1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

৫ সেপ্টেম্বর ২০২৪

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷
সন্দেহভাজন অপরাধীর কাছে পুরনো একটি রাইফেল ছিলছবি: Simon Sachseder/dpa/picture alliance

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি অস্ট্রিয়ার নাগরিক৷ ১৮ বছর বয়সি ঐ ব্যক্তির কাছে পুরনো একটি রাইফেল ছিল৷ 

জার্মানিতে বেড়েছে অপরাধ

01:54

This browser does not support the video element.

মিউনিখ শহরের কেন্দ্রে অবস্থিত কারোলিনেনপ্লাৎস এলাকায় ঘটনাটি ঘটে৷ ঐ এলাকায় ইসরায়েলি কনসুলেট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ একটি মিউজিয়াম অবস্থিত৷

হেয়ারমান জানান, সম্ভবত ইসরায়েলি কনসুলেটে হামলার পরিকল্পনা করা হয়েছিল৷

১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর মিউনিখ অলিম্পিক চলার সময় ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় ইসরায়েলের ১১ জন অ্যাথলিট মারা যান৷ সেই হামলার বার্ষিকীর দিন বৃহস্পতিবার মিউনিখে এই ঘটনা ঘটলো৷

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় কনসুলেট বন্ধ ছিল এবং এই ঘটনায় কোনো কর্মীর কোনো সমস্যা হয়নি৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷

মিউনিখের ঘটনা নিয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হ্যারৎসোগের মধ্যে কথা হয়েছে৷ এই সময় মিউনিখ পুলিশকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রেসিডেন্ট৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ