1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রশিক্ষণ শেষে ভারতে ফিরলো ছয় ফুটবলার

দেবারতি গুহ৪ সেপ্টেম্বর ২০০৮

জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের অ্যাকাডেমিতে সাতদিনের প্রশিক্ষণ শেষে ফিরে এসেছে ভারতের ছয়জন প্রতিশ্রুতিবান ফুটবলার৷ এদের মধ্যে সূর ধোবি, বেদান্ত জয়সওয়াল এবং ইওহান কনফেকশনারের বাড়ি কলকাতায়৷

বায়ার্ন মিউনিখছবি: AP

অন্য তিনজন হলো- বর্ধমানের জিয়ারত্ আলি মন্ডল আর শুভম সরকার, এবং গোয়ার জোয়েল ফার্নান্ডেজ৷ জার্মানিতে প্রশিক্ষণ পেয়ে ছয়জনই অত্যন্ত উচ্ছ্বসিত৷ যদিও, ট্রেনিং-এ যে হারভাঙ্গা খাটুনি ছিল - তা স্বীকার করলো প্রত্যেকেই৷

জানা গেল, বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে প্রতিদিন দুবেলা কঠোর অনুশীলন হতো৷ ব্রেকফাস্টের পর, সকাল সাড়ে ন'টা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত চলতো অনুশীলন৷ তারপর লাঞ্চ, কিছুক্ষণ বিশ্রাম৷ কিন্তু, দুপুর আড়াইটে বাজতে না বাজতেই আবার শুরু হতো প্র্যাকটিস৷ চলতো বিকেল চারটে পর্যন্ত, পাঁচ-পাঁচটি মাঠে৷

সকালের সেশনে মূলত হতো শরীর চর্চা আর শোখানো হতো বলের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর নানা টেকনিক৷ অন্যদিকে, সেকেন্ড হাফে থাকতো হেডিং, পাসিং ইত্যাদিতে দক্ষতা আনার কারিগরি৷ প্র্যাকটিকাল ছাড়াও থিওরি ক্লাসও করতে হতো তাদের৷ প্রশিক্ষণ দিতেন অলিভার আন্দ্রে, রুমেনিগের মতো বিখ্যাত ফুটবলাররা৷ তাই এদের কাছে প্র্যাকটিস করার অভিজ্ঞতার যে তুলনা হয় না - সেটা তো বলাই বাহুল্য৷

ভারতীয় এই ছয়জন ছাড়া, সাতদিনের ঐ ট্রেনিং-এ অংশ নিয়েছিল ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ৭৫ জন শিক্ষার্থী৷ তাদের প্রত্যেকেরই বয়েস কিন্তু ১৬ বছরের কম৷ অনুশীলনের সময় তাদের দেখাশোনা করার জন্য সব সময় উপস্থিত থাকতেন দুজন চিকিত্‌সক এবং একজন ফিজিওথ্যারাপিস্ট৷

সত্যি, সমবয়সী বিদেশী শিক্ষার্থীরা স্কিল ও স্ট্যামিনায় কতো এগিয়ে৷ কতো দ্রুত পাস দিতে পারে তারা৷ আর অযথা বল হোল্ডও করে না৷ অবাক ভারতীয় তরুণরা৷ এছাড়া, জার্মানির মাঠ, পিচ, আবহাওয়া - এক কথায় ছিল দারুণ৷ আর তার উপর বায়ার্ন মিউনিখের সিনিয়র দলের ফুটবলাররা অনুশীলন করতেন পাশের মাঠেই৷ তাদের দেখার সৌভাগ্য - সে কি আর যে সে ব্যাপার?

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ