1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রমীলা বিশ্বকাপকে ঘিরে গভীর আগ্রহ

১৬ জুন ২০১১

২৬শে জুন থেকে ১৭ই জুলাই জার্মানিতে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ জার্মানি এবারও শিরোপা জিতলে কোনো টিমের পর পর ৩ বার বিশ্বকাপ জয়ের বিরল ঘটনা ঘটবে৷

Fußball Frauen U20 WM, Eröffnungsspiel Deutschland - Costa Rica am Dienstag (13.07.2010) im Bochumer FIFA U-20 Women's WC Stadium. Ein junges Mädchen feiert vor dem Spiel zwischen Deutschland und Costa Rica ausgelassen. Das Eröffnungsspiel gewinnt Deutschland 4:2.. Foto: Roland Weihrauch dpa/lnw
প্রমীলা বিশ্বকাপেও এমন ভক্ত চায় জার্মানিছবি: picture alliance/dpa

২০০৬ সালে জার্মানিতে বসেছিল বিশ্বকাপ ফুটবলের আসর৷ আজও সেই অসাধারণ অভিজ্ঞতাকে ‘গ্রীষ্মের রূপকথা' বলা হয়৷ আর কয়েক দিন পর জার্মানির মাটিতেই শুরু হচ্ছে প্রমীলা বিশ্বকাপ৷ নারী ফুটবলাররা সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে পারবেন কি না, সেবিষয়ে এখনো জল্পনা-কল্পনা চলছে৷ কারণ খেলার মান ভালো হলেও স্টেডিয়াম যদি খালি থাকে, টেলিভিশন পর্দা থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয়, তাহলে শুধু মান-সম্মান নয় – টান পড়বে টাকার ঝুলিতেও৷

জার্মানি এবারও শিরোপা জিতলে কোনো টিমের পর পর ৩ বার বিশ্বকাপ জয়ের বিরল ঘটনা ঘটবেছবি: picture alliance / Pressefoto Ulmer

প্রমীলা বিশ্বকাপকে ঘিরে জনসাধারণের মধ্যে কতটা উৎসাহ-উদ্দীপনা রয়েছে, তা জানতে এক সমীক্ষা চালিয়েছিল জার্মানির ডাক সংস্থা ডয়চে পস্ট৷ তাতে দেখা যাচ্ছে, প্রায় ৪৬ শতাংশ মানুষের মনেই বিশ্বকাপকে ঘিরে যথেষ্ট আগ্রহ রয়েছে৷ শুধু তাই নয়, এই দলের মধ্যে ৫৩ শতাংশই পুরুষ৷ মাত্র ৪০ শতাংশ নারী প্রমীলা বিশ্বকাপকে ঘিরে উৎসাহ দেখিয়েছে৷ জার্মানির জাতীয় দল যদি সাফল্য বজায় রাখে তাহলে ২০০৬ সালের ‘গ্রীষ্মের রূপকথা' আবার ফিরে আসবে বলে মনে করেন প্রায় ৭৫ শতাংশ মানুষ৷ জার্মানির বেসরকারি সংস্থাগুলি এই বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, প্রায় ৮৬ শতাংশ মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে৷

২৬শে জুন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মানি ও ক্যানাডার মধ্যে উদ্বোধনী ম্যাচে প্রায় ৭৪,০০০ দর্শক উপস্থিত থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে, যা একটা রেকর্ড৷ প্রমীলা ফুটবলের ক্ষেত্রে আগে এমনটা দেখা যায় নি৷ ফলে বিশ্বকাপের পরেও এই আগ্রহের রেশ অনেকটাই থেকে যাবে বলে আশা করছেন অনেকে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ