1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পেনশনভোগীদের জন্য সুখবর

১ জুলাই ২০২০

জার্মানির পেনশনভোগীদের মানি ব্যাগ ভারি হচ্ছে, মূল্য সংযোজন কর কমছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে৷ ১ জুলাই, অর্থাৎ বুধবার থেকেই কার্যকর হয়েছে সব৷

জার্মানির পেনশনভোগীদের মানি ব্যাগ ভারি হচ্ছে, মূল্য সংযোজন কর কমছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে৷
ছবি: picture alliance/dpa/A. Gebert

পেনশনভাতা

১ জুলাই থেকে জার্মানিতে ২১ মিলিয়নেরও বেশি অবসরপ্রাপ্ত ব্যক্তির পেনশনভাতা বৃদ্ধি পেয়েছে৷ জার্মানির পশ্চিমাংশে ৩.৪৫ শতাংশ এবং পূর্বে শতকরা ৪.২০ভাগ বৃদ্ধি পাচ্ছে৷ এই অবসরভাতা বাড়ানোর ফলে আইনগতভাবে পূর্ব আর পশ্চিমের পেনশন সমন্বয় তৃতীয়বারের মতো কার্যকর হলো৷

মূল্য সংযোজন কর

করোনা সংকটে অর্থনীতিকে সাময়িকভাবে চাঙা করার লক্ষ্যে গ্র্যান্ড কোয়ালিশন সরকার বহু বিলিয়ন ইউরোর একটি কর্মসূচি গ্রহণ করেছে৷ এর অংশ হিসেবে মূল্য সংযোজন কর আগামী ছয় মাসের জন্য ১৯ থেকে ১৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ জার্মান সংসদ বুন্ডেসটাগ এবং রাজ্যগুলির সংসদ বুন্ডেসরাট গত সোমবার ফেডারেল সরকারের এই পরিকল্পনা অনুমোদন করে৷

ন্যূনতম মজুরি নির্ধারণ

জার্মানিতে আইনগত ন্যূনতম মজুরি ১ জুলাই থেকে ২০২২ সালের মধ্যে চার ধাপে বৃদ্ধি পাবে৷ তবে বর্তমানে তা বেড়ে  ৯.৩৫ থেকে ১০.৪৫ ইউরো হচ্ছে৷

ভাড়াটে সুরক্ষা ব্যবস্থা

১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত  করোনার সংকটে ভাড়া পরিশোধে ব্যর্থতার কারণে ভাড়াটেদের উচ্ছেদের বিরুদ্ধে অস্থায়ী বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল৷ বিশেষ এই সুরক্ষা ব্যবস্থা ১ জুলাই থেকে আর প্রযোজ্য নয়৷ তবে এ বিষয়ে গ্র্যান্ড কোয়ালিশন সরকার ও সরকারের অংশীদার এসপিডি এবং ইউনিয়নের মধ্যে মতবিরোধ রয়েছে৷

এনএস/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ