1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফিটনেস স্টুডিও-তে ছুরি নিয়ে হামলা

১৯ এপ্রিল ২০২৩

ডুইসবুর্গের ঘটনা। অন্তত চারজন গুরুতর আহত বলে পুলিশ জানিয়েছে। আক্রমণকারীকে এখনো ধরতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলেই গুরুতর আহত হন অন্তত চারজন
ঘটনাস্থলেই গুরুতর আহত হন অন্তত চারজনছবি: Christoph Reichwein/dpa/picture alliance

জার্মানির ডুইসবুর্গে একটি ফিটনেস স্টুডিওতে মঙ্গলবার এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আক্রমণকারী ছুরি নিয়ে ওই ফিটনেস স্টুডিওতে ঢুকে পড়ে। এলোপাথারি ছুরি চালাতে থাকে সে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন অন্তত চারজন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন গুরুতর আহত হলেও বিপদ কাটিয়ে উঠেছেন।

কে কেনো হামলা চালালো, তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ। পার্শ্ববর্তী অঞ্চল এসেন থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আততায়ীকে ধরার জন্য গোটা অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। আততায়ী বেশি দূর পালাতে পারেনি বলেই তাদের বিশ্বাস।

ছুরি বা ছুরির মতো কোনো অস্ত্র নিয়ে এদিন আক্রমণ চালানো হয় বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ওই সময় স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

ডিডাব্লিউয়ের সংবাদদাতা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, গোটা এলাকা নিস্তব্ধ হয়ে আছে। পুলিশ সূত্র তাকে জানিয়েছেন, সম্ভবত একজনই আক্রমণকারী ছিল। ডুইসবুর্গ শহরের বাইরেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু কেন এই ঘটনা ঘটল, কেন আক্রমণ চালানো হলো, তা নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে চায়নি। প্রত্যক্ষদর্শীরাও এবিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি।

এসজি/জিএইচ (ডিপিএ, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ