1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পাসপোর্ট, পরিচয়পত্র চুরি

১৪ জানুয়ারি ২০২১

পূর্ব জার্মানির ক্য়োটেন শহরের নিবন্ধন অফিসের সিন্দুক থেকে কয়েকশ পরিচয়পত্র ও পাসপোর্ট চুরি হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে৷ চোরেরা আঙুল স্ক্যান করার দুটি যন্ত্রও নিয়ে গেছে৷ কিছু ইউনিফর্মও খোয়া গেছে৷

Symbolbild Deutschland Grundgesetz Staatsangehörigkeit
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd

চুরি যাওয়া পরিচয়পত্রগুলো ইতিমধ্যে ইলেকট্রনিক্যালি অকার্যকর করে দেয়া হয়েছে৷ শিগগিরই নতুন পরিচয়পত্রের ব্য়বস্থা করা হবে বলে জানানো হয়েছে৷

পরিচয়পত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও আঙুলের ছাপ থাকে৷

সাময়িক অসুবিধার জন্য় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন শহরের মেয়র ব্যার্ন্ড হাওশিল্ড৷ কিছু ইউনিফর্মও চুরি হয়েছে জানিয়ে তিনি নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন৷

মেয়র স্বীকার করেছেন, নিবন্ধন অফিসে অ্যালার্ম সিস্টেম ছিল না, সিন্দুকের উপর নজর রাখার জন্য় ক্যামেরািও ছিল না৷ ‘‘এতদিন পর্যন্ত তার প্রয়োজন পড়েনি,’’ বলে স্থানীয় মিতেলডয়েচ সাইটুং পত্রিকাকে জানিয়েছেন তিনি৷

ক্যোটেন শহরের অধিবাসীর সংখ্যা প্রায় ২৭ হাজার৷ বিখ্যাত কম্পোজার ইয়োহান সেবাস্টিয়ান বাখ একসময় সেখানে বাস করতেন৷

জেডএইচ/কেএম (ডিপিএ, এএফপি)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ