1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইউক্রেনি বিশ্ববিদ্যালয়

লিসা ভাইস/আরবি১৭ আগস্ট ২০১৪

বহুদিন ধরেই এটার অবস্থান ছিল ছায়াঢাকা৷ তবে ইউক্রেন সংকটের পর থেকে চিত্রটা অনেক পাল্টেছে৷ ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মিউনিখের ইউক্রেনি ফ্রি ইউনিভার্সিটিতে৷ রাজনৈতিক সংকট বিশ্ববিদ্যালয় জগতেও প্রভাব ফেলছে৷

ছবি: Andriy Dovganyuk/UFU

ইউক্রেনের প্রবাসী ইউনিভার্সিটি ‘ইউক্রেনি ফ্রি ইউনিভার্সিটি’ সংক্ষেপে ইউএফইউ মিউনিখে অবস্থিত৷ শীতল যুদ্ধের সময় অ্যামেরিকার একটি ফাউন্ডেশনের সহায়তায় গড়ে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠান৷ ইউক্রেন সংকটের কারণে এটি আবার চাঙা হয়ে উঠেছে৷ ইউক্রেন সংকট শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্য কীরকম প্রভাব বিস্তার করছে এবং বিশ্ববিদ্যালয়টির আর্থিক অবস্থাই বা কেমন? এ বিষয়ে এক ঝলক দৃষ্টি দেওয়া যাক৷

ছবি: Andriy Dovganyuk/UFU

শিক্ষার মাধ্যম ইউক্রেনি

সেমিনারের পেপারটি কেমন হয়েছে, সে ব্যাপারে স্টেফান কিছুটা উদ্বিগ্ন ছিল৷ কিন্তু অধ্যাপকের মাথা নাড়া দেখে স্বস্তি পায় সে৷ ‘‘মায়দান ও ইউক্রেনি ভাষায় এর প্রভাব’’ লেখাটি ভালোই হয়েছে৷ ইউএফইউ-এর ক্লাস চলে ইউক্রেনি ভাষায়৷ তাই শিক্ষক ও শিক্ষার্থীদের এই ভাষায় দখল থাকতে হয়৷ চলতি সংকট, মায়দানে বিক্ষোভ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে ক্লাসে তুলে ধরা হয়৷ বলেন জন্মসূত্রে অস্ট্রিয়ান শিক্ষক মিশায়েল মোসার৷

জার্মানিতে কাজ করতে পারেন

বাভারিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ইউএফইউ৷ এখান থেকে ডিগ্রি পাওয়া ব্যক্তিরা জার্মানির যে কোনো জায়গায় কাজ করতে পারেন৷ ইউক্রেন বা পূর্ব ইউরোপীয় দেশগুলির সঙ্গে যে সব প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সে সব প্রতিষ্ঠানে কাজ পাওয়ার ভাল সুযোগ রয়েছে ইউএফইউ-এর ডিগ্রিধারীদের৷ তবে ব্যাচেলর কোর্স পড়ানো হয় না এখানে৷ তার মানে প্রত্যেক শিক্ষার্থীরই আগে কোনো ডিগ্রি থাকতে হয়৷

তারাস-এর জার্মানি সম্পর্কে ব্যক্তিগতভাবে কোনো ধারণা ছিল না৷ তবুও ইউক্রেনে ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে ইউএফইউতে ভর্তি হয়েছে এই তরুণ৷ ‘‘ইউক্রেনের শিক্ষা বিভাগ সাবেক সোভিয়েত আমলের রাজনৈতিক সংস্কৃতি দ্বারা প্রভাবিত৷ যে সব বিষয়ে আমার আগ্রহ, এখানে সেসব বিষয় পড়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত৷’’ বলে তারাস৷ বিশেষ করে তার ভালো লাগে: প্রত্যেক শিক্ষক নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে দ্বিধা বোধ করেন না বলে৷

দৃষ্টিভঙ্গির পরিবর্তন

পশ্চিম ইউক্রেন থেকে আসা তারাসের কাছে আর একটা ইতিবাচক দিক হলো, এই বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যান্য অঞ্চলের ছেলে-মেয়েদের সঙ্গে পরিচিত হওয়া৷ ইউক্রেন রাষ্ট্রের উন্নতির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম, কিন্তু সংঘর্ষ হওয়ার মতো কিছু ঘটে না৷ সবাই নিজেকে ইউক্রেনি বলে মনে করে৷ দেশটি ভেঙে পড়ুক তা কেউ চায় না৷ অনেকে মিউনিখ থেকেই মায়দানের বিক্ষোভকারীদের সহায়তা করেছে৷ সংগ্রহ করেছে চাঁদা৷

তারাসের সহপাঠী কাটারিনা এসেছে পূর্ব ইউক্রেন থেকে৷ সেখানে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা নিজস্ব প্রজাতন্ত্র গঠনের চেষ্টা করছে৷ তার মাতৃভাষা রুশ৷ কাটারিনা বলে, ‘‘আমরা এখানে খুব আলোচনা করি৷ আমি লক্ষ্য করছি, আমার মতামতের পরিবর্তন হচ্ছে৷ আগে আমি মনে করতাম পশ্চিম ইউক্রেনীয়রা রুশ ভাষাভাষী মানুষদের প্রতি বৈরিভাবাপন্ন৷ এখন আমি বুঝতে পারছি সেটা ঠিক নয়৷’’

অনেকেই ফিরবে না

কাটারিনা ইউএফইউতে প্রথম সেমিস্টারে পড়ছে৷ ইউক্রেনে জার্মান ভাষা নিয়ে পড়াশোনা করার পর মিউনিখে এক বছর সামাজিক বছর করেছে৷ তার জার্মান ভাষাজ্ঞান বেশ ভালো৷ জার্মানির যে কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারতো সে, কিন্তু ইউক্রেনি সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে আরো জানার আগ্রহ তার প্রবল৷ আর তাই প্রতি সেমিস্টারে ৬০০ ইউরো টিউশন ফি দিয়ে ইউএফইউ-তে পড়াশোনা করছে এই ছাত্রী৷

এই প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর কাছে একটা বিষয় স্পষ্ট: ইউক্রেনের পরিস্থিতির পরিবর্তন না হলে স্বদেশে ফিরবে না তারা৷ যদিও ইউক্রেনি কর্মদাতাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বিশেষ মূল্য রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ