পূর্ব জার্মানির ক্য়োটেন শহরের নিবন্ধন অফিসের সিন্দুক থেকে কয়েকশ পরিচয়পত্র ও পাসপোর্ট চুরি হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে৷ চোরেরা আঙুল স্ক্যান করার দুটি যন্ত্রও নিয়ে গেছে৷ কিছু ইউনিফর্মও খোয়া গেছে৷
বিজ্ঞাপন
চুরি যাওয়া পরিচয়পত্রগুলো ইতিমধ্যে ইলেকট্রনিক্যালি অকার্যকর করে দেয়া হয়েছে৷ শিগগিরই নতুন পরিচয়পত্রের ব্য়বস্থা করা হবে বলে জানানো হয়েছে৷
পরিচয়পত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও আঙুলের ছাপ থাকে৷
সাময়িক অসুবিধার জন্য় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন শহরের মেয়র ব্যার্ন্ড হাওশিল্ড৷ কিছু ইউনিফর্মও চুরি হয়েছে জানিয়ে তিনি নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন৷
মেয়র স্বীকার করেছেন, নিবন্ধন অফিসে অ্যালার্ম সিস্টেম ছিল না, সিন্দুকের উপর নজর রাখার জন্য় ক্যামেরািও ছিল না৷ ‘‘এতদিন পর্যন্ত তার প্রয়োজন পড়েনি,’’ বলে স্থানীয় মিতেলডয়েচ সাইটুং পত্রিকাকে জানিয়েছেন তিনি৷
ক্যোটেন শহরের অধিবাসীর সংখ্যা প্রায় ২৭ হাজার৷ বিখ্যাত কম্পোজার ইয়োহান সেবাস্টিয়ান বাখ একসময় সেখানে বাস করতেন৷
জেডএইচ/কেএম (ডিপিএ, এএফপি)
২০১৮ সালের ছবিঘরটি দেখুন...
যেসব দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী
পাসপোর্ট ইনডেক্সের ডিসেম্বর ২০১৮-এর প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রতিবছর পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে থাকে৷ দেখুন তাদের বিচারে কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী৷
ছবি: www.passportindex.org
সংযুক্ত আরব আমিরাত
জার্মানিকে হটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাসপোর্ট৷ দেশটির পাসপোর্টধারীরা প্রাক-ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশে ভ্রমণ করতে পারবেন৷
ছবি: K. A. Banna
সিঙ্গাপুর
শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর৷
ছবি: picture-alliance/robertharding/G. Hellier
জার্মানি
গত বছরের শীর্ষস্থানধারী জার্মানি নেমে গেছে তৃতীয় স্থানে৷ সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্টধারীরা বিশ্বের ১৬৫ দেশে প্রাক-ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন৷
ছবি: Fotolia/m.schuckart
ডেনমার্ক
চতুর্থ অবস্থানে আছেন ডেনমার্ক৷ এরপর শির্ষ দশে আছে যথাক্রমে সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস৷
ছবি: Imago/Ritzau Scanpix
বাংলাদেশ ৯৫ , ভারত ৮৪ আর পাকিস্তান ১০৩ নম্বরে
৪০ পযেন্ট নিয়ে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে ৯৫তম স্থান৷ ভারতের অবস্থা কিছুটা ভালো৷ তাদের পযেন্ট ৫১, অবস্থান ৮৪তম৷ তবে শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তানের পাসপোর্টের কদর বাংলাদেশের পাসপোর্টের চেয়ে কম৷ ৩৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পাসপোর্ট পেয়েছে ৯৭তম স্থান, ৩১ পয়েন্ট নিয়ে পাকিস্তান ১০৩তম আর মাত্র ২৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের পাসপোর্ট রয়েছে একেবারে শেষে, ১০৬তম স্থানে৷