ এছাড়া পরিবেশ বান্ধব মোড়ক ব্যবহারও এখানে অনেক বেশি৷ তাই পাটের একটি বড় বাজার রয়েছে এই দেশে৷''

‘আমরা এখন প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের চেষ্টা করছি’ছবি: picture-alliance/ dpa

জার্মানির একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে কথা হয়েছে তাঁর৷ এছাড়া জার্মানির সংশ্লিষ্ট মন্ত্রী বাংলাদেশ সফরে যেতে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী৷ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পাট খাতে অনেক উন্নয়ন হয়েছে৷ আমরা এখন প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের চেষ্টা করছি৷ শুরু করেছি পাট দিয়ে কাগজের মণ্ড তৈরির কাজও৷

বিগত সরকারের আমলের চেয়ে এখন অনেক বেশি পরিমাণ পাট রফতানি করা হচ্ছে বলে জানান বাংলাদেশের পাট মন্ত্রী৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ