1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রবল বৃষ্টি, ছয় রাজ্যে বন্যা-সতর্কতা

২৫ ডিসেম্বর ২০২৩

জার্মানিতে বড়দিন পর্যন্ত প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ছয় রাজ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

বাভারিয়ার ছবি।
জার্মানিতে বিভিন্ন জায়গায় নদীর জল বেড়ে গেছে। ছবি: IMAGO

রোববার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৯৬ ঘণ্টা পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে।

এর ফলে বিভিন্ন রাজ্যে বন্যার আশঙ্কা তীব্র হয়েছে। আবহাওয়া দপ্তর স্যাক্সনি, লোয়ার স্যাক্সনি, বাভারিয়া, হেসে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, রাইনল্যান্ড প্যালাটিনেটে বন্যা-সতর্কতা জারি করেছে।

জার্মানিতে বন্যা-সতর্কতারচারটি পর্যায় আছে। এখন তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। অনেক নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তার ঠিক উপর দিয়ে বইছে। বিভিন্ন জায়গায় জরুরি পরিষেবার কর্মীদের সতর্ক করে দেয়া হয়েছে।

রডেনবার্গ শহরের মেয়র জানিয়েছেন, নদীর জল বন্যা-নিরোধক ব্যবস্থার উপর দিয়ে বইছে। গত ২৫ বছরে এরকম অবস্থা হয়নি।

স্যাক্সনির তিনটি নদীর জল অনেকটাই বেড়ে গেছে। জার্মানির অনেক জায়গায় প্রবল বৃষ্টির ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে একজন নারীর গাড়ি জলে প্রায় ডুবে যায়। জরুরি পরিষেবার ওই নারীকে উদ্ধার করেছেন।

জিএইচ/এসজি(ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ