1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানিতে পড়তে খুব ভালো ফলাফল প্রয়োজন নেই'

৬ আগস্ট ২০২০

জার্মানিতে পড়তে খুব ভালো ফলাফল নয়, প্রয়োজন ভালো জ্ঞান৷ নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান থাকলে এখানে এসে ভালো করা সম্ভব৷ এমনটা মনে করেন মোহাম্মদ রবিউল হোসেন৷ তিনি জার্মানির বন ইউনিভার্সিটি হাসপাতালে গবেষক হিসেবে নিয়োজিত আছেন৷

Grundlagenforschung zur Kommunikation von Zellen am Herzzentrum der Uniklinik Bonn
ছবি: Felix Heyder/Uniklinik Bonn

তরুণ গবেষক মোহাম্মদ রবিউল হোসেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় ক্লিনিকের বায়োমেডিকেল সেন্টারে পোস্টডক করছেন৷ একইসঙ্গে আছেন জুনিয়র গ্রুপ লিডার ও লেকচারার পদে৷ জার্মানিতে হাতে গোণা কয়েকটি ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স রয়েছে৷ বন ইউনিভার্সিটি ক্লিনিক তার একটি৷ সেখানকার কার্ডিওলজি বিভাগে একমাত্র এশিয়ান রবিউল৷

বলা হয়ে থাকে, পিএইচডি করেও জার্মানিতে শিক্ষকতার বা গবেষণার চাকরি পাওয়া কঠিন৷ রবিউল সেখানে ব্যতিক্রম৷ তবে এখন সুযোগ আগের চেয়ে বেশি বলে মনে করেন তিনি৷

বাংলাদেশে রবিউল পড়তেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে৷ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে৷ বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরিও শুরু করলেন৷ তখনই ভাবনা এল বিদেশে উচ্চশিক্ষার৷ তবে অনেকের মতই সুযোগ খোঁজা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না৷

২০১১ সালে জার্মানিতে আসেন রবিউল৷ এমনকি দুইটা মাস্টার্সও করেন৷ তারপর পিএইচডি৷ এখন করছেন পোস্টডক৷ জার্মানিতে পড়াশোনার মান ভালো এবং এখানে প্রতিষ্ঠানগুলোর গবেষণার সুযোগও বেশি বলে মনে করেন রবিউল৷ সে কারণেই উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নিয়েছেন জার্মানিকে৷

কোন স্কলারশিপের অধীনে জার্মানি আসেননি রবিউল৷ তিনি মনে করেন, জার্মানিতে পড়তে বা গবেষণায় যুক্ত হতে ভালো ফলাফলের চেয়ে ভালো জ্ঞান প্রয়োজন৷ উচ্চশিক্ষায় আগ্রহ আছে, অথচ কেমন করে প্রস্তুতি নিতে হবে জানেন না এমন শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ আছে তার৷

‘‘এখন অনেক সহজে তথ্য পাওয়া যায়৷ সেগুলো যোগাড় করতে হবে৷ বাংলাদেশ থেকে এখানে পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন৷ তবে কোন শিক্ষার্থী যদি আপডেটেড থাকেন, তার পছন্দের ফিল্ডে সবশেষ গবেষণাগুলো সম্পর্কে৷ তিনি যদি সবসময় খোঁজখবর রাখেন, তাহলে এখানে এসে ভালো করা সম্ভব,'' বলেন রবিউল৷ তার মতে জার্মানিতে মাস্টার্স পর্যায়ে আসাটা সহজ এবং পরবর্তী ধাপগুলোতে পৌঁছা সম্ভব৷

কোন কিছুই সহজে আসে না৷ এর জন্য পরিশ্রম করতে হয়, এটাই রবিউলের মন্ত্র৷ গবেষণার কাজ ভালো লাগে তার৷ ভবিষ্যতেও তা চালিয়ে যেতে চান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ