1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাটজাত পণ্যের ভালো বাজার

১৪ আগস্ট ২০১২

জার্মানিতে পাটজাত পণ্যের বেশ সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী৷ এছাড়া পাটের বাজারজাতকরণ বাড়ানোর জন্য বিদেশ সফররত এই মন্ত্রী জানান, বেড়েছে বিদেশে বাংলাদেশি পাটের রপ্তানিও৷

ছবি: picture-alliance/ dpa

লতিফ সিদ্দিকী জানান, তাঁর এই সফরে তিনি কেনিয়া, রুয়ান্ডা এবং ফ্রান্সেও গিয়েছিলেন৷ ভারতে পাটের উৎপাদন হলেও বাংলাদেশের পাটই সবচেয়ে ভালো মানের এবং এজন্য এটিকে সোনালী আঁশ বলা হয়৷ এই পাটের বাজার আরও বাড়ানোর লক্ষ্যেই তিনি এই সফর করছেন৷

জার্মানিতে পাটের ভালো বাজার রয়েছে, এমন তথ্য দিয়ে তিনি বললেন, ‘‘জার্মানির বড় বড় গাড়ি কোম্পানির গাড়িগুলোর ভেতরের সবকিছু তৈরি হয় পাট দিয়ে৷ এছাড়া পরিবেশ বান্ধব মোড়ক ব্যবহারও এখানে অনেক বেশি৷ তাই পাটের একটি বড় বাজার রয়েছে এই দেশে৷''

‘আমরা এখন প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের চেষ্টা করছি’ছবি: picture-alliance/ dpa

জার্মানির একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে কথা হয়েছে তাঁর৷ এছাড়া জার্মানির সংশ্লিষ্ট মন্ত্রী বাংলাদেশ সফরে যেতে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী৷ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পাট খাতে অনেক উন্নয়ন হয়েছে৷ আমরা এখন প্লাস্টিকের বদলে পাট ব্যবহারের চেষ্টা করছি৷ শুরু করেছি পাট দিয়ে কাগজের মণ্ড তৈরির কাজও৷

বিগত সরকারের আমলের চেয়ে এখন অনেক বেশি পরিমাণ পাট রফতানি করা হচ্ছে বলে জানান বাংলাদেশের পাট মন্ত্রী৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ