1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পুলিশের গুলিতে ছুরি হামলার সন্দেহভাজন নিহত

১৭ মার্চ ২০২৫

পুলিশের দিকে ছুরি হাতে এগিয়ে আসা এক ব্যক্তিকে গুলি করার কথা জানিয়েছে জার্মান পুলিশ৷ গুলিবিদ্ধ ওই ব্যক্তি পরে মারা যান৷ গত কয়েকদিনের মধ্যে জার্মান পুলিশের কাউকে গুলি করার দ্বিতীয় ঘটনা এটি৷

জার্মানির কোলোনে পুলিশের অভিযান
এক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পুলিশ হত্যার দ্বিগুণ হয়েছে (ফাইল ছবি: সেপ্টেম্বর ২০২৪)ছবি: IMAGO/Panama Pictures

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের হের্নে শহরে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিছুরি হাতে পুলিশের উপর হামলা চালিয়েছিলেন বলে দাবি করা যাচ্ছে৷  

জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৫১ বছর এবং তিনি সকালে ছুরি হাতে তার প্রতিবেশীকে হেনস্থা করেছিলেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি তার জানালা দিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়েছিলেন, আর তাতে গ্লাস ভেঙ্গে যায় বলে জানা গেছে৷  

পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির ঘরে প্রবেশ করলে তিনি তাদের দিকে ছুরি হাতে ছুটে আসেন৷ তখন তাকে গুলি করে পুলিশ সদস্যরা৷

গুলিতে আহত ওই ব্যক্তিকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি৷

জার্মানিতে ছুরি এবং পুলিশের গুলি

ডর্টমুন্ডে আরেক ঘটনায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পরই এই ঘটনা ঘটলো৷

চলতি বছর আরো দুটি ছুরি হামলার ঘটনা ঘটেছে৷ গতমাসে বার্লিনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং জানুয়ারিতে বাভারিয়ায় প্রাণঘাতি হামলা হয়৷ 

জার্মানিতে এ ধরনের হামলার বেশ কিছু ঘটনা রাজনীতিতেও প্রভাব বিস্তার করছে৷ বড় রাজনৈতিক দলগুলো এই ঘটনাগুলোর কথা উল্লেখ করে অপরাধ দমনে তাদের কড়া নীতির প্রচার চালিয়েছে৷

একই সময়ে পুলিশি সহিংসতাও নাটকীয়ভাবে বেড়েছে৷ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পুলিশের গুলিতে নিহতের সংখ্যা গত কয়েকবছরে বেশ বেড়েছে৷

এআই/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য