1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পারিবারিক নীতিমালা

রাইনা ব্রয়ার/আরবি৮ জুলাই ২০১৩

দ্রুত রান্না সেরে নেন ইসাবেল গ্রোনাক ভালৎস৷ মেনুতে রয়েছে ডিম পোচ ও শাক৷ সেই সাথে সেদ্ধ আলু৷ কাপড় বদলানোর সময় নেই৷ তিন সন্তানের মা ইসাবেল বলেন, ‘‘আমরা, মানে আমার স্বামী এবং ছেলে-মেয়েরা দুপুরে একসঙ্গে খাওয়ার চেষ্টা করি৷’’

ছবি: Isabel Gronack-Walz

সামাজিক চিত্রটা অনেক বদলেছে

গত কয়েক বছরে জার্মানির সামাজিক চিত্রটা অনেক বদলেছে৷ মা-বাবা পেশা ও পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন৷ এদিক দিয়ে জার্মানি অন্যান্য শিল্পোন্নত দেশের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে৷ জন্মহার কমে যাচ্ছে৷ মেয়েরা চাকরির বাজারে বৈষম্যের শিকার হচ্ছেন৷ কর্মক্ষেত্রে নমনীয়তা দেখা যায় না৷ এক্ষেত্রে সরকারের তরফ থেকেও কার্যকরী সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না ৷

ইসাবেল গ্রোনাক ভালৎস প্রথম সন্তান জন্মের কয়েক মাস পর তাঁর স্বামীর সঙ্গে মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন৷ স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকায় নিজের ইচ্ছামতো সময় ভাগ করে নিতে পারেন তিনি৷ যেমন, টিন এজের দুই মেয়ে দুপুরের পর জুডো ও বেহালা শিখতে গেলে বাবা-মা কাজ করেন তখন৷ পাঁচটার সময় ছোট ছেলে ইউলিসকে ‘ডে স্কুল' থেকে নিয়ে আসা হয়৷ তারপর রান্না-বান্না ও খাওয়া-দাওয়া হয়৷ ইউলিসকে বই পড়ে শোনাতে হয়৷ এইভাবেই দিনটি শেষ হয়ে যায়৷

রান্না করছেন ইসাবেল গ্রোনাক ভালৎসছবি: DW/R. Breuer

জার্মানিতে জন্মহার অনেক কম

তিন সন্তানের পরিবার জার্মানিতে খুব কমই দেখা যায়৷ নারী-পুরুষ বাচ্চা নেওয়ার ব্যাপারে দু'বার চিন্তা করেন৷ জার্মানিতে এখন একজন নারী গড়ে ১.৩৬ বাচ্চার জন্ম দেন৷ ইউরোপের অন্য কোনো দেশে এত কম বাচ্চার জন্ম হয় না৷ রাজনীতিকরা এ ব্যাপারে উদ্বিগ্ন এবং পরিস্থিতির পরিবর্তনে সচেষ্ট হচ্ছেন৷ কিন্তু বাচ্চাদের দেখাশোনা ও মেয়েদের পেশাজগতে ফিরে আসার ব্যাপারে একমত হতে পারছেন না৷ এমনকি একই রাজনৈতিক দলের ভেতরে রয়েছে মতানৈক্য৷

ছেলেকে কিন্ডারগার্টেন থেকে আনতে গেছেনছবি: DW/R. Breuer

ঠিক একই ভাবে সরকারের তরফ থেকে পরিবারের জন্যে যে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে জানানো হচ্ছে, তাতেও পরস্পর বিরোধী অবস্থান লক্ষ্য করা যায়৷ একদিকে সন্তানের লালন-পালনের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ যাতে মায়েরা পুরোপুরি সংসার ও সন্তানের দিকে মনোযোগ দিতে পারেন৷ চাকরি ছেড়ে দিতে উৎসাহিত হন৷ অন্যদিকে, সন্তান জন্মানোর আগে বা পরে শুধু মা নন, বাবাও যাতে ছুটি নিতে পারনে, তার জন্য ‘পেরেন্টাল লিভ'-এর প্রবর্তন করা হয়েছে৷ যাতে কর্মজীবী মায়েদের পক্ষে ক্যারিয়ার সত্ত্বেও সন্তান লালন-পালন করা সহজ হয়৷

পেশা ও ক্যারিয়ারে সমন্বয় সহজ নয়

‘‘আমি বুঝতে পারি, মেয়েরা কেন বাচ্চা না নিয়ে ক্যারিয়ার গড়তে চান৷ কেননা এই দুইয়ের মাঝে সমন্বয় করা সহজ নয়৷ আমি মিডিয়া নিয়ে পড়াশোনা করেছি৷ কিন্তু তখনই বুঝতে পেরেছিলাম ক্যারিয়ার গড়তে গেলে বাচ্চা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়৷ পেশা ও পরিবার এই দুটির কোনোটাই ঠিকমতো উপভোগ করতে পারবো না'', বলেন ইসাবেল গ্রোনাক ভালৎস৷

ছেলের সঙ্গে ইসাবেলছবি: DW/R. Breuer

পেশাজীবী মায়েদের এক সংঘের প্রধান কর্নেলিয়া শ্পাখটহলৎস এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়ে বলেন, সন্তানকে ক্যারিয়ারের প্রতিবন্ধকতা বলে মনে করা হয়৷ ‘‘আমাদের দেশে বাচ্চাদের স্বাগত জানানোর সংস্কৃতি গড়ে ওঠেনি৷'' ছেলে-মেয়েদের বড় করার দায়িত্ব শুধু মা-বাবার নয়, গোটা সমাজের৷ কিন্তু কর্মপ্রতিষ্ঠানগুলিতে লক্ষ্য করা যায় একই পদের জন্য তুলনামূলকভাবে বেশি যোগ্য নারী প্রার্থী থাকলেও পুরুষ প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয়৷ কেননা বাচ্চা হলে মেয়েরা ছুটি নিতে পারে এই চিন্তাটা নিয়োগদাতাদের মাথায় থাকে৷ বাস্তবিকই ‘পেরেন্টাল লিভ' মা-বাবা দু'জনের জন্য প্রযোজ্য হলেও সাধারণত মায়েরাই সন্তান জন্মের পর ছুটি নিয়ে থাকেন৷

ফ্রান্স ও স্ক্যান্ডিনেভিয়া এগিয়ে আছে

ফ্রান্স ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির দিকে দৃষ্টি দিলে দেখা যায়, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নানা রকম মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যা পরিবারকে কিছুটা চাপমুক্ত করতে পারে৷ জার্মানিতেও এই সব অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে৷ কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখা যায়৷

‘‘ফ্রান্সে এটা খুবই স্বাভাবিক যে মায়েরা চাকরি করতে যান৷ সমাজের কাছে তাদের জবাবদিহি করতে হয় না৷ ‘খারাপ মা' বলে কথা শুনতে হয় না তাদের৷ ফরাসিরা তো আমাদের জার্মানদের নিয়ে হাসে৷ কেননা এখানে বিশ্বাস করা হয় যে, মায়ের চেয়ে আর কেউ ভালোভাবে বাচ্চাদের দেখাশোনা করতে পারে না৷ ‘‘আমরা নিজেরাই নিজেদের ওপর চাপ সৃষ্টি করি৷ সব কিছু ভালোভাবে না পারলে নার্ভাস হয়ে পড়ি৷ পরিবার ও পেশা একসাথে চলতে পারে কিনা, এ নিয়ে চিন্তায় পড়ি৷ কিন্তু সবকিছুকেই সহজভাবে নেওয়া উচিত'', বলেন ইসাবেল গ্রোনাক ভালৎস৷

স্বামীর সঙ্গে ইসাবেলছবি: DW/R. Breuer

রূঢ় এক বাস্তবতা

সামাজিক চাপের পাশাপাশি রূঢ় এক বাস্তবতাও সন্তান নেওয়ার ইচ্ছাকে রাশ টেনে দেয়৷ আর তা হলো আর্থিক বিষয়টি৷ সন্তান যতই ভালোবাসার হোক না কেন, তাদের জন্য খরচও তে কম নয়! এই চিন্তাটা মাথায় থাকে অনেকের৷ ‘‘আর্থিক দিক দিয়ে আমাদের কিছুটা দেখে শুনে চলতে হয়৷ বাচ্চা না থাকলে এমনটি হতো না৷ কিন্তু সন্তানের বেলায় এত হিসাব নিকাশ করে চলা যায় না৷'' এই মন্তব্য ইসাবেলের স্বামী আন্ড্রেয়াস ভালৎস-এর৷

‘‘আমাদের প্রয়োজন সাহায্য ও সহযোগিতা৷ পরিস্থিতি অনুকূলে থাকলে জার্মানির মেয়েরাও সন্তান চাইবেন৷ আমরা তো বাচ্চা চাই৷ তারা যে আনন্দ বয়ে আনে'', বলেন তিন সন্তানের জননী ইসাবেল গ্রোনাক ভালৎস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ